পাখি উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
খাঁচাবন্দি করে পাখিগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল উমরপুর হাটে। খবর পেয়ে রবিবার সকালে সেই পাখিগুলোকে উদ্ধার করে রঘুনাথগঞ্জের সবুজ দ্বীপে ছেড়ে দিলেন বন দফতরের কর্মীরা। টিয়া, বদ্রি ছাড়াও বেশ কয়েকটি গ্রে হেড লাফারি, রেড টেস্টেড পচার্ড জাতীয় পাখিও ছিল বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে। বন বিভাগের রঘুনাথগঞ্জের বিট অফিসার বাবুকুমার রবিদাস বলেন, ‘‘গ্রে হেডেড লাফারিজ, রেড চেস্টেড পচার্ড পরিযায়ী পাখি। পাশেই আহিরণ বিলে শীতের সময় সেগুলো উড়ে আসে। আইন অনুযায়ী এই সব পাখি ধরা ও বিক্রি করা নিষিদ্ধ।’’ |
আছড়ে মারল হাতি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
হাতির হামলায় মৃত্যু হল এক তরুণের। রবিবার দুপুরে বেলপাহাড়ির নয়নাগড়া গ্রাম লাগোয়া জঙ্গলের ঘটনা। মৃত হেমাল সরেনের (২১) বাড়ি স্থানীয় জাম্বনি গ্রামে। বাঁকুড়া থেকে হাতির পাল নয়নাগড়ার জঙ্গলে এসেছে। এ দিন হেমাল তাঁর মোবাইল ফোনের ক্যামেরায় ছবি তুলছিলেন। হাতির দল কাছাকাছি এলে পালানোর সময় হেমালের মোবাইল মাটিতে পড়ে যায়। তা কুড়োতে গেলে পালের একটি হাতি হেমালকে শুঁড়ে তুলে আছড়ে মাটিতে ফেলে পিষে দেয়। |
শীতেও নেই শীতঘুম! আমসাং অভয়ারণ্যে ঘুরছে রেড নেক্ড কিলব্যাক। বিষাক্ত এই সাপের
দেখা মেলে তাইল্যান্ড ও উত্তর-পূর্ব ভারতে। এর কামড়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। ছবি: রাজীবাক্ষ রক্ষিত।
|
ভয় পেয়ো না:
বহরমপুরের রাস্তায়। ছবি: গৌতম প্রামাণিক। |