টাটকা খবর
অশান্তির আবহেই মিটল বাংলাদেশের সাধারণ নির্বাচন
রবিবারের বাংলাদেশের নির্বাচনে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে জয়ী হলেন আওয়ামি লিগ সভানেত্রী শেখ হাসিনা। ওই কেন্দ্র থেকে ১ লক্ষ ৪৮ হাজার ৫৯৯টি ভোট পেয়ে জয়ী হলেন তিনি।
লাগাতার রাজনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে রবিবার বাংলাদেশের সাধারণ নির্বাচন হয়। ১৪৭টি আসনের জন্য ১৮ হাজার ২০৮টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট চলে বিকেল ৫টা পর্যন্ত। বাংলাদেশের মোট ভোটারের সংখ্যা ৯ কোটি ১৯ লক্ষ। সংসদের ৩০০টি আসনের মধ্যে ১৫৩টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ৪ কোটি ৮০ লক্ষ মানুষ ভোট দিতে পারবেন না। ১৪৭টি আসনের জন্য নির্বাচনে লডে়ছেন ৩৯০ জন প্রার্থী। দেশের মোট ৫৯টি জেলায় ভোট হয়েছে। তবে চাঁদপুর, রাজবাড়ি, জয়পুরহাট, শরিয়তপুর ও মাদারিপুর—এই পাঁচটি জেলায় ভোট হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। সুষ্ঠু ভাবে নির্বাচনের জন্য মোতায়েন করা হয় সেনাবাহিনী, ৮০ হাজার পুলিশ, ৮ হাজার র্যাব ও ১৬ হাজার বিজিবি জওয়ান। নিষিদ্ধ করা হয় যান চলাচলও।

