রঞ্জি ট্রফিতে প্রথম ইনিংসে ১৫৪ রানে থামার পর দ্বিতীয় ইনিংসেও বিপদে মুম্বই। গুজরাতের বিরুদ্ধে দ্বিতীয় দিনের শেষে গত বারের চ্যাম্পিয়নদের স্কোর ৭৬-৪। গুজরাতকে প্রথম ইনিংসে ইকবাল আবদুল্লার (৬-৪২) দাপটে ২৫৩ রানে থামালেও ইনিংসে হার এড়াতে এখনও ২৩ রান তুলতে হবে ওয়াসিম জাফরদের। রঞ্জি ট্রফির অন্য ম্যাচে কর্নাটকের বিরুদ্ধে দিল্লিও প্রথম ইনিংসে পিছিয়ে। দিল্লির ২০২-এর জবাবে করুণ নায়ার (৯২ ব্যাটিং) আর স্টুয়ার্ট বিনির (৮৮) দুরন্ত ব্যাটিংয়ে কর্নাটক দ্বিতীয় দিনের শেষে ২২৬-৫।
|
সুশীল কুমারকে তাঁর অ্যাকাডেমির জন্য আট একর জমি দিল হরিয়ানা সরকার। হরিয়ানার মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিংহ হুডা অলিম্পিকে পদকজয়ী কুস্তিগিরকে হরিয়ানার মোতিলাল নেহরু স্কুল অব স্পোর্টসে জমি দেন। পরে সুশীল আনন্দবাজারকে বলেন, “নিজস্ব অ্যাকাডেমি গড়ার জন্য জমির সন্ধানে ছিলাম অনেক দিনই। হরিয়ানার মুখ্যমন্ত্রী যে আমাকে যোগ্য সন্মান দিয়েছেন তার জন্য গর্বিত। চেষ্টা করব আমার অ্যাকাডেমি থেকে দেশের জন্য আরও অনেক সুশীল কুমার তুলে আনতে।”
|
পাকিস্তানের দুই পেসার জুনেইদ খান আর বিলওয়াল ভাট্টির আগুনে বোলিংয়ে প্রথম টেস্টে ২০৪ রানেই শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস। বাঁ-হাতি পেসার জুনেইদের শ্রীলঙ্কার বিরুদ্ধে চতুর্থ পাঁচ উইকেট (৫-৫৮) নেওয়া পারফরম্যান্সের পাশাপাশি অভিষেকেই উজ্জ্বল বিলওয়াল (৩-৬৫)। শ্রীলঙ্কার ক্যাপ্টেন অ্যাঞ্জেলো ম্যাথুজ ৯১ রান না করলে আরও বিপদে পড়ত শ্রীলঙ্কা। দিনের শেষ বলে ওপেনার খুররাম মনজুরকে (২১) হারিয়ে পাকিস্তান প্রথম ইনিংসে তুলেছে ৪৬ রান।
|
হাঁটুতে চোটের জন্য ২০১৩ অস্ট্রেলিয়ান ওপেনে নামতে পারেননি। সপ্তাহ দু’য়েক পরে একই টুর্নামেন্টে সেই আশঙ্কা না থাকলেও ফিটনেস নিয়ে চিন্তায় রাফায়েল নাদাল। তিন দিন আগে স্প্যানিশ মহাতারকা আবু ধাবিতে প্রদর্শনী ম্যাচে সতীর্থ ডেফিড ফেরারের কাছে হারেন। তার পরই প্রশ্ন উঠছে ‘কিং অব ক্লে’-র ফিটনেস নিয়ে। এত দ্রুত ফিট হয়ে অস্ট্রেলিয়ান ওপেনে নামতে পারবেন তো রাফা? তিনি নিজে অবশ্য বলছেন হাঁটুতে নতুন ধরনের চিকিৎসা করাচ্ছেন। তাতে গোটা মরসুম ফিট থাকতে পারবেন আশা করছেন। তবে অস্ট্রেলিয়ান ওপেনে কতটা ফিটনেস ফিরে পাবেন সে নিয়ে নিজেও পরিষ্কার কিছু বলতে পারেননি ১৩ গ্র্যান্ড স্ল্যামের মালিক।
|
প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচ জিতে খেতাব জয়ের দৌড়ে এখন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। এমনটাই দাবি ‘রেড ডেভিল’দের অন্যতম তারকা প্যাট্রিস এভ্রার। শনিবার নরউইচকে ১-০ হারিয়ে পয়েন্ট তালিকায় ছ’নম্বরে উঠে এসেছে ডেভিড মোয়েসের টিম। লিগের দ্বিতীয় পর্ব শুরু করার আগে শীর্ষে থাকা আর্সেনালের থেকে আট পয়েন্টের দূরত্বে ম্যান ইউ। তবু এভ্রা বলেন, “টিম এখন আরও ভাল খেলছে। মরসুমের শুরুতে যে অভাবটা ছিল সেই জেতার মানসিকতা আর ইউনাইটেড স্পিরিটটা ফিরে এসেছে।”
|
অনূর্ধ্ব-উনিশ এশিয়া কাপে পাকিস্তানের কাছে দু’উইকেটে হেরে গেল ভারত। গ্রুপ এ-র দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। তোলে ২৫০-৭। জবাবে পাকিস্তান তিন বল বাকি থাকতে রান তুলে দেয়। পাকিস্তানের সামি আসলাম ১১৯ বলে ১০৮ করে যান। তবে হেরেও ভারত সেমিফাইনালে চলে গেল। সেমিফাইনালে প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
|
আদর্শ সংঘ ও কালীঘাট স্পোর্টস লাভার্স সংস্থার উদ্যোগে সারা বাংলা দেহ সৌষ্ঠব প্রতিযোগিতা হবে ৪ জানুয়রি। মুক্তদল মোড়ে দুপুর দু’টোয়। অতিথি থাকবেন বিশ্বশ্রী মনোহর আইচ। |