টাটকা খবর |
সুচিত্রা সেনের শারীরিক অবস্থার সামান্য উন্নতি
নিজস্ব সংবাদদাতা |
রবিবার সুচিত্রা সেনের শারীরিক অবস্থার আরও কিছুটা উন্নতি হয়েছে। তিনি স্বাভাবিক খাওয়াদাওয়া করেছেন। কথাও বলেছেন। এ দিন তাঁর জ্বর আসেনি। তবে হালকা সর্দি-কাশি রয়েই গিয়েছে। এ দিনও কয়েক দফায় বেশ কিছু ক্ষণ তাঁকে অক্সিজেন দিতে হয়েছে। আরও সপ্তাহখানেক তাঁকে হাসপাতালেই পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
ফুসফুসে সংক্রমণ নিয়ে গত মঙ্গলবার, ২৪ ডিসেম্বর দুপুরে সুচিত্রা সেনকে মিন্টো পার্ক-সংলগ্ন এক হাসপাতালে ভর্তি করা হয়। এখানেই আগে একাধিক বার ফুসফুস ও মূত্রনালীতে সংক্রমণ এবং হাঁটুতে চোট নিয়ে ভর্তি ছিলেন তিনি। মাস তিনেক আগে একবার এক দিনের জন্য ভর্তি হয়ে কিছু পরীক্ষা-নিরীক্ষাও করিয়েছিলেন। হাসপাতালের ছ’তলায় একটি কেবিনে রয়েছেন তিনি। চিকিৎসক সুব্রত মৈত্র এবং চিকিৎসক সমরজিৎ নস্করের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল তাঁর দেখাশোনা করছেন।
|
জনতার দরবারে ১০ দিন সময় চাইলেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল
সংবাদ সংস্থা |
মুখ্যমন্ত্রী পদে বসে দেশের রাজধানীর সমস্যা মেটাতে দশ দিনের সময়সীমা চাইলেন অরবিন্দ কেজরিওয়াল। এ জন্য একটি পরিকল্পনা নিতে চান তিনি। রবিবার জনতার দরবারে ‘আম আদমি’র কাছে মুখ্যমন্ত্রীর আর্জি, “মিথ্যে আশ্বাস আমি দিতে চাই না। সমস্যা মেটাতে একটি পরিকল্পনা গ্রহণের পরেই আমি অভিযোগপত্র নেব।” তিনি বলেন প্রশাসনিক পরিকাঠামো ঠিক করতে নয়া সরকারের কিছুটা সময় লাগবে। |
|
জনতার দরবারে। গাজিয়াবাদের কৌশাম্বিতে নিজের বাড়িতে
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ছবি: পিটিআই। |
এ দিন তাঁর বাড়ির সামনে জড়ো হওয়া জনতার কাছে তিনি পরিকল্পনা রূপায়ণের জন্য সমর্থনও প্রার্থনা করেন। ‘আম আদমি’র উদ্দেশে তিনি বলেন, “আমরা সবে ক্ষমতায় এসেছি। একটি সিস্টেম তৈরি করে সমস্যা মেটাতে সাত বা দশ দিনের সময় লাগবে।”
|
ধরপাকড় অব্যাহত বাংলাদেশে, ধৃত বিনপি সহ-সভাপতি
সংবাদ সংস্থা |
রবিবার ঢাকায় বিএনপি-সহ বিরোধী দলগুলির রাজনৈতিক অভিযান ব্যর্থ হওয়ার পরে সন্ধ্যায় বিনপি-র সহ-সভাপতি হাফিজুদ্দিন আহমেদকে গ্রেফতার করল পুলিশ। এ দিন সন্ধ্যা সওয়া সাতটা নাগাদ সাংবাদিক বৈঠকের পর তাঁকে গ্রেফতার করে পুলিশ। যদিও এই গ্রেফতারির কোনও কারণ জানাননি তারা। পুলিশের বাধার বাংলাদেশের বিএনপি-নেতৃত্বাধীন ১৮ দলের জোটের এই কর্মসূচি পণ্ড হলেও সোমবার ফের একই কর্মসূচি নেওয়া হয়েছে। প্রায় এক ঘণ্টা অপেক্ষা করে নিজের বাড়ি থেকে বের হতে পারেননি তিনি। খালেদা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের কর্মসূচি অব্যাহত থাকবে। আজ না হয় কাল, কাল না হয় পরশু কর্মসূচি চলবে।” বর্তমান সরকারকে ‘অবৈধ ও অগণতান্ত্রিক’ সরকার বলেন তিনি।
রবিবার বিএনপি-র ‘গণতন্ত্র রক্ষার্থে’ নয়া পল্টনের জনসমাবেশকে রোখার জন্য কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় ঢাকা শহরকে। কোনও রকম অপ্রীতিকর ঘটনা যাতে বিরোধী দলের সমর্থকরা ঘটাতে না পারে সে জন্য শহরের রাস্তায় এ দিন সকাল থেকেই টহল দেয় যৌথবাহিনীর জওয়ানরা। রাজধানীতে প্রবেশের সমস্ত পথে যান চলাচল আটকে দেয় পুলিশ। পরিস্থিতি সামলাতে বিএনপি-র প্রধান কার্যালয়ের সামনে জলকামান ও পুলিশের সাঁজোয়া গাড়ি রাখা হয়। পাশাপাশি, সভাস্থলের চারপাশে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়।