ভোটের লাইনে
দাঁড়িয়ে মহিলারা। ছবি: এপি।

ঢাকার রাস্তায় সেনাবাহিনীর
টহল। ছবি: এএফপি।
রাজনৈতিক মতানৈক্যের কারণে এ দিনের নির্বাচনে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন ও কমনওয়েল্থ পর্যবেক্ষক পাঠাতে অস্বীকার করায় ভারত ও ভুটানের পর্যবেক্ষকরা দায়িত্বে ছিলেন। হামলার আশঙ্কায় বিভিন্ন ভোটকেন্দ্রে এ দিন সকালে ভোটারের উপস্থিতির হার কম দেখা গেছে। মুখ্য নির্বাচন কমিশনার কাজি রকিবুদ্দিন জানান, মানুষকে ভোট দানে আশ্বস্ত করতে প্রচুর সেনা মোতায়েন করা হয় ভোট কেন্দ্রগুলিতে।
নির্বাচন প্রতিহত করতে শনিবার থেকে ৪৮ ঘণ্টা হরতালের ডাক দেয় বিএনপি-জামাত জোট। ওই দিন ২০০টি ভোটকেন্দ্রে আগুন ধরিয়ে দেয় তাদের সমর্থকরা। পুড়িয়ে দেওয়া হয় ব্যালট পেপার-সহ ভোটের নানা সরঞ্জাম। এ সব কারণে প্রায় ১৬০টি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয় বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।
রবিবার সকালে থেকেই দেশের নানা প্রান্ত থেকে অশান্তির খবর আসতে শুরু করে। রংপুরে ভোটকেন্দ্র দখল করতে গেলে জামাত সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত হন ২ জন। নীলফামারিতে পুলিশের গুলিতে মৃত্যু হয় এক জামাত সমর্থকের। ঠাকুরগাঁওয়ে দুষ্কৃতীদের হামলায় মৃত্যু হয় এক প্রিসাইডিং অফিসারের। শনিবার রাতে দিনাজপুরে ভোটকেন্দ্রে হামলা চালানোর সময় পুলিশের গুলিতে মৃত্যু হয় এক বিএনপি সমর্থকের। ঢাকায় এ দিন সকাল ৯টা নাগাদ ভোটকেন্দ্রের বাইরে পুলিশি প্রহরার মধ্যে বোমা বিস্ফোরণে আহন হন পাঁচ জন। অন্য দিকে, ফেনীতে পুলিশ-জামাতের সংঘর্ষে আহত হন ১২ পুলিশকর্মী। এ দিন সকাল থেকে সংঘর্ষে মৃত্যু হয় মোট ১২ জনের। দেশজুড়ে ভোটকেন্দ্রগুলিতে হিংসা রুখতে এ দিন আওয়ামি লিগের তরফ থেকে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠানো হয়।
এ দিন ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পর মুখ্য নির্বাচন কমিশনার জানান, বিভিন্ন দল এই নির্বাচনে অংশ না নেওয়ায় ভোটের হার কিছুটা কম ছিল। পাশাপাশি ঠান্ডা ও কুয়াশার কারণে ভোট কেন্দ্রগুলিতে ভোটারদের উপস্থিতি কম চোখে পড়েছে। তবে তিনি এটাও দাবি করেন, বেলা বাড়ার সঙ্গে এই উপস্থিতির হার বেড়েছে। তবে কত শতাংশ ভোট পড়েছে তা নিয়ে বিশেষ মন্তব্য করেননি।
ভোটের কাগজ পোড়াচ্ছেন বিক্ষোভকারীরা। ছবি: এএফপি।
বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি-র দাবি ছিল নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে হবে। কিন্তু হাসিনা-সরকার সেই দাবি উপেক্ষা করে সংবিধানের ধারা অনুসারেই দশম সংসদ নির্বাচনের পথ বেছে নেয়। এই রাজনৈতিক মতানৈক্যের কারণে দেশ জুড়ে অচলাবস্থার সৃষ্টি করে বিএনপি এবং তার সহযোগী দলগুলি। টানা দেড় মাস ধরে বিএনপি-জামাতের হিংসাত্মক আন্দোলনে মৃত্যু হয় একশোরও বেশি মানুষের। ক্ষতিগ্রস্ত হয় অন্তর ও বহির্বাণিজ্য। দেশে শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে দফায় দফায় বৈঠক হয় রাষ্ট্রপুঞ্জ থেকে শুরু করে ইউরোপ ও আমেরিকার সঙ্গে। কিন্তু আলোচনা কোনও ক্ষেত্রেই ফলপ্রসূ হয়নি।

সামান্য উন্নতি সুচিত্রা সেনের, দেখা করলেন মুখ্যমন্ত্রী

সঙ্কট পুরোপুরি না কাটলেও আগের চেয়ে সামান্য উন্নতি হয়েছে সুচিত্রা সেনের। তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা কিছুটা বেড়েছে। নন ইনভেসিভ ভেন্টিলেটরে রাখার মেয়াদও আগের তুলনায় কমানো হয়েছে। রবিবার ফিজিওথেরাপি করে বুক থেকে আরও খানিকটা কফ বার করায় তিনি কিছুটা স্বস্তি পেয়েছেন বলে হাসপাতাল সূত্রের খবর। মেডিক্যাল বোর্ডের সদস্যরা এ দিনও একাধিক বার তাঁকে পরীক্ষা করেন। তাঁরা জানিয়েছেন, ওষুধ-ইঞ্জেকশনের পাশাপাশি ফিজিওথেরাপির বিষয়টাতেই এখন তাঁরা বেশি গুরুত্ব দিচ্ছেন। মেডিক্যাল বোর্ডের অন্যতম সদস্য, চিকিৎসক সুব্রত মৈত্র বলেন, “ওঁকে হাল্কা খাবার দেওয়া হচ্ছে। উনি উঠে বসতেও পারছেন। রক্তচাপ এবং হৃৎস্পন্দন এ দিন স্বাভাবিকই রয়েছে। কিন্তু দুর্বলতা এখনও কাটেনি।” এ দিন সন্ধ্যায় হাসপাতালে সুচিত্রা সেনকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় পঁচিশ মিনিট মহানায়িকার সঙ্গে ছিলেন তিনি। আপ্লুত মুখ্যমন্ত্রী এর পর ফেসবুকে লেখেন, ‘‘ওঁর (সুচিত্রা সেনের) সঙ্গে দেখা করার সুযোগ পেলাম। আমি নিঃসন্দেহে ভাগ্যবান। কিংবদন্তি অভিনেত্রী, কত বার যে দেখেছি ওঁর ছবিগুলো। ওঁর সঙ্গে দেখা করতে পেরে আমি আপ্লুত, গর্বিত। খুব আবেগঘন একটা মুহূর্ত।’’

