তবু মনে রেখো...
রা
ষ্ট্র

তি
প্রণব মুখোপাধ্যায়
তাঁর অসংখ্য গুণমুগ্ধ ভক্তের হৃদয়ে তিনি চিরকাল বেঁচে থাকবেন।
তাঁর অভিনয় পর্দায় সমস্ত চরিত্রকে জীবন্ত করে তুলত।

রা

নৈ
তি


ব্য
ক্তি
ত্ব
মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলা চলচ্চিত্র জগতের মহানায়িকার এই চলে যাওয়া আমাদের সকলের কাছেই একটা বড় দুঃসংবাদ। একটা মহীরূহ পতন হল আজ। বিশ্বে এমন প্রতিভা একটাই হয়। আজকের দিনটা আমাদের দুঃখের এবং শোকের। মনে হচ্ছে জীবনের কিছু একটা হারিয়ে ফেলেছি। মনের ভিতরটা হৃদয়কে ভেঙে চুরমার করে দিচ্ছে। এই ক’দিন ওনাকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল। ওর বাড়ির লোকজন ভেঙে পড়েছিলেন। উনি ‘ভেন্টিলেশন’ চাননি। নিজেকে আড়াল করে রেখেছিলেন। তাঁর মৃত্যুর পর তাঁর পরিবার-পরিজন যে সিদ্ধান্ত নিয়েছেন, তা হল যতটা সম্ভব শান্তিতে অন্ত্যেষ্টি সম্পন্ন হবে। জীবন এক বার গেলে ফিরিয়ে দেওয়া যায় না। এটাই আজকের দিনে সবচেয়ে বড় দুঃসংবাদ। উনি চেয়েছেন খুব শান্ত ভাবে চলে যেতে। আজকে তাঁকে দেখে যেন মনে হচ্ছিল তিনি শান্তিতে ঘুমিয়ে আছেন। আমি কয়েক দিন তাঁকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। তিনি এক জন কিংবদন্তী বিস্ময়, যিনি নিজেকে সব কিছু থেকে দূরে রাখতে পেরেছিলেন। এই ‘স্পিরিট’-এর এখন খুবই অভাব। সবাই তো প্রচার চায়। নিজের মতো করে থাকতে চায় ক’জন? এটাই ওনার নিজস্বতা। সত্যি, তিরিশ বছর ধরে মুনমুন, রিয়া এবং রাইমা ছাড়া সবার সান্নিধ্য থেকে দূরে থাকা। এটাই সবচেয়ে কষ্টের ওঁদের। দীর্ঘ দিন ওঁরা পাশে ছিলেন, সঙ্গে ছিলেন, তার ফলে ওঁদের শূন্যতা সামলানো মুশকিল। দ্বিতীয় দিন যখন হাসপাতালে গিয়েছিলাম তখন উনি আমাকে প্রশ্ন করেছিলেন, তুমি আমার কে হও? খুব আপনজন ভেবেই বলেছিলেন কথাটা। শেষ রাত পর্যন্ত ওঁর জ্ঞান ছিল। সকলকে চিনতে পেরেছেন। গতকালও তাই দেখেছি। আমাদের এক জন বড় আপনজন চলে গেলেন। উনি বিশ্ব, বাংলার এক বিশ্ববন্দিত নারী। তাঁর আত্মার শান্তি কামনা করি।
শিবরাজ সিংহ চৌহান

হিন্দি ও বাংলা চলচ্চিত্রে
আপনার অবদান চিরস্মরণীয়
হয়ে থাকবে।
মনমোহন সিংহ
সিনেমায় তাঁর সাড়া জাগানো উপস্থিতি
লক্ষ লক্ষ ভারতীয়ের মনে দাগ কেটেছে।
অভিনয়ের বৈচিত্রে তিন দশক ধরে ভারতীয়
তথা বাংলা চলচ্চিত্রে তাঁর স্বাক্ষর রেখেছিলেন।
নরেন্দ্র মোদী
সুচিত্রা সেনের আত্মার শান্তি
কামনা করি। সেরা অভিনেত্রীকে
হারালাম। হিন্দি তথা বাংলা চলচ্চিত্রে
তিনি অসাধারণ কীর্তি রেখে গেলেন।
সুষমা স্বরাজ

