টাটকা খবর
লোকসভা ভোটের দামামা বাজাল ‘আপ’
কংগ্রেস ও বিজেপি-র পর লোকসভা নির্বাচন নিয়ে এ বার আসরে নেমে পড়ল রাজনীতির আঙিনায় সদ্য পা রাখা আম আদমি পার্টি। শনিবার দিল্লিতে দলের জাতীয় কর্মসমিতির বৈঠক শেষে ‘আপ’ নেতা সঞ্জয় সিংহ জানিয়েছেন, আসন্ন লোকসভা নির্বাচনে দলের প্রথম প্রার্থী তালিকা দিন পনেরোর মধ্যে প্রকাশ করা হবে। দিল্লিতে সরকার গড়ার আগে ও পরে নেওয়া সমস্ত দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার পাশাপাশি লোকসভা নির্বাচনের রূপরেখা তৈরি করতেই এ দিনের বৈঠক বলে এ দিন সকালেই জানিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল।
কেজরিওয়াল বলেন, “রাহুল গাঁধী বা নরেন্দ্র মোদী কে প্রধানমন্ত্রী হবেন তা নিয়ে মানুষের কিছু যায় আসে না। সাধারণ মানুষ দুর্নীতি এবং মৃল্যবৃদ্ধি নিয়ে বিরক্ত। অথচ কংগ্রেস এবং বিজেপি শুধু প্রধানমন্ত্রী কে হবেন তাই নিয়ে মেতে আছে। গ্যাসের দাম বেড়েই চলেছে। সাধারণ মানুষ কী ভাবে সেটা সামলাবে? সে বিষয়ে কোনও আলোচনা করে না তারা!” ‘আপ’ যে লোকসভা নির্বাচনে লড়বে অরবিন্দের কথাতেই তার ইঙ্গিত মিলেছিল। আর সেই ইঙ্গিতকেই এ দিন বিকেলে সরাসরি সামনে এনেছেন সঞ্জয় সিংহ। ইতিমধ্যেই দল সিদ্ধান্ত নিয়েছে, আম আদমি পার্টি গুজরাতের সমস্ত কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
কর্মসমিতির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি ‘আপ’ নেতা প্রশান্ত ভূষণ এবং সঞ্জয় সিংহ।
রাহুল গাঁধীর নাম এখনও প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রকাশ্যে আনেনি কংগ্রেস। তবে শুক্রবার মনমোহন সিংহের সাংবাদিক বৈঠক রাহুলের নামই উসকে দিয়েছে। আর নরেন্দ্র মোদী তো রীতিমতো মাঠে নেমে পড়েছেন। তবে কি ‘আপ’ও তাদের প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম প্রকাশ করবে? দলের তরফে যোগেন্দ্র যাদব জানান, প্রধানমন্ত্রী হিসেবে বহু চর্চিত দু’টি নামের থেকে আরও ভাল বিকল্প দেশবাসীর কাছে অবশ্যই আছে। সেই নাম কি অরবিন্দ কেজরিওয়াল? যোগেন্দ্র বলেন, “রাজনৈতিক শক্তির দিক থেকে আমরা এখনও সে জায়গায় আসিনি। তবে আলোচনা তো করতেই হবে। ব্যক্তিগত ভাবে কেজরিওয়ালকে প্রধানমন্ত্রী হিসেবে দেখাই আমার স্বপ্ন।” একই সুর এ দিন শোনা যায় আপ-এর আর এক নেতা প্রশান্ত ভূষণের গলাতেও।
প্রধানমন্ত্রী মনমোহন সিংহ সাংবাদিক বৈঠকে আশা প্রকাশ করেছিলেন, বিরোধী পক্ষ ও সংবাদ মাধ্যমের চেয়ে ইতিহাস তাঁর প্রতি একটু বেশি সদয় হবে। কিন্তু এ দিন প্রশান্ত বলেন, “শুধু ধারাবাহিক ভাবে প্রশ্রয় দেওয়াই নয়, মনমোহনের আমলে যে ভাবে দ্রুত দুর্নীতির সংখ্যা বেড়েছে তাতে ইতিহাস তাঁর প্রতি মোটেও সদয় হবে না।” নরেন্দ্র মোদী সম্পর্কে বলতে গিয়ে ওই দিন প্রধানমন্ত্রী ‘ডিজাসট্রাস’ শব্দটি ব্যবহার করেছিলেন। প্রশান্ত এই একটা বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে একমত বলে জানিয়েছেন। কাজেই লোকসভা নির্বাচনে ‘আপ’ যে কংগ্রেস ও বিজেপি থেকে শতহস্ত দূরে সে কথা এ দিনের বৈঠকের পর পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন নেতৃত্ব।
বৈঠক শেষে অরবিন্দ কেজরিওয়াল (বাঁ দিকে) এবং আপ-এর অন্য নেতৃবৃন্দ।
অন্য আর একটি বিষয়ও এ দিন পরিষ্কার করে দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার সংবাদ সংস্থা জানিয়েছিল, নিজের বাড়ি ছেড়ে কেজরিওয়াল এ বার মধ্য দিল্লির ভগবানদাস রোডে পাঁচ বেডরুমের ডুপ্লেতে পাড়ি দিচ্ছেন। বিরোধী থেকে সাধারণ মানুষের একাংশ কেজরিওয়ালের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিল। কেন না, মুখ্যমন্ত্রী হওয়ার পর অরবিন্দ সরকারি আবাসে থাকবেন না বলে জানিয়েছিলেন। বিরোধীরা তাঁর চরিত্র পাল্টে যাওয়ার অভিযোগও তোলেন এ দিন। কিন্তু কেজরিওয়াল জানিয়েছেন, ওই বিলাসবহুল ডুপ্লেতে যাওয়ার কোনও প্রশ্নই নেই। অন্য কোনও ছোট ফ্ল্যাটের বন্দোবস্ত করতে তিনি সরকারের কাছে আবেদন জানিয়েছেন বলে এ দিন জানান তিনি।