ঢাকা পুলিশ সূত্রে খবর, নাশকতার সন্দেহে এ দিন রাজধানীতে প্রায় ৫০ জনকে আটক করা হয়েছে। সকাল ১১টা নাগাদ পল্টনে সমাবেশে যাওয়ার সময় বিএনপি-র ৫ নেতাকে গ্রেফতার করে পুলিশ। নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয় ১৫ জনকে। বেলা বাড়ার সঙ্গে বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর আসতে শুরু করে। পুলিশ সূত্রে খবর, এ দিন বেলা ১২টা নাগাদ ঢাকার প্রেস ক্লাবে জামাত-আওয়ামি লিগ সমর্থকদের সংঘর্ষে আহত হন ১ জন। |
|
বাংলাদেশের শীর্ষ আদালত চত্বরে বিক্ষোভকারীদের হঠাতে জলকামান পুলিশের। ছবি: এএফপি। |
মালিবাগে পুলিশ-জামাতের সংঘর্ষে মৃত্যু হয় এক জনের। নয়া পল্টনে সভায় যোগ দিতে যাওয়ার সময় আটক করা হয় খালেদা জিয়ার উপদেষ্টা এনাম আহমেদ চৌধুরীকে। জামাত এবং বিএনপি-র হিংসাত্মক ঘটনা রুখতে এ দিন সকালে পথে নামেন আওয়ামি লিগের সমর্থকরা। অন্য দিকে, বার কাউন্সিল চেয়ারম্যান খান্ডকর মাহবুব হোসেনের নেতৃত্বে বিরোধী দলের সমর্থকরা বাংলাদেশের শীর্ষ আদালত চত্বরে বিক্ষোভ দেখালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জল কামান ব্যবহার করে পুলিশ।
আগামী ৫ জানুয়ারির নির্বাচন প্রতিহত করতে গত শুক্রবারই হুঁশিয়ারি দিয়ে রবিবার ‘ঢাকামুখী অভিযান’-এর আহ্বান জানিয়েছিলেন বিএনপি প্রধান খালেদা জিয়া। বিরোধী নেত্রীর হুঁশিয়ারির পরই তাঁর বাড়ির চারপাশে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। তাঁদের নেত্রীকে ‘গৃহবন্দি’ করে রাখার অভিযোগও তুলেছে বিএনপি। কিন্তু এই অভিযোগকে নস্যাত্ করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপি প্রধানের নিরাপত্তার স্বার্থেই এই আয়োজন।
|
জলপাইগুড়ি বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার ১
নিজস্ব সংবাদদাতা |
জলপাইগুড়ি বিস্ফোরণ কাণ্ডে জড়িত সন্দেহে চন্দন রায় নামে এক জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতকে ময়নাগুড়িতে শুক্রবার আটক করলেও এ দিন তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, চন্দন কেএলও-র (কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন) সদস্য। শুধু তা-ই নয়, সে বিস্ফোরণের এক অন্যতম পরিকল্পক বলেও দাবি পুলিশের। এ দিন জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হলে বিচারক ধৃতের দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশে সূত্রে জানানো হয়েছে, চন্দনকে ২০০৩ সালে ভুটানে এক সেনা অভিযানে গ্রেফতার করা হয়েছিল। ২০০৯ সালে ছাড়া পায় সে। পুলিশ জানিয়েছে, চন্দনকে জেরায় আরও কয়েক জন সন্দেহভাজনের নাম সামনে এসেছে। বৃহস্পতিবার রাতে বোমা বিস্ফোরণের পর কেএলও জঙ্গিদের বিরুদ্ধে এই নাশকতার অভিযোগ উঠলেও এ দিন আদালতে দাঁড়িয়ে চন্দনের দাবি, সে এ বিষয়ে জড়িত নন। এমনকী, কেএলও জঙ্গিদের একটা বড় অংশের দাবি, সরকারের গাফিলতিতেই এমন নাশকতামূলক ঘটনা ঘটছে।
|
কুয়াশার কারণে উড়ান পরিষেবা ব্যাহত কলকাতা বিমানবন্দরে
সংবাদ সংস্থা
|
প্রচণ্ড কুয়াশার কারণে রবিবার বিমান চলাচল ব্যাহত হয় কলকাতা বিমানবন্দরে। বিমানবন্দর সূত্রে খবর, এ দিন দৃশ্যমানতা ৫০ মিটারের নীচে নেমে যাওয়ায় ভোর সাড়ে ৫টা থেকে বিমান ওঠা-নামায় খুব অসুবিধা হয়। শনিবার মধ্যরাত থেকেই দৃশ্যমানতা কমতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। বেশ কিছু উড়ানের পথ ঘুরিয়ে দেওয়া হয়। পোর্ট ব্লেয়ারের উদ্দেশে প্রথম বিমান ছাড়ে সকাল ৮টা নাগাদ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সোমবার তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে শীতের আমেজ বজায় থাকবে বলেই জানিয়েছে আলিপুর।
