পঞ্চায়েত প্রধানের ঘরে ডাকাতি
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
দরজা ভেঙে এক গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িতে ঢুকে ডাকাতি করল দুষ্কৃতীরা। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ধানতলার বহিরগাছির পূর্বপাড়ায়। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূলের সবিতা রায়ের স্বামী সুজিতবাবু বলেন, “টাকা, কয়েক ভরি সোনার গয়না ও মোবাইল নিয়ে গিয়েছে।” পুলিশ সূত্রে খবর, রাত ২টো নাগাদ মুখ ঢেকে কয়েকজন বাড়িতে ঢোকে। বাড়িতে ছিলেন সুজিতবাবু, সবিতাদেবী ও তাঁদের দুই ছেলে। সবাইকে একটি ঘরে বেঁধে রেখে ডাকাতি করে তারা। যাওয়ার সময় বাইরে থেকে ঘরের দরজাও বন্ধ করে দেয় তারা। পরে চিত্কার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। নদিয়ার পুলিশ সুপার সব্যসাচীরমণ মিশ্র বলেন, “প্রাথমিক ভাবে মনে হচ্ছে স্থানীয় কোনও ডাকাত দল ওই ঘটনার সঙ্গে যুক্ত। একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।” রানাঘাটের (উত্তর-পূর্ব) বিধায়ক তৃণমূলের সমীর পোদ্দার বলেন, “টানা তিন বারের পঞ্চায়েত প্রধান সুজিত রায়। এ বার তাঁর স্ত্রী, সবিতা রায়ও প্রধান হয়েছেন। আমার মনে হচ্ছে পূর্ব পরিকল্পনা মাফিক এই ডাকাতি করা হয়েছে। এর পিছনে অন্য কোনও উদ্দেশ্যও থাকতে পারে। পুলিশের কাছে আমি ঘটনার যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি।” |
দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের দেহ উদ্ধার হল। পুলিশ জানায়, বছর তিরিশের ওই যুবকের গলায় ফাঁসের দাগ রয়েছে। শনিবার সকালে হরিণঘাটার গাংগুরিয়ায় রাস্তার ধারে একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হয় এলাকার মানুষের। বিষয়টি তাঁরা পুলিশকে জানান। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই যুবককে অন্য কোথাও গলায় ফাঁস দিয়ে খুন করা হয়েছে। |