অসাধারণ ব্যক্তিত্ত্বময়ী নায়িকা।
মণীশ তিওয়ারি

চলচ্চিত্রে তাঁর অবদান রেখে গেলেন।
বৃন্দা কারাট
আমাদের সকলের হৃদয়ে জীবিত
থাকবেন সুচিত্রা সেন।
শেখ হাসিনা
শুধু ভারতেই নয় বাংলাদেশেও তাঁর অসংখ্য
ভক্ত রয়েছেন। তিনি বাংলা চলচ্চিত্রের অনুপ্রেরণা।
খালেদা জিয়া
উপমহাদেশীয় চলচ্চিত্র জগতে তিনি
উজ্জ্বল জ্যোতিষ্ক হয়ে বেঁচে থাকবেন।


লি

অপর্ণা সেন
বাংলা সিনেমায়
একটা যুগের অবসান।
বিশ্বজিত্ চট্টোপাধ্যায়
বাংলা সিনেমার
এক বিরাট ক্ষতি।
প্রসেনজিত্ চট্টোপাধ্যায়
মহানায়িকার আত্মার
শান্তি কামনা করি।
মিঠুন চক্রবর্তী
সামনে যাওয়ার
সাহস পাইনি।
শাশ্বত চট্টোপাধ্যায়
সুচিত্রা ছিলেন, আছেন, থাকবেন।
আপামর বাঙালির মনে তিনি সর্বদা
বিরাজমান থাকবেন।
ঋতুপর্ণা সেনগুপ্ত
সৌন্দর্য ও প্রতিভার মিশ্রণ।
দ্বিতীয় সুচিত্রা সেন কোনও দিন
তৈরি হবে না।
মৌসুমী চট্টোপাধ্যায়
অসাধারণ ব্যক্তিত্ব
সুচিত্রা সেন।
দীপঙ্কর দে
অত্যন্ত মর্মাহত। যে আসনটা তিনি ছেড়ে চলে
গেলেন সেখানে বসার যোগ্যতা কারও হবে না।
তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
বিপ্লব চট্টোপাধ্যায়
তাঁর সঙ্গে অভিনয় করার সৌভাগ্য আমার হয়নি। তবে
স্টুডিওতে তাঁর কিছু শ্যুটিং আমি দেখেছি। তাঁকে প্রণাম
করার ইচ্ছা ছিল। কিন্তু সেই সুযোগ আর পেলাম না।
রঞ্জিত মল্লিক
দীর্ঘ দিন তিনি পর্দার আড়ালে ছিলেন। আজ বারে বারেই
অতীতের স্মৃতি এসে ভিড় করছে। তিনি কোন মাপের
অভিনেত্রী তা নতুন করে বলার কিছু নেই।
কোয়েল মল্লিক
ভীষণই দুঃখের ব্যাপার। তাঁর মতো বড় মাপের অভিনেত্রী
যখন সিনেমার পর্দায় আসতেন মনে হত শুধু তাঁকেই
দেখি। তিনি শুধু বাংলা নন, সারা ভারতের গর্ব।


লি

অমিতাভ বচ্চন
আরও এক ইন্দ্রপতন। খবর পেয়ে মন বিষণ্ণ হয়ে গেল। সৌন্দর্য ও মাধুর্যের এক অনন্য সংমিশ্রণ ছিলেন সুচিত্রা। অভিনয় দক্ষতা দিয়ে তিনি বাংলা ও হিন্দি চলচ্চিত্র জগৎকে সমৃদ্ধ করেছিলেন।
শ্রীদেবী
সুচিত্রা সেন স্বর্গীয় সুন্দরী ছিলেন।
তিনি নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা।
সুজিত সরকার
সুচিত্রা সেন ছাড়া চলচ্চিত্র
জগত্ ভাবতে পারছি না।
মধুর ভাণ্ডারকর
বাংলা চলচ্চিত্রের
অপূরণীয় ক্ষতি।
প্রেম চোপড়া
বিরাট ক্ষতি। সুচিত্রা এক জন অসাধারণ
নায়িকা ও বাংলা চলচ্চিত্র জগতের
আইকন। সারা বিশ্বে তিনি পরিচিত ছিলেন।
মাধুরী দীক্ষিত
তাঁর আত্মার শান্তি কামনা করি।
ভারতীয় চলচ্চিত্র জগত্ তাঁকে
সর্বদা মনে রাখবে।


ন্যা
ন্য
রাজদীপ সরদেশাই
চলে গেলেন সুচিত্রা সেন। আমার স্বর্গীয় বাবার প্রিয় অভিনেত্রী
ছিলেন। আজ রাতে ‘আঁধি’ ছবিটি আর এক বার দেখব।
গোপালকৃষ্ণ রায়

এক জন বিশিষ্ট বন্ধুকে হারালাম।