|
মগজ মিটার |
কে জানে? |
|
ভারতীয় বায়ুসেনার প্রধান হলেন এয়ার মার্শাল অরূপ রাহা। চুয়ান্ন বছর পর আবার কোনও বাঙালি এই পদে নিযুক্ত হলেন। |
|
|
১. কিছু দিন কোন যুদ্ধবিমানকে কাজ থেকে ছুটি দিল ভারতীয় বায়ুসেনা?
২. অরূপ রাহা দেশের কততম বায়ুসেনা প্রধান?
৩. এই জনপ্রিয় ভারতীয় খেলোয়াড় হলেন ভারতীয় বায়ু সেনার সাম্মানিক গ্রুপ ক্যাপ্টেন। কে ইনি?
৪. পশ্চিম মেদিনীপুরের কোথায় ভারতীয় বায়ুসেনার একটি বিমান ঘাঁটি আছে? |
|
এই সপ্তাহের উত্তর |
১. মিগ-২১এফএল |
২. ২৪তম |
৩. সচিন তেন্ডুলকর |
৪. কলাইকুন্ডা |
|
|
|
|
বর্ণচোরা |
|
নীচের শব্দগুলির প্রত্যেকটির একটি বর্ণ লুপ্ত।
লাগসই বর্ণ যোগ করে শব্দ পূর্ণ করতে হবে। |
|
তি |
ড়ি |
ত |
ত্ |
কা |
র |
চ |
গৌ |
ক |
শ |
ত |
র্ধ |
ঢ |
দ |
না |
ক্কা |
|
|
গত সপ্তাহের উত্তর: নক্ষত্রপুঞ্জ,
চিত্রবিচিত্র, অবস্থাপন্ন, বাগাড়ম্বর। |
|
|
কার ছবি? |
|
উত্তর আগামী সপ্তাহে |
|
গত সপ্তাহের উত্তর:
প্রাক্তন ফুটবলার
কার্লোস আলবার্তো তোরেস |
|
|
বন্যেরা খাঁচায় সুন্দর,
আমরা খাঁচার বাইরে!
ছবি: রামতাড়ু |
|
|