টাটকা খবর |
বাবুঘাট গণধর্ষণ কাণ্ডে ধৃত এক
নিজস্ব সংবাদদাতা |
বাবুঘাট গণধর্ষণ কাণ্ডে অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ। ধৃতের নাম মহম্মদ হাফিদ। খিদিরপুরের বাবুবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। বাকি চার অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে ওয়াটগঞ্জ থানার পুলিশ। রবিবার রাতে ঘটনাটি ঘটে বাবুঘাট এলাকায়। পুলিশ সূত্রে খবর, ওই দিন এক তরুণী কাজ সেরে বন্ধুদের সঙ্গে বাড়িতে ফিরছিলেন। খিদিরপুরের কাছে বন্ধুরা তাঁকে নামিয়ে দেন। সেখান থেকে তিনি হাওড়ার কুলগাছিয়ার বাড়িতে ফেরার জন্য বাবুঘাটে লঞ্চ ধরতে আসেন। লঞ্চ না পেয়ে ট্যাক্সির জন্য বাবুঘাটে অপেক্ষা করতে থাকেন তিনি। তখন রাত প্রায় সাড়ে ৮টা।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সে সময় ছ’জন যুবক একটি গাড়ি নিয়ে এসে তাঁকে ছুরি দেখিয়ে জোর করে তুলে নিয়ে যায়। তার পর একটি মাঠে নিয়ে গিয়ে তাঁকে গণধর্ষণ করে বলে পুলিশকে জানিয়েছেন ওই তরুণী। ফের তাঁকে ওই গাড়িতে করেই বাবুঘাট এলাকায় ফেলে দিয়ে চলে যায় ওই যুবকেরা। রক্তাক্ত শরীরে আচ্ছন্ন অবস্থায় সারা রাত সেখানেই পড়ে থাকেন তিনি। সোমবার ভোরে ওই অবস্থায় কোনও মতে হাওড়া স্টেশনে পৌঁছে মোবাইল থেকে বাড়িতে ফোন করেন তিনি। বাড়ি থেকে ওই তরুণীর মা ও মেসোমশাই এসে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাওড়া হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়ে। |
জলপাইগুড়িতে ‘উত্তরকন্যা’র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা |
জলপাইগুড়িতে সোমবার পশ্চিমবঙ্গের প্রথম সরকারি শাখা সচিবালয় ‘উত্তরকন্যা’-র দ্বারোদ্ঘাটন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের এই শাখা সচিবালয়ে রয়েছে ১৮টি দফতর। থাকছে জিটিএ-র জন্য আলাদা একটি কক্ষ। উত্তরকন্যা-য় ‘ফিনান্সিয়াল অ্যাডভাইজার’-এর একটি নতুন পদ এবং দফতর তৈরি করা হয়েছে। এর ফলে উত্তরবঙ্গের সব উন্নয়নকল্পের আর্থিক অনুমোদন সরাসরি মিলবে এই বিশেষ দফতর থেকেই। একই সঙ্গে উত্তরবঙ্গের উন্নয়নকল্পে একাধিক প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। |
|
তার মধ্যে রয়েছে আমবাড়ি-ফালাকাটা শিল্পতালুক, আলিপুরদুয়ারে ইন্ডোর স্টেডিয়াম, শিলিগুড়িতে কোচবিহার ভবনের উদ্বোধন প্রভৃতি। এ ছাড়াও শিলিগুড়ি আর্বান হাট, কোচবিহারে ইঞ্জিনিয়ারিং কলেজ-সহ একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করেন তিনি। এ দিন মুখ্যমন্ত্রী জানান, রাজবংশী ভাষাকে স্বীকৃতি দিতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এর পর মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি বোমা বিস্ফোরণে নিহত ছয় জনের পরিবারপ্রতি দু’লক্ষ টাকা ক্ষতিপূরণের চেক তুলে দেন। প্রতিটি পরিবার থেকে এক জনকে চাকরিও দেওয়া হয়। এর পরই মুখ্যমন্ত্রী রওনা দেন উত্তরবঙ্গ উত্সবে যোগ দিতে।
|
রডের বাড়িতে তরুণীর মাথা ফাটাল অটোচালক
নিজস্ব সংবাদদাতা |
