গেইল— তৃতীয় (অক্টোবর-ডিসেম্বর) ত্রৈমাসিকে গেইলের নিট মুনাফা ৩১% বেড়ে হয়েছে ১,৬৭৯ কোটি টাকা। অন্য দিকে, সংস্থার মোট বিক্রিও বেড়েছে ২৮%। দাঁড়িয়েছে ১৫,৯৮১ কোটিতে।
ভারতী এয়ারটেল— তৃতীয় ত্রৈমাসিকে এয়ারটেলের নিট মুনাফা দ্বিগুণ বেড়েছে। হয়েছে ৬১০ কোটি টাকা। গত চার বছরে এই প্রথম বাড়ল সংস্থার লাভের অঙ্ক। যা দেখে বিশেষজ্ঞদের মত, এ বার হয়তো সুদিন ফিরতে চলেছে এই শিল্পে। অন্য দিকে, সংস্থার মোট আয়ও ১৩.৩% বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২২ হাজার কোটিতে।
আইসিআইসিআই ব্যাঙ্ক— অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে আইসিআইসিআই ব্যাঙ্কের নিট মুনাফা ১৩% বেড়ে দাঁড়িয়েছে ২,৫৩২ কোটি টাকায়। সুদ থেকে আয় বেড়েছে ২২%। হয়েছে ৪,২৫৫ কোটি টাকা।
ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক— অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে ব্যাঙ্কের নিট মুনাফা ৩৫.৫% কমে হয়েছে ৭৫.০৭ কোটি টাকা। মোট আয় অবশ্য বেড়ে দাঁড়িয়েছে ৬,১৯০.২৬ কোটিতে।
|
ভায়াকম ১৮-র নতুন সিনেমা ‘দ্য রয়্যাল বেঙ্গল টাইগার’-এর সঙ্গে যৌথ উদ্যোগে আসবাবপত্রের সম্ভার আনছে আয়রনি ফার্নিচার। পূর্ব-ভারতে এই ধরনের উদ্যোগ প্রথম বলে দাবি। এতে থাকবে সিনেমাটিতে ব্যবহৃত সোফা, খাবার টেবিল-চেয়ারের সেট, খাট ইত্যাদির আদলে তৈরি আসবাব।
|
বৌবাজারে গয়নার নতুন বিপণি খুলল বিনোদ বিহারী দত্ত জুয়েলার্স। এই উপলক্ষে হাজির ছিলেন ডিরেক্টর পিঙ্কি দত্ত এবং অভিনেত্রী সৌমিলি। |