বিনোদন বিহু, সম্বলপুরী নাচে শুরু
লোক সংস্কৃতি উৎসব

সাত দিন ব্যাপী লোক সংস্কৃতি উৎসব শুরু হল পূর্বস্থলী ১ ব্লকে। রবিবার থেকে শুরু হওয়া এই উৎসব এ বার ১৪ বছরে পা দিল। জেলাশাসক সৌমিত্র মোহন উৎসবের উদ্বোধন করেন।
এ দিন লোক সংস্কৃতি উৎসব, কৃষি, হস্তশিল্প ও আদিবাসী মেলার সূচনা হয় একটি দৌড় প্রতিযোগিতার মধ্যে দিয়ে। দুপুরে ছিল কুড়ি হাজারেরও বেশি মানুষকে নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা। লোক সংস্কৃতি উৎসবের এ বছরের মূল আকর্ষণ ৯টি রাজ্যের লোকনৃত্য। বিদ্যানগর মোড় থেকে হেমায়েতপুর মোড় পর্যন্ত চার কিলোমিটারের শোভাযাত্রায় ছিল নানা রাজ্যের লোকনৃত্য। ছিল উত্তরপ্রদেশের হোলি, অসমের বিহু, গুজরাটের গীরধা। ওড়িশার ওড়িশি, গুটিপোয়া, সম্বলপুরী, মিজোরামের চেরি ছাড়াও ছিল এ রাজ্যের ছৌ, রাভা, দার্জিলিঙের গোর্খা, রনপা এবং কাঠিনৃত্য। ঘণ্টা দু’য়েক ধরা চলা শোভাযাত্রায় চারশোরও বেশি শিল্পী পথ চলতে চলতে তাঁদের শিল্প তুলে ধরেন। গাড়িতে বসে তাঁত বোনা, সাইকেল ভ্যানে বসে ছবি আঁকাও ছিল বর্ণাঢ্য শোভাযাত্রায়। ছিল স্কুল পড়ুয়া, এনসিসি, স্বয়ম্ভর গোষ্ঠী, ক্লাব সদস্যদের নিয়ে বিভিন্ন সচেতনতামূলক প্রচার।
পায়ে-পায়ে
পূর্বস্থলী লোক সংস্কৃতি উৎসব উপলক্ষে রণ-পা নিয়ে মিছিল। রবিবার ছবিটি তুলেছেন মধুমিতা মজুমদার।
এই প্রচারে খাল-বিল বাঁচানোর কথা বলা হয়। আবার চাষিদের মাটি পরীক্ষার মতো বিষয়ের ব্যাপারেও বলা হয়। শোভাযাত্রায় ছিলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির এবং প্রাণীসম্পদ উন্নয়ন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী স্বপন দেবনাথ-সহ জেলার নানা দফতরের সরকারি আধিকারিকেরা। পূর্বস্থলী ১ লোকসংস্কৃতি উৎসব, কৃষি, হস্তশিল্প ও আদিবাসী মেলা কমিটি সূত্রে জানা গিয়েছে, মধ্যপ্রদেশ, রাজস্থান, কাশ্মীরের লোকসংস্কৃতির সঙ্গে যুক্ত বহু শিল্পী তাঁদের শিল্পনৈপুণ্য তুলে ধরবেন এ বারের উৎসবে।
উদ্যোক্তাদের তরফে জানা গিয়েছে, স্থানীয় তরুণ সঙ্ঘের মাঠ, ইউনাইটেড উচ্চবিদ্যালয় এবং ভবতারিণী রায় উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উৎসবের সাত দিন বিভিন্ন দিবস হিসেবে পালন করা হবে। এর মধ্যে রয়েছে ছাত্র যুব দিবস, শিশু ও নারী দিবস, শ্রমজীবী দিবস, স্বয়ম্ভরতা দিবস, আদিবাসী দিবস, কৃষক দিবস। প্রতিদিনই থাকবে নানা আলোচনার আসর। উদ্যোক্তারা জানিয়েছেন, তরুণ সঙ্ঘের মাঠে প্রায় ৬০টি স্টল তৈরি করা হয়েছে। ওই স্টলগুলিতে থাকবে কৃষি প্রদর্শনী, কুটির শিল্প জাত পণ্য, স্বয়ম্ভর গোষ্ঠীর তৈরি পণ্য। থাকবে শক্তিগড়ের ল্যাংচার স্টলও। জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে এই মাঠেই একটি প্রদর্শনীতে বর্তমান সরকারের সাফল্যের নানা চিত্র তুলে ধরা হয়েছে। স্বাধীনতা সংগ্রামীদের ছবি এবং তাঁদের পরিচয় তুলে ধরা হয়েছে আরও একটি প্রদর্শনীর মাধ্যমে।
তাঁত শিল্পকে বাঁচানোর আর্জি নিয়েই র‌্যালিতে যোগ। —নিজস্ব চিত্র।
মেলার আসর বসেছে ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের মাঠে। এর মূল আকর্ষণ টয় ট্রেন। রয়েছে ম্যাজিক প্রদর্শনী-সহ নানা পণ্যের দোকান। উৎসবের উদ্বোধন করে জেলাশাসক সৌমিত্র মোহন বলেন, “এই উৎসবের মধ্যে এত কিছু আছে, না এলে টের পেতাম না।” এ দিন তরুণ সঙ্ঘের মাঠে প্রচুর মানুষ ভিড় করেছিলেন ‘বাহা’ চরিত্রে অভিনয় করা বাংলা সিরিয়ালের অভিনেত্রী রণিতা দাসকে দেখতে। আরও কয়েক জন অভিনেতা, অভিনেত্রী ছিলেন এ দিনের উৎসবে। মঞ্চ থেকে বেশ কিছু সংলাপ বলে তাঁরা উৎসবে আসা মানুষজনকে মুগ্ধ করেন। মঞ্চ থেকে নামার পরেই তাঁদের দিকে ছুটে যান বহু মানুষ। পুলিশ কোনও রকমে তাঁদের মেলা প্রাঙ্গণ থেকে বাইরে বের করে আনে। উৎসব কমিটির প্রধান পৃষ্ঠপোষক তথা মন্ত্রী স্বপনবাবু বলেন, “উৎসব উপলক্ষে দর্শকদের জন্য আরও অভিনেতা-অভিনেত্রী আনার চেষ্টা করা হচ্ছে।”