ছবি: পিটিআই।

সুচিত্রা সেনের শারীরিক অবস্থা স্থিতিশীল

সুচিত্রা সেনের শারীরিক অবস্থা শুক্রবার থেকে এখনও পর্যন্ত স্থিতিশীল রয়েছে। শনিবার এক মেডিক্যাল বুলেটিনে এ কথা জানান চিকিত্সক সুব্রত মৈত্র। জানানো হয়েছে, তাঁর বুকে জমে থাকা কফ তোলার জন্য ফিজিওথেরাপি চলছে। তাতে শ্বাসকষ্ট কমেছে। বুকে সংক্রমণের জন্য এ দিন দুই বিশেষজ্ঞ চিকিত্সক ধীমান গঙ্গোপাধ্যায় এবং পবন অগ্রবাল তাঁকে পরীক্ষা করেন। নিয়ন্ত্রণে রয়েছে হৃদস্পন্দন। তবে তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে। এ দিন সব মিলিয়ে ঘণ্টা দুয়েক তাঁকে নন-ইনভেসিভ ভেন্টিলেটরে রাখা হয়। শুক্রবার রাতে ভাল ঘুম হয়েছে তাঁর। শনিবার সকালে হালকা প্রাতরাশও করেছেন। এ দিন দুপুরে তাঁকে হালকা ডায়াবেটিক খাবার দেওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, তাঁর মেয়ে মুনমুন তাঁকে খাইয়ে দেন। বেশ কিছু ক্ষণ কথাবার্তাও বলেন তিনি।
ফুসফুসে সংক্রমণ নিয়ে ২৪ ডিসেম্বর থেকে হাসপাতালে ভর্তি সুচিত্রা সেন। গত রবিবার তাঁকে আইটিইউ-তে স্থানান্তরিত করা হয়। শুক্রবার ফের শ্বাসকষ্ট শুরু হওয়ায় নন-ইনভেসিভ ভেন্টিলেটরে রাখা হয় সুচিত্রাকে। শুক্রবার তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিনামূল্যে রোগনির্ণয়ের পরীক্ষা গ্রামের মানুষের জন্য, ফেসবুকে ঘোষণা মমতার
এ বার থেকে এই রাজ্যের গ্রামের মানুষ সরকারি স্বাস্থ্যকেন্দ্র এবং হাসপাতালে বিনা খরচে রোগ নির্ণয়ের পরীক্ষা করাতে পারবেন। অত্যাবশ্যকীয় ওষুধও মিলবে বিনামূল্যে। শনিবার ফেসবুকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি জানান, বাঁকুড়া মেডিক্যাল কলেজ, মালদহ মেডিক্যাল কলেজ এবং নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজে খুব তাড়াতাড়ি ট্রমা কেয়ার, অঙ্কোলজি, নেফ্রোলজি, এন্ডোক্রিনোলজি বিভাগ এবং পেডিয়াট্রিক সার্জারি চালু হবে। এর জন্য খরচ হবে প্রায় ৪৫০ কোটি টাকা। একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, রাজ্যের স্বাস্থ্য-পরিকাঠামোর উন্নতির জন্য ৩৫টি মাল্টি বা সুপার-স্পেশ্যালিটি হাসপাতাল তৈরির কাজও চলছে।

