সংগ্রহশালায় দান
নিজস্ব সংবাদদাতা • ইলামবাজার |
দশ বছরের আনন্দবাজার পত্রিকার একটি বিশাল সংগ্রহ জয়দেব সাংস্কৃতিক পরিষদকে দান করলেন আদিত্য বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি ইলামবাজারের পঁচাত্তর ছুঁই ছুঁই আদিত্যবাবু তাঁর এত দিনের জমানো খবরের কাগজগুলি জয়দেব-কেঁদুলির ভক্তিভবনের দায়িত্বে থাকা পরিষদের সংগ্রহশালার হাতে তুলে দেন। সেখানে পাঠক ২০০৩-২০১৩ এই দশ বছরের আনন্দবাজার পত্রিকার হদিশ খুঁজে পাবেন। আদিত্যবাবু জানাচ্ছেন, দেশ স্বাধীন হওয়ার খবর পড়তে ১৯৪৭ সালের ১৬ অগস্ট আনন্দবাজার কিনতে লম্বা লাইন পড়ে গিয়েছিল। “সে দিনের কথা দিব্যি মনে আছে। তারপর থেকেই সংবাদপত্র জমানোর একটা ইচ্ছে ছিলই। কিন্তু চার আনা দামের সেই খবরের কাগজ সংগ্রহ করে তা জমানোর মতো সুযোগ বা পয়সা ছিল না,” বলছেন আদিত্যবাবু। বহু পরে তাঁর সেই শখ পূরণ হয়। যার ফলশ্রুতি একটানা ১০ বছরের প্রতিটি আনন্দবাজার পত্রিকার ওই মূল্যবান সংগ্রহ। দানের পরে আদিত্যবাবু বলছেন, “ছেলেবেলার সেই স্মৃতি থেকেই উপলব্ধি করেছিলাম সংবাদপত্র জমানোর আলাদা গুরুত্ব রয়েছে। আমার জমানো সংবাদপত্রগুলি নানা সময়ে মানুষের কাজে আসবে।”
|
ফসল নষ্ট করার অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
প্রচুর টাকার ফল নষ্ট করার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটে ময়ূরেশ্বরের বরুটিয়া গ্রামে। বাসিন্দা উত্তম মণ্ডল, মানিক মালদের অভিযোগ, “আমাদের গ্রামের এক মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে পাশের গ্রামের বিবাদ চলছিল। সেই আক্রোশে ওই গ্রামের লোকেরা আমাদের প্রায় ৬ বিঘা জমির বিভিন্ন ফসল নষ্ট করে দিয়েছে।” কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
|
সিউড়ির সাজানো পল্লিতে, রেল লাইনের ধার থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবারের ঘটনা। মৃতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
|
পৌষ সংক্রান্তির দিন পিকনিক করতে গিয়ে রান্নার সিলিন্ডারে আগুন ধরে যাওয়ায় ঘটনা ঘটল নলহাটির আকালিপুরে। মঙ্গলবার দুপুরে মেলা সংলগ্ন নদীর ধারে একদল পিকনিক করছিল। আচমকা সিলিন্ডারে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে সিভিক পুলিশের কর্মী ও মেলা কমিটির সদস্যরা গিয়ে আগুন নেভান। বড় কোনও বিপত্তি হয়নি।
|
ব্লক কৃষি, মাটি, উদ্যানপালন, মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন মেলা।
স্থান
ময়ূরেশ্বরের কোটাসুর নিম্নবুনিয়াদি বিদ্যালয় প্রাঙ্গণ। ১৫ জানুয়ারি থেকে তিন
দিনের মেলা আয়োজন করা হয়েছে। উদ্বোধক জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী।
স্থান
নলহাটি হরিপ্রসাদ হাইস্কুল খেলার মাঠ। মেলার উদ্বোধন ১৬ জানুয়ারি। ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। |