দেহ নিলেন পরিবার
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
তারাপীঠে উদ্ধার হওয়া একই পরিবারের ৬ জনের মৃতদেহ শনিবারই পুলিশ তাঁদের পরিবারের হাতে তুলে দিয়েছে। গত বৃহস্পতিবার দেহগুলি স্থানীয় একটি আশ্রমের অতিথি নিবাস থেকে মিশ্র দম্পতি ও তাঁদের চার মেয়ের ওই দেহগুলি উদ্ধার হয়েছিল। রামপুরহাটে মৃত বিজয়শঙ্কর মিশ্রের দাদা কৃষ্ণকুমার মিশ্র বলেন, “ভাই সুরাটে কিছুদিন কাজ করেছিল। সেই সূত্রে ওখানে ভোটার কার্ড করেছিল। দু’মাস আগে খেমানি চক থেকে বেরিয়েছিল। মাঝে হরিদ্বারে ছিল বলে শুনেছিলাম। পরে জানতে পারি, তারাপীঠে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ভাই আত্মহত্যা করেছে।” তাঁর দাবি, “পৈতৃক সম্পত্তি আছে। তার ভাগও পেত। তাই ওর কোনও ধনদৌলত ছিল না, তা-ও ঠিক নয়।”
|
শাস্তির দাবি, বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
তারাপীঠে দেশি মদ খেয়ে অসুস্থ হয়ে সাত জনের মৃত্যুর ঘটনায় দোষীদের কঠোর শাস্তি চেয়ে মহকুমাশাসকের (রামপুরহাট) প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করলেন স্থানীয় ডিওয়াইএফ ও এসএফআই নেতৃত্ব। পরে তাঁরা মহকুমাশাসককে একটি স্মারকলিপিও জমা দেন। তাতে আন্দোলনকারীরা মৃতদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া, সারদা-কাণ্ডের সিবিআই তদন্ত, প্রাথমিকের টেট পরীক্ষায় দুর্নীতির তদন্ত-সহ সাত দফা দাবি জানিয়েছেন। মহকুমাশাসক রত্নেশ্বর রায় বলেন, “দাবিগুলির কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।” |