প্রয়াত ইউসেবিও
রবিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা হলেন পর্তুগাল তথা বিশ্ব ফুটবলের কিংবদন্তি ইউসেবিও। বয়স হয়েছিল ৭১ বছর। ১৯৬৬-র বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ গোলদাতার মৃত্যুতে শোকস্তব্ধ আপামর ফুটবলপ্রেমী। মূলত তাঁর পায়ের জাদুতেই বিশ্ব ফুটবলের মানচিত্রে উত্থান ঘটে পর্তুগালের।
‘ইউরোপের পেলে’ নামে পরিচিত ইউসেবিও-র জন্ম তত্কালীন পর্তুগিজ উপনিবেশ মোজাম্বিকে, ১৯৪২ সালের ২৫ জানুয়ারি। ইউসেবিও ডা সিলভা ফেরেইরা পর্তুগালের হয়ে ৬৪ বার মাঠে নামেন। জাতীয় দলের জার্সিতে ৪১টি অনবদ্য গোলও রয়েছে তাঁর।
ছবি: রয়টার্স।
ফুটবল মাঠে তাঁর গতির জন্য পরিচিত ‘ব্ল্যাক প্যান্থার’ ইউসেবিও-র ফুটবল স্কিল ছিল দেখার মতো। ডান পায়ের জোরালো শটে কেরিয়ারের ৭৪৫টি পেশাদার ম্যাচে তাঁর গোল রয়েছে ৭৩৩টি। এর মধ্যে উল্লেখযোগ্য ১৯৬৬-র বিশ্বকাপে ৯টি গোল, যার মধ্যে শুধুমাত্র দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধেই ছিল ৪টি চোখ ধাঁধানো গোল। খেলোয়াড় জীবনে বহু বার সম্মানিত হয়েছিলেন তিনি। এর মধ্যে রয়েছে ১৯৬৫-র ব্যালন ডি’অর খেতার জয়। ’৬২ এবং ’৬৩-তে ব্যালন ডি’অর খেতাব না পেলেও দ্বিতীয় স্থানে ছিলেন তিনি। ১৯৬৫-এর ‘ইউরোপিয়ান ফুটবলার অফ দ্য ইয়ার’ ’৬২-তে বেনফিকাকে ইউরোপ সেরা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। এ ছাড়াও ঘরোয়া ফুটবলে ১০টি লিগ জয়ের পিছনেও রয়েছে তাঁর অনস্বীকার্য অবদান। নিজের দলের হয়ে পাঁচটি পর্তুগিজ কাপ জয়ের পিছনে ছিল তাঁর অবদান। পনেরো বছরের কেরিয়ারে ১৯৬৪ থেকে ১৯৭৩ পর্যন্ত পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা ছিলেন।
ইউসেবিও-র মৃত্যুতে শোকপ্রকাশ করে তাঁর আত্মার শান্তিকামনা করেছেন পর্তুগালের বতর্মান তারকা রোনাল্ডো।