ভোটের আগের দিনও বাংলাদেশ হিংসাদীর্ণ
সাধারণ নির্বাচনের আগের দিনও অশান্তি অব্যাহত রইল বাংলাদেশে। শনি ও রবিবার ৪৮ ঘণ্টা বনধের ডাক দিয়েছিল বিরোধী বিএনপি-জামাত জোট। সেই বনধের প্রথম দিনের সকাল থেকেই যথারীতি শুরু হয়েছে অশান্তি।
এ দিন সকালে নাটোর স্টেশনে একতা এক্সপ্রেসে হামলা চালায় এক দল দুষ্কৃতী। গার্ডের কামরায় পেট্রোল বোমা ছোড়ে তারা। এর কিছু পরেই স্টেশন চত্বরে বিএনপি ও আওয়ামি লিগের মধ্যে শুরু হয় সংঘর্ষ। ঘটনায় আহত হয়েছেন প্রায় ২০ জন। নির্বাচন বানচাল করতে দেশের বিভিন্ন প্রান্তে ভোটগ্রহণ কেন্দ্রে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার রাত থেকে এ দিন সকাল পর্যন্ত আগুনে ভস্মীভূত হয়েছে ৫০টিরও বেশি ভোটগ্রহণ কেন্দ্র। চট্টগ্রাম, ফেনী, দিনাজপুর, রাজশাহি, পিরোজপুর, লক্ষ্মীপুর-সহ ১৮টি জেলায় চলেছে তাণ্ডব। শুধু ফেনীতেই আগুন দেওয়া হয়েছে পাঁচটি ভোটকেন্দ্রে। এই কেন্দ্রগুলির বেশির ভাগই স্কুল, কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। তবে ক্ষতিগ্রস্ত কেন্দ্রগুলি মেরামত করে সেখানে ভোট নেওয়া হবে বলে জানিয়েছেন সে দেশের মুখ্য নির্বাচন কমিশনার কাজী রকিবুদ্দিন আহমদ। গুজবে কান না দিয়ে দেশবাসীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রাজশাহিতে পুড়ে যাওয়া ভোটগ্রহণ কেন্দ্র। ছবি: এএফপি।
এই পরিস্থিতিতে আগামিকালের ভোটে নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। এ দিনই এক ভিডিওবার্তায় দেশবাসীকে ভোট বয়কট করার আহ্বান জানিয়েছেন বিএনপি-র ভাইস চেয়ারম্যান খালেদা-পুত্র তারেক রহমান। প্রধান বিরোধী দল নেই, ভোট হওয়ার আগেই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাওয়া শাসক দল, ভোটারদের অনুত্সাহ, আমেরিকা-সহ বিদেশি রাষ্ট্রগুলির ভোট নিয়ে উদাসীনতা— এই পরিস্থিতিতে রবিবারের নির্বাচন সরকারের কাছে এক বাড়তি চ্যালেঞ্জ বলেই মনে করা হচ্ছে। তবে এরই মধ্যে সরকারকে স্বস্তি দিয়ে আসন্ন এশিয়া কাপ বাংলাদেশ থেকে না সরানোর সিদ্ধান্ত নিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ২৫ ফেব্রুয়ারি থেকে এই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা।

