ক্রিকেটে জয়ী জাতীয় সঙ্ঘ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
প্রথম ডিভিশন ক্রিকেটে মঙ্গলবার জাতীয় সঙ্ঘ ১০ উইকেটে কল্যাণ স্মৃতি সঙ্ঘকে হারিয়েছে। কল্যাণ স্মৃতি সঙ্ঘ প্রথমে ব্যাট করে ৩১ ওভারে ৭৩ রানে আউট হয়ে যায়। জাতীয় সঙ্ঘের প্রসেনজিৎ ক্যাওড়া, সজল সরকার ও রাজীব নওয়াজ দু’টি করে উইকেট পেয়েছেন। জবাবে জাতীয় সঙ্ঘ ১৪ ওভারে কোনও উইকেট না হারিয়ে জয়ের রান তুলে নেয়। তাদের হয়ে সৌমজিৎ কর্মকার ৩৪ রান করেন। পরের ম্যাচে মিলনী সঙ্ঘ ৫ উইকেটে হারিয়েছে গলসি উদয়ন সঙ্ঘকে। গলসি ৩৮ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫০ রান করে। অরিত্র হালদার ৩৫ রান করেন। মিলনীর হয়ে প্রিয়ংকর মুখোপাধ্যায় ২৩ রানে ২ ও সঞ্জয় যাদব ১৩ রানে ২ উইকেট দখল করেন।
|
দুর্গাপুর সিসির হার
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
অশোক সঙ্ঘ আয়োজিত সাব জুনিয়র ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় অশোক সঙ্ঘ সিএ (জুনিয়র)। তারা রানিগঞ্জ রেলমাঠে দুর্গাপুর সিসিকে ৪৮ রানে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে অশোক সঙ্ঘ নির্ধারিত ২০ ওভারের খেলায় ৭ উইকেটে ৮৭ রান করে। জবাবে দুর্গাপুর ৩৯ রানে গুটিয়ে যায়।
|
চ্যাম্পিয়ন দেওঘর
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
উখড়া গেমস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় দেওঘর পান্থার ক্লাব। তারা উখড়া ক্রিকেট মাঠে সেল আইএসপিকে ১১৩ রানে হারায়। প্রথমে ব্যাট করে দেওঘর ৮ উইকেটে ২৫১ রান করে। জবাবে সেল আইএসপির ইনিংস ১৩৮ রানে শেষ হয়ে যায়। পুরস্কার বিতরণ করেন দুই বিধায়ক-সিপিএমএর গৈরাঙ্গ চট্টোপাধ্যায় ও তৃণমূলের সোহরাব আলি।
|
বাঁকোলার হার
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
ইসিএলের উদ্যোগে গ্রামীণ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় হরিপুর ক্রিকেট অ্যাকাডেমী। তারা ঝাঝরা মাঠে বাঁকোলা ক্রিকেট ক্লাবকে সুপার ওভারে ১০ রানে হারায়। নির্ধারিত ২০ ওভেরের খেলায় দুটি দলই ১৪১ করে রান তুলে নেয়। এরপর সুপার ১ ওভারের খেলায় ১০ রানে জেতে। খেলার সেরা হন জয়ী দলের রাহুল বর্মন।
|
চ্যাম্পিয়ন শান্তি
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
পানাগড় গ্রাম ছাত্র সমিতি আয়োজিত সুব্রত পাল স্মৃতি ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল হাজরাবেড়া শান্তি সঙ্ঘ। পানাগড় গ্রাম প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রতিযোগিতার ফাইনালে তারা আয়োজক সংস্থাকে ২-০ সেটে হারিয়ে দেয়। আয়োজকরা জানিয়েছেন, এই প্রতিযোগিতায় আটটি দল অংশ নেয়।
|
প্রজাতন্ত্রে ক্রীড়া
নিজস্ব সংববাদদাতা • রানিগঞ্জ |
বক্তারনগর পল্লী উন্নয়ন সমিতির উদ্যোগে ৬৫ তম প্রজাতন্ত্র দিবসের দিন ক্রীড়া প্রতিযেগিতা আয়োজিত হয়। পুরুষ ও মহিলা বিভাগে ১০টি ইভেন্টে ৩৫০ জন প্রতিযোগী যোগ দিয়েছিলেন। চারটি বিভাগে প্রথম হয়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন দেবব্রত সূত্রধর।
|
জয়ী হরিপুর
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে জয়ী হয় হরিপুর সিএ। তারা সোমবার আাসানসোল স্টেডিয়ামে সাঁকতোড়িয়া সিএকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে। প্রথমে ব্যাট করে সাঁকতোড়িয়া ৯ উইকেটে ১৪০ রান করে। জবাবে হরিপুর ২ উইকেটে জয়ের রান তুলে নেয়। |