খাস কলকাতায় অটোর দৌরাত্ম্য অব্যাহত।
কয়েক দিন আগেই চড় মেরে এক তরুণীর নাক ফাটিয়ে দিয়েছিল এক অটোচালক। এ বার অল্প দূরত্বের জন্য মাত্রাতিরিক্ত ভাড়া চাওয়ার প্রতিবাদ করায় লোহার রড দিয়ে মেরে এক তরুণীর মাথা ফাটিয়ে দিল আর এক অটোচালক। ঘটনাটি ঘটেছে কড়েয়া থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে বেকবাগানের এক শপিং মলের কাছে।
সোমবার ভরদুপুরে ওই ঘটনার সময় মৌসুমী কুম্ভকার নামে ওই তরুণীর আর্তনাদ শুনে অটোর অন্য যাত্রী, পথচারী এবং পুলিশ ধরে ফেলে অভিযুক্ত অটোচালক আমির আলিকে। তরুণীর অভিযোগের ভিত্তিতে ওই অটোচালকের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা দিয়ে মামলা রুজু করেছে পুলিশ। প্রহৃত তরুণীকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়। তাঁর মাথায় দু’টি সেলাই পড়েছে। এই ঘটনায় পুলিশকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। তাঁর কড়া প্রতিক্রিয়া: “ওই অটোচালক আগেও অনেকগুলি অপরাধ করেছে। এটা ক্ষমার অযোগ্য অপরাধ।
|
দমদম-কাণ্ডে দুলালের জামিনের আর্জি খারিজ
নিজস্ব সংবাদদাতা |
একই খুনের মামলায় মাত্র দশ দিন আগে তাঁর দুই সহযোগীর জামিনের আবেদন মঞ্জুর করেছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু দমদম এলাকার সিপিএমের এক সময়ের দাপুটে নেতা দুলাল বন্দ্যোপাধ্যায়ের জামিনের আবেদন সোমবার খারিজ করে দিল আদালত।
২০০২ সালের ৪ মার্চ কাশীপুর থানার অধীন দমদম রোডের দুই যুবক চন্দন চক্রবর্তী (বাপি) ও সঞ্জয় গোস্বামীকে পিটিয়ে হত্যার দায়ে দুলালবাবু এবং তাঁর দুই সাগরেদ কৃষ্ণেন্দু ঘোষ ও বাপি খাঁড়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আলিপুর আদালত। গত ১২ বছর তাঁরা জেলে আছেন। তাঁরা কলকাতা হাইকোর্টে আলিপুর কোর্টের রায়ের পুনর্বিবেচনা চেয়ে আপিল মামলা করেন। সেই আপিল মামলা আদালত বিচারের জন্য গ্রহণ করে। যেহেতু, ১২ বছরেও ওই আপিল মামলার শুনানি হয়নি, তাই বিচারপতি তপেন সেন গত ১০ জানুয়ারি কৃষ্ণেন্দু ও বাপির জামিন মঞ্জুর করেন।
একই ঘটনায় দু’জন আসামিকে জামিন দেওয়ায় সোমবার প্রধান আসামি দুলাল বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে জামিনের জন্য আবেদন জানান। বিচারপতি দু’পক্ষের সওয়াল শুনে জামিনের আবেদন খারিজ করে দেন। দুলালের আইনজীবী বলেন, ১২ বছর এঁরা আপিল করেও বিচারের অভাবে কারাবাস করছেন। ইদানিং এমন বহু ক্ষেত্রে দেখা গিয়েছে, ১০-১২ বছর বা তার থেকেও বেশি সময় কারাদণ্ড ভোগ করার পর হাইকোর্টে নির্দোষ প্রমাণিত হয়েছেন।
রাজ্য সরকারের পক্ষে রাজদীপ মজুমদার বলেন, দুলাল বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টেও জামিনের জন্য আবেদন জানিয়েছিলেন। কিন্তু সুপ্রিম কোর্ট তা নাকচ করে দেয়। কাজেই তার পরে হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করতে পারে না। রাজদীপবাবু জানান, যে দু’জন হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন তাঁদের জামিন খারিজ করার জন্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন করবে।
