চিত্র সংবাদ |
ক্যামেরাবন্দি
|
মেদিনীপুর ফ্লাওয়ার গ্লোয়ার্স অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে শহরের বিদ্যাসাগর হলে
রবিবার
পুষ্প প্রদর্শনীর আয়োজন করা হয়। এ বার ছিল ২৬ তম বর্ষ। বাহারি রঙিন ফুল
দেখতে অনেকেই
প্রদর্শনীতে ভিড় জমান। অন্য দিকে, বন দফতরের উদ্যোগে মেদিনীপুরের
সুকুমার সেনগুপ্ত
স্মৃতি উদ্যানেও পুষ্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ছবি: রামপ্রসাদ সাউ। |
|
তমলুকে ছোটদের বসে আঁকা। |
জীবন-যুদ্ধ
|
কংসাবতীর নদীখাত থেকে নুড়ি কুড়িয়ে ঝুড়িতে জমিয়ে রাখা হয়। ঝুড়ি ভরলে তা রেখে
আসা হয় নদীর পাড়ে।
দিনভর হাড়ভাঙা খাটুনির পরেও রোজগার ১০০ টাকা পেরোয় না।
তবু পেটের দায়ে
কনকন ঠান্ডা জলে নেমেই চলে নুড়ির খোঁজ। ছবি: কিংশুক আইচ। |
|
ঝাড়গ্রাম রামকৃষ্ণ পাঠচক্র ও সেবা সমিতির পদযাত্রা। ছবি: দেবরাজ ঘোষ। |
|
কোলাঘাট তাপবিদ্যুত্ কেন্দ্রের মেলা ও প্রদর্শনীর উদ্বোধন হল রবিবার।
চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। ছবি: পার্থপ্রতিম দাস। |
|
পাঁচখুরির হাটে টুসুর বিকিকিনি। |
|
হলদিয়া স্টেশনে ১৪৬ জন সিভিক পুলিশ কর্মীকে বিপর্যয় মোকাবিলার প্রশিক্ষণ
দিল রেল।
প্রশিক্ষক হিসাবে ছিলেন রেলের চিফ কমার্শিয়াল ইন্সপেক্টর অনুপম পালধি
এবং হলদিয়া জিআরপির ওসি অনন্ত মাইতি। ছবি: আরিফ ইকবাল খান। |
|