|
|
|
|
টুকরো খবর |
ইভটিজিং, একাদশ শ্রেণির ছাত্র ধৃত
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
ইভটিজিং ও শ্লীলতাহানির অভিযোগে একাদশ শ্রেণির এক ছাত্র সহ দু’জনকে গ্রেফতার করল পুলিশ। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে তমলুকের শঙ্করআড়া এলাকায় হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে। ধৃত শ্যামল মাইতি ও ওই ছাত্রের বাড়ি সুতাহাটার চৈতন্যপুর এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেলে তিন তরুণী তমলুকের মানিকতলার দিক থেকে হলদিয়া-মেচেদা রাজ্য সড়ক ধরে হেঁটে শঙ্করআড়ার দিকে যাচ্ছিলেন। তখন একটি মোটর বাইক তাঁদের পিছু নেয়। বাইকে মোট তিন জন ছিল। ধৃতেরা তাঁদের ইভটিজিং ও শ্লীলতাহানি করে বলে অভিযোগ। স্থানীয় লোকজন দু’জনকে ধরে ফেলে মারধর করে। বাকি একজন পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, ধৃত শ্যামলের বিরুদ্ধে শ্লীলতাহানি ও ওই ছাত্রের বিরুদ্ধে ইভটিজিংয়ের মামলা দায়ের করা হয়েছে। আটক করা হয়েছে মোটর বাইকটিকেও।
|
কেন্দ্রকে তোপ রাজীবের |
কেলেঘাই-কপালেশ্বরী নদী সংস্কার এবং ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে গড়িমসিতে কেন্দ্রকে বিঁধলেন সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। শনিবার কাঁসাই নদীর সংস্কার হওয়া প্রায় ১৫ কিলোমিটার নদীবাঁধ ও সংলগ্ন নতুন মোরাম রাস্তা এবং পলাশিতে পাকা সেতুর উদ্বোধনে এসেছিলেন তিনি। মন্ত্রীর বক্তব্য, “আগে কেন্দ্র সরকার ৭৫ শতাংশ টাকা দিত। হঠাৎ করে কেন্দ্র তা ৫০ শতাংশ করেছে। আমি কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রীকে চিঠি দিয়েছি।” কেলেঘাই-কপালেশ্বরী নদী সংস্কার প্রকল্পে নতুন কাজের টাকা কেন্দ্র দেয়নি বলেও তাঁর অভিযোগ। ঘাটালে ভাঙন পরিস্থিতিও খতিয়ে দেখেন তিনি। |
|
|
|
|
|