দশটি নাটক নিয়ে বনগাঁর গাঁড়াপোতার সপ্তক নাট্যসংস্থার তিন দিনের নাট্যমেলা শেষ হল রবিবার। গাঁড়াপোতা গার্লস স্কুলের মাঠে আয়োজিত ওই নাট্যমেলার উদ্বোধন করেন নাট্য ব্যক্তিত্ব রঞ্জন রায়। মেলা এ বারে ১৫ বছরে পড়ল। শান্তিপুর, ব্যান্ডেল, দক্ষিণেশ্বর-সহ কয়েকটি এলাকার নাট্যদল মেলায় যোগ দেয়। বিদ্যালয়ে নাট্যচর্চা বাড়ানোর উদ্দেশ্যে স্কুল পড়ুয়াদের নিয়ে আন্তঃবিদ্যালয় নাটক প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছিল। উদ্যোক্তা সংস্থার সভাপতি অরুণ চক্রবর্তী বলেন, “এলাকায় সাংস্কৃতিক চর্চা বাড়াতে এবং নাটকের প্রসার বাড়াতে প্রতি বছর এই মেলার আয়োজন করি।”
|
সুচিত্রা সেনের শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। মঙ্গলবার তিনি অল্প কথাও বলেছেন। হাসপাতাল সূত্রের খবর, নায়িকার অবস্থা স্থিতিশীল। তাঁর স্যালাইন বন্ধ রাখা হয়েছে। তবে অক্সিজেন চলছে। স্বাভাবিক খাওয়াদাওয়া করেছেন তিনি। সকাল থেকে স্যুপ, টোস্ট, চিকেন স্টু, গলা-ভাত খাওয়ানো হয়েছে। এ দিনও রক্তের বেশ কিছু পরীক্ষা হয়। তার রিপোর্ট দেখে দু’তিন দিনের মধ্যে তাঁকে আইটিইউ থেকে কেবিনে সরানোর কথা ভাবছেন ডাক্তারেরা। |