সুচিত্রা সেন আপাতত স্থিতিশীল |
আসা-যাওয়া। সুচিত্রা সেনকে দেখে হাসপাতাল থেকে দেখে বেরিয়ে আসছেন মুনমুন সেন।
দেখতে ঢুকছেন রিয়া ও রাইমা। শনিবার রণজিৎ নন্দীর তোলা ছবি। |
সঙ্কট না কাটলেও গত দু’দিনের তুলনায় শনিবার কিছুটা স্থিতিশীল ছিল সুচিত্রা সেনের শারীরিক অবস্থা। রক্তে অক্সিজেনের পরিমাণ কিছুটা বেড়েছে। রক্তচাপও ছিল স্বাভাবিক। চিকিৎসক সুব্রত মৈত্র জানান, এ দিন ঘণ্টা দুয়েকের জন্য নন-ইনভেসিভ ভেন্টিলেটরে রাখা হয়েছে সুচিত্রা সেনকে। শুক্রবার ভোর থেকে নায়িকার শ্বাসকষ্ট খুবই বেড়ে গিয়েছিল। তা কমাতেই নন-ইনভেসিভ ভেন্টিলেটরের সাহায্য নেওয়া হয়। শনিবার বিশেষজ্ঞ চিকিৎসক ধীমান গঙ্গোপাধ্যায় ও পবন অগ্রবাল তাঁর পরীক্ষা করেন। হাসপাতাল সূত্রের খবর, চিকিৎসকদের পরামর্শে সুচিত্রাদেবীর বুকে ফিজিওথেরাপি করানো হয়। তাতে কিছুটা কফ বেরোনোর পরে শ্বাসকষ্ট খানিকটা কমে নায়িকার। পরে মেয়ের হাতে হাল্কা ডায়াবেটিক খাবার খান। |