নতুন করে সুচিত্রা সেনের শারীরিক অবস্থার আর কোনও অবনতি হয়নি। তবে তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা এখনও ওঠানামা করছে। চিকিৎসকেরা সোমবার জানান, ফিজিওথেরাপির পরে পরেই কফ উঠে যাওয়ায় তিনি সাময়িক স্বস্তি পাচ্ছেন। রক্তে অক্সিজেনের মাত্রাও বাড়ছে। কিন্তু কয়েক ঘণ্টা পরে ফের সমস্যা শুরু হচ্ছে। এখনও দফায় দফায় নন-ইনভেসিভ ভেন্টিলেটরে রাখা হচ্ছে নায়িকাকে। তাঁর হৃৎস্পন্দনের গতি ও রক্তচাপ আপাতত নিয়ন্ত্রণে। এ দিনও তিনি হাল্কা খাবার খেয়েছেন। অল্প কথাবার্তাও বলেছেন। কিন্তু কাহিল ভাব একেবারেই কাটেনি। রবিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সঙ্গে দেখা করেন। দু’জনে প্রায় ২৫ মিনিট কথা হয়। মুখ্যমন্ত্রী এ দিনও সুচিত্রার চিকিৎসক সুব্রত মৈত্রের কাছে তাঁর স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নেন।
|
বর্ষশেষের সন্ধ্যায় চন্দননগর রবীন্দ্রভবনে ট্রিপলিসের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বাউল উৎসব। উদ্যোক্তারা জানান, শুধু বাউল গানই নয়, বাউল দর্শন ও সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয় উৎসবের আঙিনায়।
|
অন্য রূপে মুগ্ধ। বলিউড ক্যালেন্ডারে এ সাজেই দেখা
যাবে সোনাক্ষী সিন্হাকে। মুম্বইয়ে পিটিআই-এর ছবি। |
মেদিনীপুর বিদ্যাসাগর হল প্রাঙ্গণে দু’দিন ব্যাপী লোক উৎসব শেষ
হল সোমবার।
এ দিন হরিয়ানার ‘ঘুমর’ নৃত্যের একটি দৃশ্য। ছবি: সৌমেশ্বর মণ্ডল। |
|