চিন্তিত নন ক্লুনি
নিজের বয়স নিয়ে একেবারেই চিন্তিত নন অভিনেতা জর্জ ক্লুনি। ৫২ বছরের অভিনেতা জানিয়েছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাঁকে কেমন দেখতে হবে, তা নিয়ে ভাবেন না তিনি। চুলে কখনও রং করাবেন না। ক্লুনির কথায়, “আমার বাবার মাথা ভর্তি সাদা চুল ছিল। আর আমার মনে হয়, সেটা দেখতে ভালই লাগে।” সম্প্রতি বান্ধবীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেলেও ক্লুনি জানিয়েছেন, তিনি আর বিয়ে করবেন না। সেই সঙ্গেই তাঁর সরস মন্তব্য, “তবে কেউই আমাকে বিশ্বাস করে না।”

কেটের মত
সেই সব কর্মরতা মা-ই সত্যিকারের ‘হিরো’, যাঁরা নিজের পরিবার এবং কেরিয়ারের জন্য বহু ত্যাগ স্বীকার করেন, এমনটাই মনে করেন অভিনেত্রী কেট উইনসলেট। ৩৮ বছরের কেটের আগের স্বামীর দুই সন্তান রয়েছে। ১৩ বছরের মেয়ে মিয়া এবং ১০ বছরের ছেলে জো। বর্তমান স্বামীর প্রথম সন্তানের জন্ম দিয়েছেন সম্প্রতি। সন্তানদের ভাল করে মানুষ করতে চান বলে জানিয়েছেন কেট।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.