ধর্ষণের পর খুনের অভিযোগ মালদহে
মালদহের কালিয়াচক থানার সুজাপুরে শনিবার বছর ছাব্বিশের এক তরুণীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল। শুক্রবার সন্ধ্যাবেলা স্থানীয় চামারপাড়ার বাসিন্দা ওই মহিলা বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু রাত বাড়তে থাকলে বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর পরিবারের লোকেরা। বহু খোঁজাখুঁজির পরও তাঁকে পাওয়া যায়নি। এ দিন সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের গরুফেলা মাঠে তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। মুখটি থেঁতলে দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মদের বোতল, দু’টি প্লাস্টিকের গ্লাস, রক্তমাখা একটি ইট ও লাঠি মিলেছে বলে পুলিশ জানিয়েছে। ওই ইট দিয়েই মহিলার মাথা থেঁতলানো হয়েছে বলে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান। মৃতার বাবা বলেন, “আমার মেয়েকে গণধর্ষণের পর খুন করা হয়েছে।”
পুলিশ সূত্রে খবর, ২০১০ সালে ওই মহিলার বিয়ে হয়েছিল। কিন্তু চার-পাঁচ মাস পর তিনি স্বামী পরিত্যক্তা হয়ে বাবার বাড়িতে ফিরে আসেন। ঘটনাস্থলে জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী যায়। পুলিশ সুপার কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ধর্ষণ করার সময় অপরাধীকে চিনে ফেলেছিলেন ওই মহিলা। তাই তাঁকে খুন করা হয়েছে। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।”

এগরায় পথ দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু
পূর্ব মেদিনীপুরের এগরায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের, আহত আরও ৭। শনিবার সকালে কলকাতার একবালপুর থেকে দিঘার উদ্দেশে রওনা হয় ১১ জনের একটি দল। পথে বাদকুল থেকে রাস্তা ভুল করে এগরার দিকে চলে যান তাঁরা। এই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে পাটনার কাছে একটি গাছে ধাক্কা মারে গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। মৃতরা হলেন— রশনি (১৮), মহম্মদ জুলফিকর আলি (২১), মুশারাত পরভিন (২১) এবং লিখত পরভিন (২৪)। আহত ৭ জনের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকি পাঁচ জনকে প্রাথমিক চিকিতসার পর ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার সময়ে গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

