টুকরো খবর
বসন্তপুর কলেজে ছাত্র পরিষদ
এই প্রথম ডোমকল কলেজ বসন্তপুরের ছাত্র সংসদের দখল নিল ছাত্র পরিষদ। জন্মলগ্ন থেকেই ওই কলেজে এসএফআইয়ের একচ্ছত্র আধিপত্র ছিল। কিন্তু সোমবারের ভোটে ছাত্র সংসদরে ৫১টি আসনের মধ্যে ২৮টিতে জেতে সিপি। এসএফআই-এর ঝুলিতে যায় ২৩টি আসন। ভোটের দিন কলেজ চত্বরে হাজির হন এলাকার বাম-ডান নেতারা। সিপিএমের জেলা কমিটির সদস্য নারায়ন দাস বলেন, ‘‘সাংগঠনিক ব্যর্থতার কারণেই ওই কলেজে আমরা হেরেছি। তাছাড়া কলেজে এসএফআই-এর নেতা-কর্মীদের মধ্যে মতদ্বৈধও ছিল।’’ ডোমকলের ব্লক কংগ্রেস সভানেত্রী শাওনি সিংহ রায় বলেন, ‘‘টানা ১২ বছর ধরে পড়ুয়ারা এসএফআই-এর নোংরা রাজনীতির পরিবর্তন চেয়ে সিপি’কে জিতিয়েছে।’’

ধৃতকে আদালতে তোলা হবে
আজ, বুধবার বহরমপুরে একই পরিবারের তিন মহিলা খুনের ঘটনায় জ্যোতিষ নিত্যানন্দ দাসকে ফের মুর্শিদাবাদের সিজিএম আদালতে হাজির করানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ হেফাজতে থেকেও সে চালিয়ে গিয়েছে ভাগ্যগণনা। জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীরকে ‘শত্রুদের হাত থেকে রক্ষা পেতে’ ‘ক্যাটস আই’ ধারণের পরামর্শ দেয়। এ বার কোন গ্রহের ফেরে তার এই বিপত্তি সেটাও গণনা করে জানাল নিত্যানন্দ। গত ১৯ জানুয়ারি নিত্যানন্দের বাড়ি থেকে বিজয়াদেবী ও আত্রেয়ীর দুটি মোবাইল উদ্ধার হয়। পুলিশ সূত্রের খবর, তার পর থেকেই নিত্যানন্দ ‘চুপ’ হয়ে গিয়েছিল। সেভাবে কারও সঙ্গে কথাও বলেনি। এ ক’দিন লক-আগে শুয়ে-বসেই সে কাটিয়েছে।

বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রকল্পের সূচনা
নির্মাণ কর্মী ও তাঁদের ছেলেমেয়েদের নির্মাণ শিল্পে দক্ষতা বাড়ানোর জন্য রাজ্যব্যাপী বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রকল্পের সূচনা করলেন শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু। রাজ্য সরকারের আর্থিক সাহায্যে স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমেই ওই প্রশিক্ষণ দেওয়া হবে। মঙ্গলবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের রবীন্দ্রভবনে ওই প্রকল্পের সূচনা করে মন্ত্রী বলেন, “৭০ শতাংশ শিক্ষার্থীকে কাজের সুযোগ করে দিতে হবে এই শর্তেই প্রশিক্ষণ দেওয়ার কাজ করবে স্বেচ্ছাসেবী সংস্থাগুলি। গত আড়াই বছরে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিতে খরচ করা হয়েছে ১০৪ কোটি টাকা। অসংগঠিত শ্রমিকদের জন্য সুরক্ষা প্রকল্পগুলির সুবিধার কথা সাধারণ মানুষকে জানাতে এ বার পাড়ার ক্লাবগুলির সাহায্য নেবে সরকার।”

তার চুরি, ধৃত
দিন কয়েক ধরে চাকদহের বিভিন্ন এলাকায় কেবল লাইনের তার চুরি হচ্ছিল। ঘটনায় তদন্তে নেমে পুলিশ দু’জনকে গ্রেফতার করল। নাম সলীল বিশ্বাস এবং সুরজিৎ মণ্ডল। সলীলের বাড়ি হাঁসখালির কলেজ পাড়ায়। সুরজিৎ থাকে চাকদহের সুটরা এলাকায়। শুক্রবার রাতে চাকদহ থানার পুলিশ ধৃতদের বাড়িতে হানা দিয়ে ২ বান্ডিল তার উদ্ধার হয়েছে। কল্যাণীর এসডিপিও চন্দ্রশেখর বর্ধন বলেন, ‘‘ধৃতদের জেরা করে তার চুরির সঙ্গে আরও কেউ যুক্ত কিনা তা জানার চেষ্টা চলছে।”

গ্রেফতার স্বামী
এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম রিঙ্কু সরকার (২৫)। সোমবার রাতে চাকদহে ওই মহিলার শ্বশুর বাড়ি থেকে দেহ উদ্ধার করা হয়। রিঙ্কুদেবীর বাবার বাড়ি কল্যাণীর জয়দেববাটী এলাকায়। মৃতার বাবা রামগোপাল দাস পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। রামগোপালবাবুর অভিযোগ, “জামাই কল্যাণ সরকার মেয়েকে খুন করে ঘরে ঝুলিয়ে দিয়েছে।” পুলিশ অভিযোগের ভিত্তিতে কল্যাণকে গ্রেফতার করেছে।

দেহ উদ্ধার
পুকুর থেকে নৃপেন দাস (৬০)ননামে এক বৃদ্ধের দেহ উদ্ধার করল পুলিশ। তাঁর বাড়ি চাকদহের দিগড়া এলাকায়। মঙ্গলবার সকালে চাকদহের হাঁড়িপুকুর এলাকার একটি পুকুরে ওই ব্যক্তির দেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে পেশায় ভ্যান চালক ওই ব্যক্তির দেহ উদ্ধার করে।

অস্ত্র সহ ধৃত
আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম হাসানুর মণ্ডল। চাপড়া থানার পুলিশ সোমবার সন্ধ্যায় শ্রীনগর মোড় থেকে হাসানুরকে গ্রেফতার করে। তার বাড়ি চাপড়া থানা এলাকারই বৃত্তিহুদা গ্রামে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.