প্রতিরক্ষা মন্ত্রকের বিচারে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে প্রথম পুরস্কার জিতে নিল পশ্চিমবঙ্গের ট্যাবলো। এর আগে প্রথম পুরস্কার দূরের কথা, পশ্চিমবঙ্গের ট্যাবলো কোনও দিনই এমন সম্মান পায়নি। এ বার পশ্চিমবঙ্গের ট্যাবলোর বিষয় ছিল পুরুলিয়ার ছৌ নৃত্য। যে বিষয় বেছে নিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। সেই অনুযায়ী ট্যাবলো তৈরি করেন শিল্পী বাপ্পাদিত্য চক্রবর্তী। ট্যাবলোয় ছৌ নৃত্যের মাধ্যমে মহিষাসুরমর্দিনী প্রদর্শনের জন্য পুরুলিয়ারই শিব শক্তি ছৌ ড্যান্স অ্যাকাডেমির ১০ জন শিল্পীকে নিয়ে আসা হয়েছিল। ট্যাবলোর মতো জোধারাম কুমারের নেতৃত্বে ওই দলটিও প্রজাতন্ত্র দিবসের শিল্পীদের শিবিরের প্রতিযোগিতায় প্রথম স্থান জিতে নিয়েছে। আগামী ৩১ জানুয়ারি প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি পশ্চিমবঙ্গের প্রতিনিধির হাতে পুরস্কার তুলে দেবেন। —নিজস্ব চিত্র। |