দু’পক্ষের বক্তব্য শুনে বিচারপতি তপেন সেন জামিনের আবেদন খারিজ করে দিয়ে বলেন, জামিনের আবেদন সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। এ ছাড়াও, তাঁদের বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছিল তা তিনি দেখেছেন এবং সেখানে অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই, এই ক্ষেত্রে জামিন মঞ্জুর করা যায় না।
রবিবার দমদম এলাকায় একটি জনসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেন, কোনও গুন্ডাকে দলে ঠাঁই দেওয়া হবে না। দুলালের নাম উল্লেখ না করে তিনি বলেন, জামিন পেয়ে বা ছাড়া পেয়ে কোনও গুন্ডা যদি মনে করে ফের পার্টিতে যোগ দেবে, তা হবে না।
|
দিল্লির রেল ভবনের সামনে ধর্নায় বসল ‘টিম কেজরিওয়াল’
সংবাদ সংস্থা
|
ঘোষণা ছিল আগেই। তত্পরতাও ছিল সেই মতো। কিন্তু তিন পুলিশকর্মীর শাস্তির দাবিতে সোমবার ধর্নাস্থলেই পৌঁছতে পারল না ‘টিম কেজরিওয়াল’। তার আগেই রেল ভবনের কাছে দিল্লির মুখ্যমন্ত্রীর কনভয় আটক দেয় দিল্লিরই পুলিশ। সেখানেই ধর্নায় বসেন তারা। কেজরিওয়াল এ দিন বলেন, “প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতিতে বিঘ্ন ঘটাতে চাইনি। কিন্তু রাজধানীতে মহিলাদের সুরক্ষার প্রশ্নে চুপ করে বসে থাকা যায় না।” তিনি আরও জানান, ওই পুলিশকর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ না করা পর্যন্ত বিক্ষোভ চলবে। তদন্তের পরই শাস্তির বিষয়টি ভাবা হবে— শিন্দের এই বক্তব্যকে নস্যাত্ করে কেজরিওয়াল বলেন, “জনস্বার্থে দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মীদের দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে। দশ দিনের জন্য প্রস্তুতি নিয়ে এসেছি। প্রয়োজনে বিক্ষোভের দিন আরও বাড়ানো হবে।” এ দিনের ধর্নার জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী ও কেন্দ্রের বিরুদ্ধেও সরাসরি নিশানা সাধেন। প্রজাতন্ত্র দিবসের কথা মাথায় রেখেই দিল্লি পুলিশের পক্ষ থেকে ধর্নাস্থল যন্তর-মন্তরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হয়। |
|
|
দিল্লির রেল ভবনের সামনে ধর্না আপ-এর। ছবি: পিটিআই। |
|
এ দিন সকাল ১০টার মধ্যে দিল্লির ওই তিন পুলিশকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলে রবিবারই স্বরাষ্ট্র মন্ত্রককে হুঁশিয়ারি দিয়েছিল আপ। সামনেই প্রজাতন্ত্র দিবস। সেই উপলক্ষে দিল্লির গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংসদ ভবন, নর্থ ও সাউথ ব্লক এবং বিজয় চকে আগে থাকেই প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। এ দিন সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত পটেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, উদ্যোগ ভবন ও রেস কোর্স— এই চারটি মেট্রো স্টেশন বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয় মেট্রো কর্তৃপক্ষকে। বিক্ষোভকারীদের সামলাতে প্রস্তুত রাখা হয় জলকামান।
