রেলপথে হাতি মৃত্যু রুখতে ডুয়ার্সের ট্রেন চালানো বন্ধ বা কমিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিভিন্ন পশু এবং পরিবেশপ্রেমী সংগঠন। এবার ডুয়ার্সের রেলপথকে জিইয়ে রাখতে তৈরি হল ডুয়ার্স রেল বাঁচাও কমিটি। সম্প্রতি ডুয়ার্সের ১২টি বিভিন্ন ক্ষেত্রে কাজ করা সংগঠন একযোগে কমিটি তৈরি করে আন্দোলন শুরু করছে। আদিবাসী বিকাশ পরিষদ, মার্চেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সিনিয়র সিটিজেন ফোরামের মত সংগঠনগুলি কমিটিতে যোগ দিয়েছেন। কমিটির আহ্বায়ক শান্তিরঞ্জন ভট্টাচার্য, মোহিত শিকদাররা বলেন, “রাতের দুর্ঘটনায় হাতিমৃত্যু জন্য বেশিরভাগ ক্ষেত্রেই দায়ী ডুয়ার্সে না দাঁড়ানো ট্রেনগুলি। এনজেপি’র পর ওই ট্রেনগুলি ডুয়ার্স রুটের স্টেশনের কোথাও না দাঁড়ানোয় এদের গতি স্বাভাবিক ভাবেই অনেক বেশি থাকে। ওই ট্রেনগুলিকে ডুয়ার্সের কয়েকটি স্টেশনে দাঁড় করানো হলে তাদের গতি অনেকটাই কমে যাবে। দুর্ঘটনার আশঙ্কাও কমবে।” কবিগুরু এক্সপ্রেস বা গুহায়াটি দিয়ে ডুয়ার্স রুট দিয়ে চলা যশোবন্তপুর বা পুরী এক্সপ্রেসকে মালবাজারের নিউমাল জংশনে দাঁড় করানোর দাবিতে রেলমন্ত্রী, রেল প্রতিমন্ত্রী-সহ একাধিক মহলে স্মারকলিপিও পাঠিয়েছে কমিটি। এবারে দাবিপূরণে প্রতিশ্রুতি না পেলে সরাসরি রেল অবরোধ করারও হুমকি দিযেছে কমিটি। কমিটির আরেক আহ্বায়ক তেজকুমার টোপ্পো বলেন, “বিভিন্ন মহলে দাবিপত্র পাঠানো হয়েছে। প্রতিশ্রুতি না মিললে ফেব্রুয়ারি মাসে ডুয়ার্স জুড়ে রেল অবরোধ করা হবে।”
উল্লেখ্য, বেঙ্গালুরু, চেন্নাই, পুরী, জয়পুরের মত গুরুত্বপূর্ণ এলাকায় যাওয়ার ট্রেনের কোন স্টপেজ ডুয়ার্সে নেই। এনজেপি রেল স্টেশনের ওপরই নির্ভর করে থাকতে হয় ডুয়ার্সবাসীকে। অথচ ডুয়ার্স দিয়েই চালানো হয় কর্মভূমি এক্সপ্রেস, বিবেক এক্সপ্রেস, যশোবন্তপুর এক্সপ্রেস, পুরী এবং কবিগুরু এক্সপ্রেসের মত ট্রেনগুলিকে। সবগুলি ট্রেনেরই ডুয়ার্সে স্টপেজ হলে ডুয়ার্সের পাশাপাশি জিটিএ এলাকা ভুক্ত কালিম্পঙ মহকুমারও প্রায় ২ লক্ষ মানুষ সরাসরি উপকৃত হবেন বলে দাবি করছে রেল বাঁচাও কমিটি। |