সব ভুলে এগিয়ে যেতে চান হৃতিক |
বিচ্ছেদের ঘোষণার পর কেটে গিয়েছে প্রায় এক মাস। কেমন আছেন বলিউড অভিনেতা হৃতিক রোশন? মুম্বইয়ে তাঁর নতুন ব্র্যান্ড এইচআরএক্স-এর উদ্বোধনীতে জানালেন, ভালই আছেন তিনি। খোলা মনে বললেন, “জীবনে অনেক কিছু ঘটছে সম্প্রতি। চোট আঘাত আসছে, মানসিক বিপর্যয় হচ্ছে। কিন্তু সব কিছুর জন্যই দায়িত্ব নিচ্ছি আমি নিজে। কোনও মানুষকে বা পরিস্থিতিকে দোষ দেওয়ার নেই। হ্যাঁ, কখনও কখনও মনে হয় ভাল কিছু ঘটার আর কোনও সম্ভাবনাই নেই জীবনে। কিন্তু সেখান থেকেও বেরিয়ে আসা সম্ভব এই বিশ্বাসটা হারালে চলবে না। সব কাটিয়ে জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়া ছাড়া অন্য বিকল্পই বা কী আছে!”
|
রাহুল গাঁধীর প্রশংসায় সলমন |
দেশের রাজনৈতিক উন্নতি নিয়ে ক’দিন ধরেই নানা মন্তব্য করছেন বলিউড অভিনেতা সলমন খান। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সম্পর্কে ভাল ভাল কথা বলার পর এবং গুজরাতে নরেন্দ্র মোদীর ঘুড়ি উৎসবে যোগ দেওয়ার পর এ বার সলমনের মুখে রাহুল গাঁধীর প্রশংসা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে কংগ্রেসের তরুণ নেতা রাহুল গাঁধীকে বেশ ভালই লাগে। তিনি চাইলে যে কোনও সময় তাঁর প্রচার অভিযানে যোগ দিতে আমি তৈরি।” এর সঙ্গেই তাঁর বক্তব্য, “গুজরাতে মোদী অত্যন্ত জনপ্রিয়। ওঁর আমাকে প্রয়োজন নেই।”
|
অন্য চোখে নাট্যসংস্থার উদ্যোগে পুরুলিয়া শহরের হরিপদ সাহিত্য মন্দিরে অনুষ্ঠিত হল নাট্যোৎসব। গত শুক্রবার এই উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব দেবাশিস মজুমদার। উৎসবে দৃষ্টি, নটধা, সূচনা, রাধানগর দর্পন, আনন, শান্তিপুর সাংস্কৃতিক, শিল্পকৃতি প্রভৃতি দলগুলি যোগ দিয়েছিল। রবিবার সাম্প্রতিক সময়ে বাংলা থিয়েটারের অভিমুখ শীর্ষক একটি আলোচনাচক্র হয়েছে। |
‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’-এর মহড়ায় দেব। মঙ্গলবার, ময়দানে। ছবি: সুমন বল্লভ। |