রবিবার সন্ধ্যায় টুইটে অরবিন্দ কেজরিওয়াল বলেন, “এই বিক্ষোভে দিল্লিবাসী ও সমর্থকদের সামিল হওয়ার প্রয়োজন নেই। আপ-এর মন্ত্রীরাই স্বরাষ্ট্র মন্ত্রকের দফতরের সামনে ধর্নায় বসবেন।” সোমবারের এই ধর্না প্রসঙ্গে দিল্লির পুলিশ কমিশনার জানান, পরিস্থিতি সামলাতে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিতে প্রস্তুত।
|
ঋদ্ধির সেঞ্চুরিতেও শেষ রক্ষা হল না
নিজস্ব সংবাদদাতা |
ইনদওরের মাঠে ঋদ্ধিমান সাহার লড়াকু সেঞ্চুরিতে ইনিংস হারের লজ্জা এড়াল বাংলা। কিন্তু ১০৮ রানের সেই অপরাজিত যুদ্ধও রঞ্জি ফাইনালের দরজা খুলতে পারল না প্রথম ইনিংসেই দুমড়ে যাওয়া লক্ষ্মীরতন শুক্লদের জন্য। সোমবার বাংলার দ্বিতীয় ইনিংস ৩৪৮ রানে শেষ হয়ে যাওয়ার পর প্রয়োজনীয় ৮ রান তুলে ১০ উইকেটে জয় নিশ্চিত করতে মহারাষ্ট্র নিল স্রেফ দুই ওভার।
কোয়ার্টার ফাইনালে শক্তিশালী মুম্বইকে হারাতে মহারাষ্ট্রের লেগেছিল চার দিন। সুরেন্দ্র ভাবের কোচিংয়ে থাকা দলটি সেমিফাইনালে বাংলাকে গুঁড়িয়ে দিল তিন দিনের মধ্যে। তবু প্রথম ইনিংসের তুলনায় সামাদ ফালাহ-অনুপম সাঙ্কলেচা-ডমিনিক জোসেফদের বোলিং আক্রমণের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে অনেকটাই লড়াই করলেন বাংলার ব্যাটসম্যানরা। |
হারের পর বিষণ্ণ অধিনায়ক লক্ষ্মী।—নিজস্ব চিত্র। |
৩৪৮ তুলে বাংলার দ্বিতীয় ইনিংস যখন শেষ হল, তখন একপ্রান্তে ট্র্যাজেডির নায়কের মতো অপরাজিত ঋদ্ধিমান। ভারতের হয়ে দু’টি টেস্ট খেলা বাংলার উইকেটকিপার ২২০ মিনিট ক্রিজে ছিলেন। ১৪৬ বলে তাঁর ১০৮ রানে ১৫টি বাউন্ডারি ও দু’টি ছক্কা। কিন্তু মহারাষ্ট্র বোলিংয়ের বিরুদ্ধে সাফল্যের যে রসায়নটা ঋদ্ধি এ দিন খুঁজে পেয়েছিলেন, সেটাই ধরতে পারলেন না তাঁর টিমের বাকিরা।
গতকাল তরুণ ওপেনার কৌশিক ঘোষের উইকেট হারানো বাংলা এ দিন সকালে শুরুতেই অভিমন্যু ঈশ্বরনকেও (৬) হারিয়ে বসে। এর পর ঠিক যখন মনে হওয়া শুরু হয়েছে অরিন্দম দাস (৩৪) আর সুদীপ চট্টোপাধ্যায়ের (৪৯) জুটি ক্রিজে জমাট বাঁধছে, তখনই ফিরে যান অরিন্দম। নামেন ঋদ্ধিমান। দলগত ১২৮ রানের মাথায় সামাদ ফালাহর বলে সুদীপ ক্যাচ তুলে ফেরার পর অধিনায়ক লক্ষ্মী (১০), সন্দীপন দাস (১২) এবং আগের ম্যাচের নায়ক সৌরাশিস লাহিড়ীও (১৮) দ্রুত প্যাভিলিয়নের রাস্তা ধরায় ধস নামা শুরু হয়েছিল মিডল অর্ডারে। বাংলার দুই পেসার সৌরভ সরকার (৩৫) এবং অশোক দিন্দা (২৫) উল্টো দিকে ঠেকা না দিলে একা ঋদ্ধিমানেও ইনিংস হার এড়ানো যেত না।
দ্বিতীয় ইনিংসে বাংলা-বধের সম্মান ভাগাভাগি করে নিলেন মহারাষ্ট্রের ফালাহ-সাঙ্কলেচা-জোসেফ ত্রয়ী। তিন জনেই নিলেন তিনটি করে উইকেট।
ফাইনালে এ বার কর্নাটক বনাম পঞ্জাব ম্যাচের জয়ীর মহড়া নেওয়ার অপেক্ষায় মহারাষ্ট্র। যে ম্যাচে তৃতীয় দিনের শেষে পঞ্জাবের ২৭০ রানের জবাবে প্রথম ইনিংসে ৩৫১-৫ তুলে ৮১ রানের লিড নিয়েছে কর্নাটক।
|
মুম্বই থেকে প্যারিস সরাসরি উড়ান চালু করবে জেট
সংবাদ সংস্থা |
