বিনোদনের টুকরো খবর |
নাটকের জন্য রাত জাগল মালদহ
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
সারা রাত জেগে হাজারেরও বেশি দর্শক কলকাতার কসবা অর্ঘ্যের “ঊরুভঙ্গম” নাটক দেখলেন। শনিবার রাত দশটায় নাটক শুরু হয়। শেষ হয়েছে রবিবার ভোর চারটেয়। ছয় ঘণ্টা ধরে নাটক দেখার অভিজ্ঞতায় আপ্লুত মালদহবাসী। ছিলেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের নাট্যব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায়। নাটক দেখার পরে মঞ্চে উঠে তিনি বলেন, “দেখলাম, মুগ্ধ হলাম, খুশি হলাম।” নাটকের পরিচালক মণীশ মিত্র বললেন, “একটা মফস্সল শহরে টিকিট কেটে রাত ভোর জেগে নাটক দেখতে আসা মানুষের ভিড় দেখে আমি আপ্লুত হয়ে গিয়েছি। আজকে যা পেলাম, তাতে এক জীবন নয়, একশ জীবন থিয়েটারের জন্য দেব।” মহাকবি ভাসের মূল নাটক ঊরুভঙ্গমকে নিয়েই কসবা অর্ঘ্য তাদের এই নাটকের যাত্রা শুরু করেছিল। পরবর্তীতে মহাভারত ও মহাভারতকে ঘিরে ভারতবর্ষের নানা প্রান্তের লোকনাট্য ও নাট্যকে নিয়ে এই নাটকের বিন্যাস। ছয় ঘণ্টার নাটকে চার বার বিরতি থাকলেও বাস্তবে তা বিরতি মনে হয়নি দর্শকদের। বাইরের মঞ্চে তখন চলছে ছত্রিশগড়ের পান্ডবানি লোকগাথা, দেখা গিয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রের সাদা কাপড়ে মোড়া সারি সারি দেহ। মালদহ জেলা পুলিশ পরিচালিত পথশিশুদের স্কুল চেতনার সাহার্যে মালদহের থিয়েটার প্ল্যাটফর্মের উদ্যোগেই এই আয়োজন। নাটক শেষ হওয়ার পর, দর্শকরা যখন হলের বাইরে, তখন হাতে সাদা ফুল দিয়ে শান্তির বার্তা দেন উদ্যোক্তারা।
|
দুর্গাচকে ৫ দিনের নাট্যোত্সব শুরু
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
শুরু হল ‘নাট্যদরিয়া’ নাট্যসংস্থা আয়োজিত ৫ বর্ষ নাট্যোত্সব, ২০১৪। শনিবার উত্সবের উদ্ধোধন করেন নট-নাট্যকার বসুদেব হুই। উপস্থিত ছিলেন নাট্যকার সতুগোপাল ভট্টাচার্য প্রমুখ। ওই দিন সাংস্কৃতিক অবক্ষয় প্রতিরোধে নাট্যচর্চার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনায় যোগ দেন নাট্য ব্যক্তিত্বরা। গত বছরের নাট্যোত্সবে দর্শকদের বিচারে শ্রেষ্ঠ নাট্যদলকে পুরস্কৃত করা হয়। নাট্যদরিয়ার অন্যতম যুগ্ম সম্পাদক চন্দন দাস বলেন, “নাটকের ইতিহাসে কিংবদন্তী নটি বিনোদিনীর জন্ম সার্ধশতবর্ষে রাজ্যের দশটি নাট্যদলকে নিয়ে পাঁচ দিনের ওই উত্সবের আয়োজন করা হয়েছে।” |
|
১৮ জানুয়ারি থেকে ডিএম হলে শুরু হয়েছে ঝাড়গ্রাম কথাকৃতির ৭ম নাট্যমেলা।
আজ শেষদিনে রয়েছে কথাকৃতির ‘তবুও ভীষ্ম’ নাটকটি। ‘অনামা’ নাটকের একটি মুহুর্ত। ছবি: দেবরাজ ঘোষ। |