নামছে পারদ, কলকাতায় মরসুমের শীতলতম দিন
অবশেষে জাঁকিয়ে শীত পড়ল কলকাতায়। শুক্রবারের তুলনায় শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় নামল প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। এ দিন তা কমে দাঁড়ায় ১২.৭-এ। বেশ কয়েক দিন ধরে পশ্চিমী ঝঞ্ঝার কারণে তেমন ভাবে অনুভূত হচ্ছিল না ঠান্ডা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ঝঞ্ঝা কেটে গিয়ে অনুকূল পরিবেশ তৈরি হওয়ার ফলেই বাড়ছে শীত। এর সঙ্গে যোগ হয়েছে কাশ্মীরে লাগাতার তুষারপাত ও উত্তরবঙ্গে চলতে থাকা প্রচণ্ড ঠান্ডা। এই দুইয়ের প্রভাবে শহরে ঢুকতে শুরু করেছে কনকনে উত্তুরে হাওয়া। এর ফলেই কমছে তাপমাত্রা। এই পরিবেশ স্থায়ী হলে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও নামতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
এ দিকে উত্তর ভারত জুড়ে অব্যাহত কুয়াশার দাপট। পূর্ব ভারতের রাজ্যগুলি থেকে উত্তরে যাওয়া ট্রেনগুলি অস্বাভাবিক দেরিতে চলছে। বারো ঘণ্টা দেরিতে চলছে ব্রক্ষ্মপুত্র মেল, ৪-৫ ঘণ্টা দেরিতে চলছে জনসাধারণ এক্সপ্রেস ও মগধ এক্সপ্রেস। দেরিতে ছাড়বে মহানন্দা এক্সপ্রেস ও নর্থ ইস্ট এক্সপ্রেস। কুয়াশার কারণে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত ১০টি ট্রেন বাতিল করেছে রেল।

নিজের মূর্তি বসানোয় সাহায্য চেয়ে বিজেপিকে চিঠি অণ্ণার
নিজের মূর্তি বসাতে শেষমেশ বিজেপি-র সর্বভারতীয় সভাপতি রাজনাথ সিংহের দ্বারস্থ হলেন অণ্ণা হজারে। এক চিঠিতে তিনি রাজনাথকে জানিয়েছেন, গুড়গাঁওতে তাঁর একটি মূর্তি বসাতে বাধা দিচ্ছে স্থানীয় বিজেপি। এ বিষয়ে রাজনাথের সাহায্য চেয়েছেন অণ্ণা।
গত ২৯ ডিসেম্বর রাজনাথ সিংহকে লেখা এই চিঠির কথা স্বীকার করেছে অণ্ণা শিবির। শুক্রবার গুড়গাঁও থেকে আসা অণ্ণা সমর্থকদের সঙ্গে দিল্লির বাসভবনে দেখা করেন বিজেপি সভাপতি। সেখানেই তাঁকে চিঠিটি দেওয়া হয়। সেখানে অণ্ণা জানিয়েছেন, বিজেপি-র হরিয়ানার মুখপাত্র উমেশ অগ্রবাল গুড়গাঁওতে তাঁর মূর্তি বসানোয় বাধা দিচ্ছেন। এমনকী, উমেশের মিথ্যে অভিযোগের উপর ভিত্তি করে পুলিশ অণ্ণার চার সমর্থকেও গ্রেফতার করেছে। তিনি নিজের মূর্তি স্থাপনের বিরোধী বলে দাবি করলেও অণ্ণা লিখছেন, “আমার এক সমর্থক পিএল কাটারিয়া গুড়গাঁওয়ের এক চৌরাস্তায় মূর্তি বসাতে খুবই আগ্রহী। আমি নিজে যদিও এর বিরোধী, তবু কাটারিয়াকে সাহায্য করতে আপনাকে অনুরোধ করছি।” কাটারিয়া যে অণ্ণার লোকপাল আন্দোলনের সঙ্গে প্রথম দিন থেকেই জড়িত আছেন, সেই কথাও চিঠিতে উল্লেখ করেছেন তিনি।
বছর দুয়েক আগে লালা লাজপত রায়ের নামে একটি রাস্তা জোর করে অণ্ণার নামে নামাঙ্কিত করার চেষ্টার অভিযোগে কাটারিয়া এবং তাঁর চার অনুগামীকে পুলিশ গ্রেফতার করেছিল। তাঁরা ওই রাস্তার উপর ছ’ফুটের অণ্ণার একটি মূর্তিও বসান বলে অভিযোগ। উমেশের এই অভিযোগের ভিত্তিতে পুলিশ কাটারিয়াদের গ্রেফতার করলেও পরে তথ্যের অধিকার আইনে জানা যায় ওই রাস্তা কারও নামেই ছিল না। এক কালে দল থেকে বহিষ্কৃত উমেশ অগ্রবাল ফের বিজেপি বিরোধী কাজকর্ম করছেন বলে রাজনাথকে ওই দিন জানিয়েছেন কাটারিয়া। ফের অণ্ণার মূর্তি বসানোর ক্ষেত্রে রাজনাথ যথাযুক্ত ব্যবস্থা নেবেন বলে তাঁদের প্রতিশ্রুতি দিয়েছেন বলে সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন কাটারিয়া।

