যুবরাজ পদ্মশ্রী, পদ্মভূষণ লি-গোপী
হেন্দ্র সিংহ ধোনির ভারতীয় দলে তিনি ‘ব্রাত্য’। কিন্তু মারণরোগ ক্যানসারের বিরুদ্ধে যুদ্ধের যোগ্য মর্যাদা পেয়ে গেলেন যুবরাজ সিংহ।
যুবরাজ এখন ‘পদ্মশ্রী’।
এ বার সাত ক্রীড়াবিদকে ‘পদ্মশ্রী’ দেওয়া হচ্ছে। যাঁদের মধ্যে একজন যুবরাজ। যিনি আগেই ‘অর্জুন’ পুরস্কার পেয়েছিলেন। এবং ‘পদ্মশ্রী’-র জন্য মনোনীত হওয়ার পর স্বাভাবিক ভাবেই উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি যুবরাজ। টুইট করে ফেলেছেন, ‘এ বারের পদ্মশ্রী প্রাপকদের তালিকায় থাকতে পেরে অসম্ভব আনন্দ হচ্ছে। সম্মানিতও লাগছে। ভারত সরকারকে আমি কৃতজ্ঞতা জানাই। আমাকে শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ। ক্রিকেট এবং ক্যানসার সচেতনায় দেশের সেবা করে যাওয়ার জন্য এটা আমার কাছে একটা বিরাট মোটিভেশন।”
ভারতীয় ক্রিকেটের বর্তমান সংসারে অবদান বড় কম নয় যুবরাজের। ২০০৭ সালে মহেন্দ্র সিংহ ধোনির টি টোয়েন্টি বিশ্বকাপ জয় সম্ভব সম্ভব হয়েছিল তাঁরই ব্যাটিং নৈপুণ্যে। শুধু তাই নয়, ২০১১-তে দেশের মাটিতে ভারতের ক্রিকেট-বিশ্বকাপ জয়েও মুখ্য ভূমিকা তাঁরই ছিল। বিশ্বকাপের ম্যান অব দ্য টুর্নামেন্টও ছিলেন যুবরাজ।
পদ্মশ্রী ও পদ্মভূষণ
যুবরাজ, লিয়েন্ডার এবং গোপীচন্দ।
যার পরপরই তাঁর ক্যানসার ধরা পড়ে। দীর্ঘ দিন বাইরে থাকার পর ভারতীয় দলে আবার তিনি প্রত্যাবর্তন ঘটান ২০১২-তে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে। কিন্তু তার পর ক্রিকেট কেরিয়ার খুব মসৃণ গতিতে এগোয়নি যুবরাজের। অফ ফর্মের জন্য বাদ পড়েন। টেস্টে অনেক দিন নেই। ওয়ান ডে-তেও না। নিউজিল্যান্ড সফরের টেস্ট বা ওয়ান ডে দলে তিনি নেই। কিন্তু তাতে আটকায়নি যুবরাজের পদ্মশ্রী পুরস্কার পাওয়া।
যুবরাজ ছাড়া এ বার ক্রিকেট-ব্যক্তিত্ব হিসেবে পদ্মশ্রী পাচ্ছেন মেয়েদের জাতীয় টিমের প্রাক্তন অধিনায়ক অঞ্জুম চোপড়া। স্কোয়াশ প্লেয়ার দীপিকা পাল্লিকাল, কবাডির সুনীল দাবাস, মাউন্টেনিয়ারিংয়ের লাভ রাজ সিংহ ধর্মশক্তু ও মমতা সোধা, এবং হুইলচেয়ার টেনিসের বনিফেস প্রভুকেও এ বার পদ্মশ্রী দেওয়া হচ্ছে। আর টেনিস তারকা বাংলার লিয়েন্ডার পেজকে দেওয়া হচ্ছে মর্যাদার পদ্মভূষণ পুরস্কার। যে পুরস্কারে পুরস্কৃত হচ্ছেন ব্যাডমিন্টনের উজ্জ্বল ব্যক্তিত্ব পুল্লেলা গোপীচন্দও। যিনি ব্যাডমিন্টন প্লেয়ার তো ছিলেনই, বর্তমানে কোচিংও করান। ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল এবং পিভি সিন্ধু তাঁর অন্যতম দুই বিখ্যাত ছাত্রী।
চল্লিশ বছরের লিয়েন্ডার আগেই রাজীব গাঁধী খেলরত্ন পুরস্কারে ভূষিত হয়েছিলেন। অর্জুনও পেয়েছেন আগেই। ভারতের সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকাও তিনি। আজ পর্যন্ত চোদ্দোটা গ্র্যান্ড স্ল্যাম তিনি জিতেছেন। যার মধ্যে আটটা পুরুষদের ডাবলসে। এবং বাকি ছ’টা মিক্সড ডাবলসে। উল্টো দিকে, গোপীচন্দ আবার দেশের সর্বকালের অন্যতম সেরা ব্যাডমিন্টন তারকা। যিনি অর্জুন পুরস্কার পেয়েছেন, খেলরত্ন পেয়েছেন, পদ্মশ্রী পেয়েছেন, পেয়েছেন দ্রোণাচার্যও।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.