মাঝ এপ্রিলে ভোট, দাবি
এপ্রিলের মাঝামাঝি থেকে মে মাসের গোড়ার দিকের মধ্যে লোকসভা ভোট হতে পারে বলে নির্বাচন কমিশনের একটি সূত্র উদ্ধৃত করে দাবি করেছে সংবাদ সংস্থা পিটিআই। ওই সূত্রটি আরও জানিয়েছে, ভোট হতে পারে পাঁচ কিংবা ছ’দফায়। ভোটের দিন ঘোষণা হতে পারে ফেব্রুয়ারির শেষের দিকে অথবা মার্চের একেবারে গোড়ায়। লোকসভা ভোটের সঙ্গে ওই সময়ে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও সিকিমের বিধানসভা নির্বাচনও হবে। নির্বাচন কমিশনের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, জানুয়ারির মধ্যেই ভোটার তালিকা সংশোধনের কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে তাঁরা আশা করছেন। ভোটারের সংখ্যা প্রায় ৮০ কোটি।

সোমবারের ধর্মঘটের জাঁতাকলে নাজেহাল হতে পারেন শহরবাসী
এক দিকে ২৪ ঘণ্টার বাস, মিনিবাস ধর্মঘটের ডাক অন্য দিকে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই। আগামিকাল সোমবার ছেলেমেয়েদের স্কুলে পাঠানো নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন অভিভাবকেরা।
স্কুল গাড়ি, স্কুল বাস এবং অটো যদিও ধর্মঘটের বাইরে তবুও অভিভাবকদের দুশ্চিন্তা কাটছে না। সব থেকে বিপাকে পড়েছেন কলেজ এবং বিশ্ব বিদ্যালয়ের পড়ুয়ারা। সোমবার থেকে বিভিন্ন কলেজে বিএ, বিএসসি পার্ট থ্রি-র টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে। তা ছাড়া স্নাতোকত্তর শাখার পরীক্ষাও রয়েছে কলকাতা, রবীন্দ্র ভারতী ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের। এর মধ্যে রবীন্দ্র ভারতীতে বাস ধর্মঘটের জেরে সোমবারের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। এসএফআইয়ের ডাকা ছাত্র ধর্মঘটে অবশ্য পরীক্ষাকে ছাড় দেওয়া হয়েছে।
সোমবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগেই পরীক্ষা রয়েছে। কিন্তু রবিবার রাত পর্যন্ত পরীক্ষা পিছনোর কোনও সিদ্ধান্ত নেননি কর্তৃপক্ষ। মণীন্দ্রচন্দ্র, জয়পুরিয়ার মতো বেশ কিছু কলেজে আজ, তৃতীয় বর্ষের টেস্ট পরীক্ষা রয়েছে। কিন্তু কোনও কলেজেই পরীক্ষাসূচি বদলানো হচ্ছে না বলেই ওই কলেজগুলির কর্তৃপক্ষ জানিয়েছেন। পরীক্ষা পিছোচ্ছে না প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েরও। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই সময় কোনও পরীক্ষা থাকছে না বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাধারণ এবং দূরশিক্ষা দু’টি ক্ষেত্রেই পরীক্ষা পিছিয়েছে। রবীন্দ্রভারতীতে সোমবার যে সব পরীক্ষা হওয়ার কথা রয়েছে, তা পরিবর্তন করে আগামী ১৭ জানুয়ারি এবং দূরশিক্ষার পরীক্ষাগুলি আগামীকাল ৭ জানুয়ারি নেওয়া হবে বলে উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী জানিয়েছেন। তিনি রবিবার বলেন, “ছাত্র ধর্মঘটের জন্য নয়, বাস ধর্মঘটে ছাত্রছাত্রীদের যাতায়াতে অসুবিধা হবে বলেই আমরা পরীক্ষা পিছিয়ে দিয়েছি।”
যে কোনও বিষয়েই কলেজগুলিতে যে ভাবে গোলমাল ছড়াচ্ছে তাতে সোমবার এসএফআই-য়ের ছাত্র ধর্মঘটের ডাকে অভিবাবকেরা বেশ চিন্তিত। কলকাতা পুলিশ বাস ধর্মঘট এবং ছাত্র ধর্মঘট মোকাবিলায় কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও অনিশ্চয়তা কাটছে না অভিবাবকদের।