অ্যাসেজে হোয়াইট ওয়াশের পথে ইংল্যান্ড
তৃতীয় টেস্ট জিতে অ্যাসেজ পুনরুদ্ধারের পরেই ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশের ডাক দিয়েছিলেন ওয়ার্নার-জনসন-ক্লার্করা। সিডনি টেস্টের দ্বিতীয় দিনের শেষে সেই সম্ভাবনা এখন এতটাই উজ্জ্বল, যে পাঁচ দিনের টেস্ট তিন দিনেই শেষ করে ইংল্যান্ডকে দু’দিন আগেই ‘মুক্তি’ দিতে চাইছে অস্ট্রেলিয়া।
শুক্রবার ছিল স্মিথ-হাডিনের দাপট, আর শনিবার দেখা গেল জনসন-সিডল-হ্যারিসদের দাদাগিরি। অস্ট্রেলীয় পেস ব্যাটারি অ্যাসেজের প্রথম দিন থেকেই নাড়িয়ে দিয়েছিল ইংরেজ ব্যাটিংয়ের ভিত। এ দিনও তার অন্যথা হল না। জনসনদের পেসের সামনে কুক বাহিনীর প্রথম পাঁচ ব্যটসম্যানের রান স্কোরবোর্ডে মোবাইল নম্বরের মতো দেখতে লাগছিল— ৭,০,৭,২,৩। মাত্র ৬২ রানের মধ্যে ছ’উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ইংল্যান্ড।
র্যানকিনকে আউট করে জনসনের হুঙ্কার। ছবি: এএফপি।
সেখান থেকে দলকে কিছুটা ভদ্রস্থ জায়গায় নিয়ে যান অ্যাসেজে ইংল্যান্ডের দুই সেরা ক্রিকেটার বেন স্টোকস ও স্টুয়ার্ট ব্রড। স্টোকস দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন। ব্রড অপরাজিত থেকে য়ান ৩০ রানে। শেষ উইকেটে বয়েড র্যানকিনকে সঙ্গী করে কোনও মতে ফলো অন বাঁচান ব্রড। ইংল্যান্ডের ইনিংস শেষ হয় ১৫৫ রানে। সিরিজে পঞ্চম বার দু’শোর কম রানে গুটিয়ে গেল ইংরেজ ব্যাটিং। ১৭১ রানে এগিয়ে থেকে ওয়ান ডে-র মেজাজে ব্যটিং শুরু করে অস্ট্রেলিয়া। মাত্র ৩০ ওভারে ১৪০ রান তুলে দিনের শেষে তারা এগিয়ে যায় ৩১১ রানে। ৭৩ রানে অপরাজিত ক্রিস রজার্স। রবিবারই হোয়াইট ওযাশ সম্পূর্ণ হবে কি না ক্রিকেট বিশ্বের নজর এখন সে দিকেই।

