সলমনের দান
সংবাদ সংস্থা • মুম্বই |
সাইফাই মহোৎসব করে ইতিমধ্যেই বিতর্কে জড়িয়েছে উত্তরপ্রদেশ সরকার। তাতে উপস্থিত ছিলেন সলমন খান। প্রশ্ন উঠেছে তাঁর মতো বলিউড তারকাদের উপস্থিতি নিয়েও। তা-ই ভাবমূর্তি রক্ষা করতে নিজের স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে উত্তরপ্রদেশের জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজকে ২৫ লক্ষ টাকা দান করলেন সলমন। নিজের হয়ে সাফাই দিয়ে টুইট করেছেন মাধুরী দীক্ষিতও।
|
পাণ্ডুয়া ডায়মন্ড ক্লাবের উদ্যোগে ১৪ তম নাট্যমেলা অনুষ্ঠিত হল পাণ্ডুয়া শশীভূষণ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে। গত ২৬-৩১ ডিসেম্বর এই মেলায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট ১২টি সংস্থা নাটক মঞ্চস্থ করে। বিভিন্ন প্রান্ত থেকে আসা নাট্যপ্রেমী দর্শকের ভিড়ে ঠাসা ছিল মঞ্চ। উদ্যোক্তারা জানান, থিয়েটার সোসাইটির ‘মানুষপুতুল’ এবং ডায়মন্ড ক্লাবের ‘নৌকোটা আমাদের’ প্রয়োজনা দর্শকদের মুগ্ধ করেছে।
|
ভদ্রেশ্বর আর্ট অ্যাকাডেমির উদ্যোগে চন্দননগর ফরাসি মিউজিয়ামে বার্ষিক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হল। ৩০ ডিসেম্বর থেকে ৪ঠা জানুয়ারি পর্যন্ত চলা এই প্রদর্শনীতে ৫-২৩ বছরের দেড়শো জন শিল্পীর আঁকা ১৫৮ টি ছবি প্রদর্শিত হয় বলে জানান উদ্যোক্তারা।
|
বাংলাদেশের অস্থির পরিবেশের মধ্যেও এ পার বাংলার একটি নাট্য সংস্থা আয়োজিত দু’দেশের নাট্য উৎসবে অংশ নিয়ে গেলেন ও-পারের নাট্যকর্মীরা। কলকাতা, মধ্যমগ্রাম এবং রঘুনাথগঞ্জে ৩৬টি নাট্যদলের ৪৯টি প্রযোজনা মঞ্চস্থ হয়েছে। উৎসবের উদ্বোধন করেন চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদার। |