আগামী ১৪ মে মুম্বই থেকে প্যারিস নতুন উড়ান চালু করবে জেট এয়ারওয়েজ। সোমবার এক বিবৃতিতে এ কথা জানায় বিমান সংস্থাটি। এ নিয়ে ২১টি আন্তর্জাতিক গন্তব্যে উড়ান পরিষেবা চালু করবে জেট। সংস্থা জানিয়েছে, প্রতিদিন দুপুর ১২টায় মুম্বই থেকে বিমান সরাসরি উড়ে যাবে প্যারিসে। আবার প্যারিস থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দেবে ওই দিনই রাত ৯টায়। ১৪ জানুয়ারি থেকে ১৪ মে পর্যন্ত ইকনমি ও প্রিমিয়ার ক্লাসের জন্য ভাড়ার ক্ষেত্রে বিশেষ ছাড়ের ঘোষণা করেছে জেট। আসা-যাওয়ায় ক্ষেত্রে এই সময়ে ইকনমি ও প্রিমিয়ার ক্লাসের জন্য যথাক্রমে ৪৫,২৯১ এবং ১,৫৩,৩১৫ টাকা লাগবে। ১৪ মে-র পর থেকে যাত্রীদের ওই দুই ক্লাসের জন্য ভাড়া দিতে হবে ৬২,০৪০ ও ২,০২,১১৪ টাকা। জেট আরও জানিয়েছে, বিশেষ ছাড়ের ভাড়ার জন্য ১০ ফেব্রুয়ারির আগে বুকিং করতে হবে।
|
সন্দেশখালিতে বাস উল্টে জখম ২০
নিজস্ব সংবাদদাতা |
নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে গেল যাত্রিবোঝাই বাস। সোমবার সকালে সন্দেশখালির বয়ারমারিতে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন পায় ২০ জন। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বাসটি বসিরহাট থেকে নেজাটের দিকে যাচ্ছিল। বাসে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। বয়ারমারির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় যাত্রীদের উদ্ধার করা হয়। আহতদের ঘোষপুর হাসপাতালে পাঠানো হয়।
|
জৈনদের সংখ্যালঘু ঘোষণা কেন্দ্রের
সংবাদ সংস্থা |
তাঁদের সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করার দাবি নিয়ে রবিবার জৈন সম্প্রদায়ের এক প্রতিনিধি দল রাহুল গাঁধীর সঙ্গে দেখা করেছিলেন। রাহুল এ বিষয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে কথা বলেন। তার পরে ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সেই দাবি মেনে নিল কেন্দ্রীয় সরকার। সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ আর পার্সিদের পরে ষষ্ঠ সম্প্রদায় হিসেবে জৈনদের সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে দেশের জৈন সম্প্রদায়ের প্রায় ৫০ লক্ষ মানুষ সংখ্যালঘুদের জন্য পরিচালিত নানা জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাবেন।
|
পাক সেনার প্রধান কার্যালয়ের সামনে আত্মঘাতী হামলা, হত ১০
সংবাদ সংস্থা |
রাওয়ালপিন্ডিতে পাক সেনার সদর দফতরের সামনে সোমবার আত্মঘাতী হামলা চালাল তালিবানরা। এই ঘটনায় পাঁচ সেনা-সহ মৃত্যু হয় ১০ জনের। আহত হন প্রায় ১৮ জন। তাঁদের সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এক সাইকেল আরোহী আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালিবান-এর মুখপাত্র জানান, পাকিস্তানের উপজাতি অধ্যুষিত এলাকায় সেনা অভিযান বন্ধ না হলে এ রকম হামলা চলবে।
এ দিনের বিস্ফোরণের তীব্র নিন্দা করেন পাক প্রেসিডেন্ট মামনুন হোসেন। রবিবারই খাইবার পাখতুনখোয়ায় সেনা ছাউনিতে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয় ২০ জন পাক সেনার। |
|