টিকিয়াপাড়ায় পুলিশের গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক ও আরোহী
পুলিশের গাড়ির ধাক্কায় জখম হলেন এক শিশু সহ ৪ জন। শনিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটেছে হাওড়ার টিকিয়াপাড়ার কাছে ইস্ট-ওয়েস্ট বাইপাসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জখমদের মধ্যে এক রিকশাচালকের সঙ্গে আরোহী এক মহিলা এবং এক ব্যক্তির আঘাত গুরুতর। তাঁদের হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরই এলাকার বাসিন্দারা তাড়া করলে পুলিশের গাড়ির চালক গাড়ি ফেলে পালিয়ে যান। ক্ষুব্ধ বাসিন্দারা পুলিশের গাড়ি ঘিরে রেখে বিক্ষোভ দেখান। পরে পুলিশের পদস্থ আধিকারিকেরা গিয়ে পরিস্থিতি সামাল দেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এ দিন বেলা দেড়টা নাগাদ টিকিয়াপাড়ার ইএম বাইপাসে পুলিশের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পর পর দু’টি রিকশাকে ধাক্কা মারে। গাড়িটিতে চালক একাই ছিলেন। ধাক্কার জেরে দু’টি রিকশার এক জন চালক-সহ তিন জন আরোহী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর ভাবে জখম হন। একটি রিকশা দুমড়ে মুচড়ে যায়। পুলিশ জানায়, ওই দুর্ঘটনায় গুরুতর আহত হন রিকশাচলক মহম্মদ শাজাহান এবং তাঁর রিকশার আরোহী সরস্বতী সামন্ত ও তাঁর পাঁচ বছরের শিশু সন্তান তুষার সামন্ত। পুলিশ জানায়, দুর্ঘটনায় গুরুতর আহত হন অন্য রিকশার আরোহী উত্তমকুমার মেটিয়া।

পঞ্চায়েত প্রধানের বাড়িতে ডাকাতি
দরজা ভেঙে এক গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িতে ঢুকে ডাকাতি করল দুষ্কৃতীরা। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ধানতলার বহিরগাছির পূর্বপাড়ায়। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূলের সবিতা রায়ের স্বামী সুজিতবাবু বলেন, “নগদ টাকা, বেশ কয়েক ভরি সোনার গয়না ও মোবাইল নিয়ে গিয়েছে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত দুটো নাগাদ মুখ ঢাকা অবস্থায় বেশ কয়েকজন দুষ্কৃতী বাড়িতে ঢোকে। বাড়িতে ছিলেন সুজিতবাবু, সবিতাদেবী ও তাঁদের দুই ছেলে। সবাইকে একটি ঘরে বেঁধে রেখে অবাধে ডাকাতি করে দুষ্কৃতীরা। যাওয়ার সময় বাইরে থেকে ঘরের দরজাও বন্ধ করে দেয় তারা। পরে চিত্‌কার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। নদিয়ার পুলিশ সুপার সব্যসাচীরমণ মিশ্র বলেন, “প্রাথমিক ভাবে মনে হচ্ছে স্থানীয় কোনও ডাকাত দল ওই ঘটনার সঙ্গে যুক্ত। এক জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”

নেতার মৃত্যুতে স্থগিত সিপিএমের রাজ্য কমিটির বৈঠক
দলের এক নেতার মৃত্যুতে শনিবার স্থগিত হয়ে গেল সিপিএমের রাজ্য কমিটির বৈঠক। রাজ্য কমিটির সদস্য মৃণাল দাসের মৃত্যু হয় এ দিন সকালে। তাঁর মৃত্যুর খবরে এ দিনের নির্ধারিত রাজ্য কমিটির বৈঠক মুলতুবি করে দেওয়ার সিদ্ধান্ত নেয় আলিমুদ্দিন। দলীয় সূত্রে জানানো হয়েছে, এই বৈঠক হবে আগামী ১৫ জানুয়ারি।