ঘন কুয়াশায় দিল্লি বিমানবন্দরে ব্যাহত উড়ান পরিষেবা

রবিবার ঘন কুয়াশার কারণে বিমান পরিষেবা ব্যাহত হল দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে। পঞ্চাশটিরও বেশি অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক উড়ান বাতিল হওয়ায় এ দিন দুর্ভোগে পড়েন যাত্রীরা। শনিবার মধ্য রাত থেকেই দৃশ্যমানতা কমতে থাকে। রবিবার ভোরে দৃশ্যমানতা ৫০ মিটারের নীচে নেমে যাওয়ায় বিমান ওঠা-নামায় সমস্যা হয়। ফলে নির্ধারিত সময়ের ১-৩ ঘণ্টা দেরিতে বিমান ছাড়ে। বিমানবন্দর সূত্রে খবর, বেশ কিছু উড়ানের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এ দিন দিল্লি ছাড়াও লখনউ, জয়পুর, ভুবনেশ্বর, পটনা, গুয়াহাটিতে উড়ান চলাচল ব্যাহত হয়। মৌসম ভবন আগেই জানিয়েছিল, বছরের শুরুতেই ফের কুয়াশাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে রাজধানীর।

ঠান্ডায় কাবু কাশ্মীর-সহ গোটা উত্তর ভারত
শীত ক্রমশ জাঁকিয়ে পড়ছে পঞ্জাব-হরিয়ানায়। এর সঙ্গে পাল্লা দিয়ে চলছে শৈত্যপ্রবাহও। রবিবার তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম ছিল। আবহ দফতরের খবর, পঞ্জাবের সমতলভূমিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১-৩ ডিগ্রি কম থাকবে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও কমবে। সেই সঙ্গে থাকবে কুয়াশাও। এ দিনও কুয়াশার কারণে ওই দুই রাজ্যে ট্রেন চলাচলে প্রভাব পড়ে। বিপর্যস্ত স্বাভাবিক জীবনযাপনও। পঞ্জাবের আদমপুরে এ দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ০.৮ ডিগ্রি সেলসিয়াস। হরিয়ানার হিসারে তাপমাত্রা ছিল ৩.৪ ডিগ্রি সেলসিয়াস।
ঠান্ডায় জবুথবু কাশ্মীর উপত্যকাও। হিমাঙ্কের বেশ কয়েক ডিগ্রি নীচে নেমে যায় এখানকার তাপমাত্রা। শ্রীনগরে রবিবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল হিমাঙ্কের ৪.২ ডিগ্রি সেলসিয়াসের নীচে। পহেলগাঁওয়ে তাপমাত্রা ছিল হিমাঙ্কের ১২.৪ ডিগ্রি নীচে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক দিনে তাপমাত্রার পারদ নামবে।

