পরাজয় বড় বিষম বস্তু। ফেডেরার-এর মতো চ্যাম্পিয়নও বললেন, নাদালের ঘোঁতঘোঁতানিতে তাঁর অসুবিধে হয়েছে। ও দিকে ফুটবলে চলছে খিস্তির বন্যা, ক্রিকেটে স্লেজিং, দাবা ছাড়া সব খেলাতেই অনবরত চিৎকার, বিলাপ, হুংকার, নির্দেশ। সঙ্গে গ্যালারির হিস্টিরিয়া। ফেডেরারের নালিশ: নাদাল কিছু সময় ঘোঁতঘোঁত করেছেন, কিছু সময় করেননি। নাদাল বেচারার তবে কী কর্তব্য? টানা ঘোঁত-প্র্যাকটিস? উঁহু, বরং পরের ম্যাচে হেরে যাওয়া। তা হলে সাত ঘোঁত মাফ! |