ধর্ষণে অভিযুক্ত ওসির দশ বছরের জেল
ধর্ষণের ঘটনায় অভিযুক্ত এক পুলিশ অফিসারকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল অসমের নলবাড়ি আদালত। এরই পাশাপাশি, এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মেঘালয়ের এক ওসি ও দুই এসআইকে গ্রেফতার ও সাসপেন্ড করা হয়েছে।
অসমের ঘটনাটির শুরু ২০১০ সালে। পুলিশ জানায়, ২০১০ সালের জুলাই মাসে বাক্সা জেলার আনন্দবাজার ফাঁড়ির ভারপ্রাপ্ত ওসি সাইদুর রহমানের বিরুদ্ধে নলবাড়িতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ দায়ের হয়। পুলিশ তদন্ত চালিয়ে, সাইদুরের বিরুদ্ধে ধর্ষণের প্রমাণ পায়। তার বিরুদ্ধে চার্জশিট জমা পড়ে। কয়েক দফা শুনানির পর, আজ নলবাড়ির অতিরিক্ত মুখ্য জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইদুর রহমানকে দোষী স্যব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

গণহত্যার মামলায় মুক্ত ১৪
বিহারের খগড়িয়ায় গণহত্যার একটি মামলায় ১৪ জনকে বেকসুর খালাস করল পটনা হাইকোর্ট। বিচারপতি বি এন সিংহের বেঞ্চ তাঁর রায়ে জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণের অভাব রয়েছে।
২০১২ সালে খগড়িয়ার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত, ওই ১৪ জনের মধ্যে ১০ জনকে মৃত্যুদণ্ড এবং বাকিদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল। উল্লেখ্য, জমি সংক্রান্ত বিবাদের জেরে ২০০৯ সালে খগড়িয়ার ইছওয়াড়া গ্রামে ১৬ জন কৃষককে খুন করেছিল সশস্ত্র দুষ্কৃতীরা।

নালা থেকে উদ্ধার ন’টি দেহ
হাওয়ায় দুর্গন্ধ ভাসছিল বেশ কিছুদিন থেকেই। নাগাল্যান্ডের পচাশপুরের বাসিন্দারা ভাবছিলেন জঙ্গলে কোনও প্রাণী মরেছে। শেষ পর্যন্ত সন্ধান চালিয়ে দেখা গেল, এক-দুটি নয়, মোট ন’টি অর্ধগলিত মৃতদেহ পড়ে রয়েছে ঝোপের পাশে, নালার মধ্যে! পুলিশ জানায়, ডিমাপুর থেকে পচাশপুরের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। ডিমাপুরে এনএসসিএন-এর তিনটি গোষ্ঠীরই শিবির রয়েছে। তাদের মধ্যে নাগাড়ে চলছে লড়াই। জঙ্গিরা প্রায়ই গ্রামবাসীদের অপহরণ করে। তবে সম্প্রতি ৯ জনের অপহরণের কোনও খবর পুলিশের কাছে নেই। পুলিশের সন্দেহ নিহতরা কোনও জঙ্গি সংগঠনেরই সদস্য।

গ্রামে গন্ডারের হানা
গত ২৪ ঘণ্টায় কাজিরাঙায় দু’টি গন্ডার লাগোয়া গ্রামে ঢুকে পড়ল। পুলিশ ও বন দফতর সূত্রে খবর, গত কাল বাগরি রেঞ্জ থেকে বাঘমারি গ্রামে ঢুকে যায় একটি গন্ডার। গন্ডার তাড়াতে গিয়ে অসম অরণ্য সুরক্ষা বাহিনীর এক জওয়ান জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। অন্য দিকে, আজ ভোরে কোহরা রেঞ্জ থেকে একটি গন্ডার শোলমারা গ্রামে ঢুকে আসে। গন্ডারের গুঁতোয় বেশ কিছু গবাদি পশু জখম হয়। বন দফতর তিনটি হাতি নিয়ে গন্ডারটিকে ধাওয়া করে। গন্ডারটি বনরক্ষীদেরই তাড়া করে আসে। রক্ষীরা গন্ডার তাড়াতে শূন্যে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। শেষ পর্যন্ত গন্ডার দু’টি জঙ্গলে ফিরেছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.