কার্বি আংলং-এ গুলিতে নিহত ১
ফের কার্বি আংলং-এ জারি হল কার্ফু ও সান্ধ্য আইন। এরই মধ্যে গুলিতে মৃত্যু হল এক ব্যক্তির। এ দিকে, নাগাল্যান্ডের ডিমাপুরের কাছে পচাশপুরে শুক্রবার রাতে উদ্ধার ৯টি দেহের মধ্যে পাঁচ জনকে শনাক্ত করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন বোকাজানের রংকাংথির এলাকার বাসিন্দা হারলংবি ইংতি কাথার (২১)। তিনি কার্বি ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক ছিলেন। বোকাজানের ইস্টার্ন কলেজের পড়ুয়া ইংতি বন্ধুদের সঙ্গে ডিমাপুর গিয়েছিলেন। পুলিশের সন্দেহ, সাত মাইল এলাকা থেকে তাঁদের অপহরণ করা হয়েছিল। শনাক্ত হওয়া দেহগুলি নিয়ে কার্বি আংলং গিয়েছে ডিফু পুলিশ। নাগাল্যান্ড সরকার গণহত্যার তদন্তে বিচারবিভাগীয় সচিব কে এন চিসির নেতৃত্বে তিন সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। মুখ্যমন্ত্রী নেফিয়ু রিও সব উপজাতির কাছে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানান।
কার্বি আংলং-এ কার্বি জঙ্গি বনাম নাগা রেংমা উপজাতিদের লড়াই নিয়ে কয়েকদিন ধরে পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। এর মধ্যেই গণহত্যার খবর ছড়িয়ে পড়ায় উত্তেজনা আরও বেড়েছে। পুলিশ-প্রশাসন তড়িঘড়ি সান্ধ্য আইন জারি করে। এর মধ্যেই খটখটির কারগাঁও রংপি গ্রামে নাগা জঙ্গিরা গুলি চালায়। তাতে দেসই রংপি নামে এক ব্যক্তির মৃত্যু হয়। জখম হন এক জন। পুলিশ জানায়, গতকালের গুলি চালনার ঘটনায় জড়িত সন্দেহে তিন নাগা যুবককে আটক করা হয়েছে। তা ছাড়া, চৌকিহলা পাহাড় থেকে রেংমা নাগা হিলস প্রোটেকশন ফোর্সের ৬ জন জঙ্গিকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে ১টি একে ৪৭ রাইফেল, ৫টি চিনা গ্রেনেড, দু’টি রাইফেল ও ৬৮৯ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। পরিস্থিতি সামলাতে কার্বি আংলং-এ অনির্দিষ্টকালীন কার্ফু জারি করেছে প্রশাসন।

অ্যাসেজে ‘ক্লিন বোল্ড’ ইংল্যান্ড
সিডনি টেস্টেও হার বাঁচাতে পারল না ইংরেজবাহিনী। রবিবার অ্যাসেজের শেষ টেস্টে ২৮১ রানে জিতল অজিরা। এ দিন ১৬৬ রানে অল আউট হয় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সামনে ৪৪৮ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল অস্ট্রেলিয়া। খেলার দ্বিতীয় সেশনেই অধিনায়ক কুক-সহ ৮৭ রানে তিন উইকেট খোওয়া যায় ইংল্যান্ডের।
অজিদের ‘ভিক্ট্রি ল্যাপ’। ছবি: এএফপি।
চা বিরতির পর অজিদের পেস আক্রমণে নাস্তানাবুদ হয়ে এক ঘণ্টার মধ্যে অল আউট হয় ইংল্যান্ড। বেন স্টোকস ও স্টুয়ার্ট ব্রড ছাড়া কেউই তেমন ক্রিজে বেশি ক্ষণ টিকতে পারেননি। স্টোকস ও ব্রড ব্যক্তিগত ৩২ ও ৪২ রানে আউট হন। এ দিন ২৫ রানে পাঁচ উইকেট নেন রায়ান হ্যারিস। জনসন তিনটি ও লিঁয় নেন ২টি উইকেট। গোটা সিরিজে ৩৭টি উইকেট নিয়ে ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হন মিচেল জনসন।

