কালাশনিকভের আফশোস
সংবাদ সংস্থা • মস্কো
১৩ জানুয়ারি |
মারণাস্ত্রের জন্মদাতা হিসেবে নিজের কষ্টের কথা নাকি রাশিয়ার রক্ষণশীল গির্জাকে মৃত্যুর আগে চিঠি লিখে জানিয়ে গিয়েছিলেন মিখাইল কালাশনিকভ। এক রুশ সংবাদপত্রে সম্প্রতি এই খবর প্রকাশিত হয়েছে। ২০১৩ সালের ২৩ ডিসেম্বর মৃত্যু হয় একে-৪৭ এর জন্মদাতা কালাশনিকভের। পত্রিকাটির দাবি, মৃত্যুর প্রায় বছর খানেক আগেই নিজের নাম লেখা একটি চিঠিতে যন্ত্রণার কথা লিখেছিলেন কালাশনিকভ। গির্জার উদ্দেশে লেখা ওই চিঠিতে তিনি লিখেছিলেন, “আমার তৈরি করা অস্ত্র কত শত মানুষের প্রাণ কেড়ে নিয়েছে! খ্রিস্ট ধর্মের এমন নিষ্ঠাবান ভক্ত আমি, তা হলে কি এর জন্য আমিই দায়ী? যত বয়স বাড়ছে, এই চিন্তাই আমাকে কুরে কুরে খাচ্ছে।” তাঁর যৌবনে এক সাংবাদিক কালাশনিকভকে প্রশ্ন করেছিলেন একে-৪৭ এর মতো মারণাস্ত্র তৈরি করার জন্য কি তাঁর মনে কোনও আফশোস রয়েছে। উত্তর তিনি বলেছিলেন, “না আমি নিশ্চিন্তে ঘুমোই। কারণ রক্তপাতের এই পথ রাজনীতিকরা বেছে নিয়েছেন, আমি নই।” কালাশনিকভের শেষ চিঠির কথা যদি সত্যি হয়, তা হলে আগের অবস্থান থেকে তিনি যে অনেকটাই সরে এসেছিলেন, তা স্পষ্ট।
|
ব্যাঙ্কক বনধ সফল করতে সোমবার রাস্তায় নামলেন ৫০ হাজার সরকার বিরোধী আন্দোলনকারী। শহরের সাতটি গুরুত্বপূর্ণ রাস্তায় অবরোধ ও বেশ কয়েকটি সরকারি ভবনও ঘেরাও করেন তাঁরা। এমনকী সেখানকার বিদ্যুৎ এবং জলের লাইন কেটে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহর জুড়ে মোতায়েন ছিল ২০ হাজার নিরাপত্তা রক্ষী।
|
ন’দিনের সংঘর্ষে সিরিয়ায় নিহত অন্তত ৭০০ জন। স্থানীয় সূত্রের খবর, আল কায়দার সাহায্যপ্রাপ্ত ও অন্যান্য ইসলামিক সংগঠনগুলির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। ব্রিটেনের যে মানবাধিকার কর্মীরা সিরিয়ায় কাজ করছেন তাঁরা জানাচ্ছেন, ৩ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত সিরিয়ায় নিহতের সংখ্যা ৬৯৭। রাষ্ট্রপুঞ্জের দাবি, ২০১১ থেকে এখন পর্যন্ত সিরিয়ায় ১ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে।
|
সোমালিয়ায় ইন্টারনেট পরিষেবা বন্ধের হুমকি দিল জঙ্গিদল আল-শাবাব। এই হুমকি বার্তা অবশ্য এসেছে ইন্টারনেটেই। সোমালিয়ায় বহু দিন ধরেই সক্রিয় আল-শাবাব জঙ্গিরা। এর আগে সিনেমা দেখা, নাচ বা ফুটবল খেলার উপর নিষেধাজ্ঞা জারি করলেও ইন্টারনেট ব্যবহারের উপর কোপ এই প্রথম। সংযোগ বন্ধ করার জন্য দেশের দু’টি সংস্থাকে ১৫ দিন সময় দিয়েছে জঙ্গিরা। |