দুর্গাচকের মিলন সঙ্ঘ সংলগ্ন মাঠে চলেছে ওই উত্সব। শনিবার মঞ্চস্থ হয় হলদিয়ায় সমন্বয় নাট্যগোষ্ঠীর ‘পণ্য’ ও আয়োজক সংস্থার ‘টাপুর টুপুর’। রবিবার খড়দহ থিয়েটার জোন-এর ‘মেঘ ক্ষণিকের’ ও হুগলির এষণার ‘অপরাহ্নের আলো’ মঞ্চস্থ হয়। আজ, সোমবার মঞ্চস্থ হবে ইছাপুরের আলেয়ার ‘ইচ্ছেডানা’ ও বেলঘরিয়ার গোধূলির ‘না মানুষ’। মঙ্গলবার উত্তরপাড়ার উত্তরায়নের ‘সমান্তরাল’ ও মহিষাদলের পদাতিকের ‘যৈবতী কন্যা’। শেষ দিন অর্থাত্ বুধবার মঞ্চস্থ হবে ভদ্রকালী আর্ট অ্যান্ড কালচারের ‘সতীদাহ’ ও আগরপাড়ার থিয়েটার পয়েন্টের ‘যে জন আছে অন্তরে’।
|
নাট্য উৎসব বনগাঁয়
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
দু’দিন ব্যাপী ‘বনগাঁ নাট্য উৎসব’ শেষ হল রবিবার। বনগাঁ উচ্চ বিদ্যালয়ের অনুবর্তন মঞ্চে এই উৎসবের আয়োজন করেছিল বনগাঁ নাট্যচর্চা কেন্দ্র। এবার নবম বর্ষে পা দিল এই উৎসব। উদ্বোধন করেন নাট্য ব্যক্তিত্ব নারায়ণ বিশ্বাস। রাজ্যের দুই বিশিষ্ট নাট্যকার আশিস চট্টোপাধ্যায় ও আশিস দাসকে দীনবন্ধু মিত্র ও বৈশাখী সম্মাননা দেওয়া হয়। উৎসবে মোট সাতটি নাটক মঞ্চস্থ হয়। নাটকগুলি হল উদ্যোক্তা সংস্থার ‘রক্ত’, ‘এক যে ছিল চোর’, দত্তপুকুরের দৃষ্টি সংস্থার ‘তিন সত্যি’, গোবরডাঙার নকশার ‘কোনও গৃহবধূ’, ঠাকুরনগরের বেদান্ত সংস্থার পুতুলনাট্য ‘দুষ্টু বেড়াল’, বগুলার সৃজন সংস্থার ‘কারিগরনামা’, অশোকনগর ব্রাত্যজন সংস্থার নাটক ‘তিতলি’। |
|
‘রক্ত’ নাটকের একটি দৃশ্য। ছবি: নির্মাল্য প্রামাণিক। |
বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, “বনগাঁ শহরে নাট্যচর্চার ইতিহাস দীর্ঘদিনের। বর্তমানে নানা কারণে উৎসাহ অনেকটাই কমে গিয়েছে। এই ধরনের নাট্য উৎসব হলে মানুষের নাটকের প্রতি আগ্রহ বাড়বে।” অন্যদিকে, উদ্যোক্তা সংস্থার সভাপতি রণবীর দত্ত বলেন, “উৎসবে আসা মানুষজনকে সুস্থ বিনোদন দেওয়াটাই আমাদের এই উৎসব আয়োজনের উদ্দেশ্য।”
|
মহিষাদল শিল্পকৃতির জাতীয় নাট্যোত্সব
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
২৩-২৬ জানুয়ারি মহিষাদল রাজ ময়দানে জাতীয় নাট্যোত্সবের আয়োজন করেছে মহিষাদল শিল্পকৃতি। ‘পূর্ব মেদিনীপুর জেলার লোকনাট্য’, ‘মৃত্যু ও রবীন্দ্রনাথ’, ‘নাট্য নির্মাণে নারী নির্দেশক’ শীর্ষক তিনটি আলোচনাসভা, সারা ভারত ছোট নাটক প্রতিযোগিতা, নাটকের জন্য হাঁটুন ইত্যাদি থাকছে। দেখানো হবে শান্তনু সাহার পরিচালালিত তথ্যচিত্র ‘বিহাইন্ড দ্য কার্টেন’, ‘এ জার্নি উইথ বিভাস চক্রবর্তী’। পাশাপাশি থাকছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির নাট্যচর্চা বিষয়ক প্রদর্শনী। জেলার বিভিন্ন ক্ষেত্রের গুণীজনের হাতে তুলে দেওয়া হবে শিল্পকৃতি সৃজন সম্মান পুরস্কার। মঞ্চস্থ হবে শাঁওলি মিত্র নির্দেশিত অর্পিতা ঘোষ অনুদিত ‘পঞ্চম বৈদিক’ প্রযোজিত জাঁ পল সাত্রের নাটক ‘রাজনৈতিক হত্যা’ এবং বিজয় মুখোপাধ্যায়ের নির্দেশনায় ব্রাত্য বসুর উপদেষ্টায় সামারসেট মম অবলম্বনে বালিগঞ্জের ব্রাত্যজন প্রযোজিত ‘অর্ধাঙ্গিনী’। মঞ্চস্থ হবে জম্মু-কাশ্মীরের সামূহ থিয়েটার প্রযোজিত ‘অন্ধা যুগ’, হলদিয়ার সমন্বয় প্রযোজিত ‘পণ্য’, আগরপাড়া থিয়েটার পয়েন্ট প্রযোজিত ‘আগাছা’, মধ্যপ্রদেশের নাগপুর নাট্যগঙ্গা প্রযোজিত ‘তিতলি’, অসমের পিনাক থিয়েটার প্রযোজিত ‘আশা’, নদিয়ার সূচনা প্রযোজিত ‘কারিগর নামা’, মহিষাদল শিল্পকৃতি পরিচালিত ‘ত্যাগ’ ও ত্রিপুরার উত্তরণ নাট্যাঙ্গন প্রযোজিত ‘স্বাধীনতা ডট কম’।
|
অসুস্থ বালসুব্রহ্মণ্যম
সংবাদ সংস্থা • জোহানেসবার্গ |
সারা জীবনের অবদানের জন্য পুরস্কার নেওয়ার পরেই অসুস্থ হলেন গায়ক এস পি বালসুব্রহ্মণ্যম। জোহানেসবার্গে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন ৬৭ বছর বয়সি এই গায়ক।
|
চিকিৎসার জন্য |
অভিনেতা ইমরান হাশমির ছেলে আয়ানের চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়া হতে পারে বলে খবর। চার বছরের আয়ানের কিডনিতে ক’দিন আগেই ম্যালিগন্যান্ট টিউমার ধরা পড়ে। অস্ত্রোপচার করে তা বাদ দেন চিকিৎসকরা। সোমবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর কেমোথেরাপির জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়া হতে পারে।
|
|
হাসি হাসি এল আশি
|
সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিন উদ্যাপনে তাঁর মেয়ে পৌলমীর সঙ্গে রয়েছেন
যোগেন চৌধুরী, শুভাপ্রসন্ন প্রমুখ। রবিবার, অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে। ছবি: সুদীপ্ত ভৌমিক। |
|
|
সন্তুরবাদক শিবকুমার শর্মার জীবনী ‘দ্য ম্যান অ্যান্ড হিজ মিউজিক’ প্রকাশ অনুষ্ঠানে শিল্পীর সঙ্গে
মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রবিবার সন্ধ্যায়, বেহালার একটি ক্লাবে। ছবি: শুভাশিস ভট্টাচার্য। |
|
|
শনিবার নৈহাটির সিনে ক্লাবের ২৫ তম চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। দেখানো হবে ৯টি বিদেশি ছবি।
নৈহাটির একতা মঞ্চে সজল চট্টোপাধ্যায়ের তোলা ছবি। |
|
|
ছবির প্রচারে আলিয়া ভট্ট এবং এ আর রহমান। মুম্বইয়ে এক সাংবাদিক বৈঠকে এএফপির ছবি। |
|
|
|