কৃষ্ণনগরে খুন দুধ ব্যবসায়ী
রবিবার কৃষ্ণনগরে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের হাতে খুন হলেন এক দুধ ব্যবসায়ী। নিহতের নাম গোপাল ঘোষ (৫০)। কুলগাছি এলাকার বাসিন্দা গোপালবাবু এ দিন দুপুর বারোটা নাগাদ দুধ নিয়ে পাশের নওদাপাড়ায় ঢোকার মুখে আক্রান্ত হন বলে জানা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, গোপালবাবুকে হাঁসুয়া দিয়ে আক্রমণ করে জনা চারেক দুষ্কৃতী। দুষ্কৃতীদের হাত থেকে বাঁচতে রাস্তার ধারের একটি খাদে ঝাঁপ দেন তিনি। কিন্তু তা সত্ত্বেও আক্রমণের হাত থাকে বাঁচতে পারেননি তিনি। হাঁসুয়ার এলোপাথাড়ি কোপে ঘটনাস্থলেই মারা যান গোপালবাবু। তাঁর বাড়ির লোকেরা কোতোয়ালি থানায় খুনের অভিযোগ দায়ের করেন। তাঁরা জানান, জমি সংক্রান্ত বিষয়ে এক প্রতিবেশীর সঙ্গে ঝামেলা চলছিল গোপালবাবুর। সেই কারণেই খুন কী না তা খতিয়ে দেখছে পুলিশ।

গুয়াহাটিতে পৃথক দু’টি বাস দুর্ঘটনায় জখম ৩০
পৃথক দু’টি দুটি বাস দুর্ঘটনায় ৩০ জন যাত্রী জখম হলেন। প্রথম ঘটনাটি ঘটে দরং ও কামরূপ জেলার সীমানায়। পুলিশ জানায়, আজ ভোরে কুয়াশার জন্য নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় কোকরাঝাড় থেকে বিশ্বনাথ চারিয়ালিগামী একটি বাস। ২০ জন যাত্রী জখম হন। আশঙ্কাজনক অবস্থায় ৬ জনকে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দিকে, ডিকম এলাকায় ৩৭ নম্বর জাতীয় সড়কে বাস দুর্ঘটনায় ১০ জন যাত্রী গুরুতর জখম হন।

কাজিরাঙায় জখম পর্যটক
কাজিরাঙায় হাতির পিঠে বসবার জায়গা নিয়ে বিবাদের জেরে মাহুতদের মারধরে এক পর্যটক জখম হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পেশায় শিক্ষক ওই পর্যটক রাজস্থানের বাসিন্দা। আজ সকালে বাগরি রেঞ্জে ঘটনাটি ঘটে। বনবিভাগ সূত্রে খবর, রাজস্থানের একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৪ জন শিক্ষার্থী ও শিক্ষক কাজিরাঙা বেড়াতে এসেছিলেন। আজ সকালে হাতির পিঠে জঙ্গল ঘুরে দেখার আগে, বসবার জায়গা না-পাওয়ায় পর্যটক দলটির সঙ্গে মাহুতদের বচসা শুরু হয়। অভিযোগ, মারধরে অভয়রাজ জৈন নামে এক শিক্ষক জখম হন। উদ্যান কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।

যোরহাটে চা বাগানে বুনো হাতি
চা কারখানার পাঁচিল ভেঙে ঢুকল বুনো হাতির দল। ঘটনাটি ঘটে যোরহাট জেলায়। তাদের হামলায় গুরুতর জখম হন এক কর্মী। পুলিশ জানায়, মরিয়ানিতে কাঁঠালগুড়ি চা বাগানের দেওয়াল ভেঙে ভিতরে ঢুকে পড়েছিল হাতিগুলি।

গুয়াহাটি থেকে মাদক ট্যাবলেট উদ্ধার
মণিপুর নিয়ে যাওয়ার পথে গাড়ি থেকে উদ্ধার হল কয়েক কোটি টাকার মাদক ট্যাবলেট। পুলিশ সূত্রে খবর, গুয়াহাটি থেকে প্রায় ২২ হাজার ট্যাবলেট মায়ানমারে পাঠানো হচ্ছিল। কার্বি আংলং-এর বোকাজানে সিআরপি জওয়ানরা তল্লাশি চালানোর সময় একটি গাড়ি থেকে ট্যাবলেটগুলি উদ্ধার করেন। অরুণ সিংহ ও মহম্মদ জালাল নামে দু’জন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.