নাটক নিয়ে উৎসব
নিজস্ব সংবাদদাতা • ডোমজুড় |
সম্প্রতি ডোমজুড়ের কোলড়া বীণাপাণি ক্লাব আয়োজন করেছিল সারা বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা। পাঁচ দিন ধরে চলা এই প্রতিযোগিতায় প্রযোজনা ও পরিচালনা বিভাগে প্রথম হয়েছে কলকাতার বরানগরের থিয়েটার প্রসেনিয়াম। দ্বিতীয় হাওড়ার সালকিয়ার সব্যসাচী। শিশু শিল্পী বিভাগে সেরা হয়েছে হুগলির ভদ্রকালীর ইউনিট থিয়েটারের অনুপমা ভাদুড়ি। চরিত্রাভিনেতা বিভাগে সেরা বাগনানের আর্ট থিয়েটারের শান্তনু ঘোষ। উদ্যোক্তারা জানান, প্রায় ২৪ বছর ধরে তারা একাঙ্ক নাটক প্রতিযোগিতা করে আসছেন। মোট ২৪টি নাটকের দল এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল।
|
সুচিত্রা সেনের শারীরিক অবস্থা বুধবার দুপুর পর্যন্ত উন্নতির দিকেই এগোচ্ছিল। কিন্তু বিকেলে আবার শ্বাসকষ্ট শুরু হয়। নন-ইনভেসিভ ভেন্টিলেটরের সাহায্য নিয়ে ডাক্তারেরা বেশ কিছু ক্ষণ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এখনও অক্সিজেন দিতে হচ্ছে। অথচ সকাল থেকে ছবিটা বেশ ভালই ছিল। চা, টোস্ট, ডিমসেদ্ধ দিয়ে প্রাতরাশ সেরেছিলেন নায়িকা। দুপুরে খান গলা-ভাত আর মাছের ঝোল। বিছানায় বসে অনেকটা সময় কথাবার্তাও বলেন। তাঁকে পরীক্ষা করে চিকিৎসকেরা জানান, রক্তে অক্সিজেনের মাত্রা আগের তুলনায় বেশি। হৃৎস্পন্দনও স্বাভাবিক। রক্তচাপ নিয়ন্ত্রণে। উন্নতির ধারা অব্যাহত থাকলে কয়েক দিনের মধ্যেই তাঁকে ফের কেবিনে পাঠিয়ে দেওয়ার কথা ভাবা হচ্ছিল। তবে ফের শ্বাসকষ্ট শুরু হওয়ায় চিন্তা বেড়েছে চিকিৎসকদের।
|
|
...জমিন পর
শহরে আমির খান। বুধবার, কলকাতা বিমানবন্দরে। ছবি: শৌভিক দে। |
ছবির প্রচারে প্রিয়ঙ্কা চোপড়া। মুম্বইয়ে। ছবি: এএফপি। |
|
|