শুধু কলকাতাই নয়, গোটা রাজ্যে এ দিন ছিল কুয়াশার দাপট। কুয়াশার কারণে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই ট্রেন পরিষেবা বিপর্যস্ত হয়। |
|
শ্রীনগরে আগুন পোহাতে ব্যস্ত মানুষ। ছবি: এপি। |
রবিবারও শৈত্যপ্রবাহ অব্যাহত উত্তর ভারত জুড়ে। শনিবার লেহ-র সর্বনিম্ন তাপমাত্রা ছিল হিমাঙ্কের ১৭.৩ ডিগ্রি নীচে। লেহতে এই মরসুমের শীতলতম রাত ছিল ওই দিন। কার্গিলের তাপমাত্রাও ছিল হিমাঙ্কের ১৬.৪ ডিগ্রি নীচে। তবে শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নীচে। মৌসম ভবন জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার কোনও উন্নতি হবে না কাশ্মীর উপত্যকায়। ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, শৈত্যপ্রবাহ চলছে পঞ্জাব ও হরিয়ানায়। এই দুই রাজ্যের কোনও কোনও জায়গায় তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে গেছে। শীতের কামড় থেকে রক্ষা পায়নি রাজস্থানও। এখানকার চুরু ও মাউন্ট আবুতে তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে গেছে। শনিবার রাতে এই দুই স্থানের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে হিমাঙ্কের ০.৫ ও ০.১ ডিগ্রি সেলসিয়াসের নীচে। মৌসম ভবন সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় পাকিস্তান থেকে একটি পশ্চিমী ঝঞ্ঝা রাজস্থানের উপর দিয়ে বয়ে যাবে। এর জেরে এই রাজ্যের কোথাও কোথাও বজ্র-বিদ্যুতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
|
চতুর্থ দিনের শেষে অ্যাডভান্টেজ দক্ষিণ আফ্রিকা
সংবাদ সংস্থা |
ডারবান টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনারদের হারিয়ে ব্যাকফুটে ভারত। চতুর্থ দিনের শেষে পিছিয়ে ৯৮ রানে। মাত্র ৬ রান করে ফিরে যান মুরলী বিজয়। প্রথম ইনিংসের মতো দ্বিতীয়তেও বড় রান পেলেন না শিখর ধবন। ৮৭ বল খেললেও মাত্র ১৯ রানে তাঁকে ফেরান রবিন পিটারসন। শর্ট মিড অনে ফাফ ডু’প্লেসি অসাধারণ রিফ্লেক্সে শূন্যে উঠে এক হাতে শিখরের ক্যাচ ধরেন। খারাপ আলোর জন্য চতুর্থ দিনের খেলা বন্ধ হওয়ার আগে পর্যন্ত ক্রিজে রয়েছেন চেতেশ্বর পূজারা (৩২) ও বিরাট কোহলি (১১)।
প্রথম ইনিংসে ১৬৬ রানের লিড নেয় দক্ষিণ আফ্রিকা। রবিবার দিনের শুরুতে জাক কালিসের শতরানের পর অষ্টম উইকেটে রবিন পিটারসনের সঙ্গে জুটিতে প্রেটিয়াদের পাঁচশো রানে পৌঁছতে সাহায্য করেন ফাফ ডু’প্লেসি। অশ্বিনের জায়গায় খেলতে নেমে এ দিন টেস্টে কেরিয়ার-সেরা ছয় উইকেট নেন রবীন্দ্র জাডেজা (৬-১৩৪)।
মধ্যাহ্নভোজনের পর বৃষ্টির জন্য খেলা বন্ধ হওয়ার আগে দক্ষিণ আফ্রিকাকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দেন পিটারসন-ডু’প্লেসি। ৬১ রানের মূল্যবান ইনিংস খেলেন পিটারসন। অন্য দিকে, প্রথম টেস্টের মতোই ফের একটি দামি ইনিংস খেলেন ডু’প্লেসি। রান আউট হওয়ার আগে ৪৩ রান করেন তিনি।
কিংসমিডে এ দিন জীবনের শেষ টেস্ট ম্যাচে নিজের ৪৫তম টেস্ট শতরান করলেন জাক কালিস। ভারতের বিরুদ্ধে ব্যক্তিগত সপ্তম শতরানের জেরে বড় রান করল দক্ষিণ আফ্রিকা। নাইট ওয়াচম্যান ডেল স্টেইনকে (৪৪) সঙ্গী করে ভারতের জয়ের আশা শেষ করে দেন কালিস। |
|
দ্বিতীয় টেস্টে শতরানের পর জাক কালিস। ছবি: এএফপি। |
রবিবার দিনের শুরুতে কোনও উইকেট না দিয়ে ভারতের ৩৩৪ রান পার করে প্রেটিয়ারা। কিন্তু ১৩৩.৩ ওভারে কালিসকে (১১৫ রান, ১৩x৪) ফিরিয়ে দক্ষিণ আফ্রিকাকে বড় ধাক্কা দেন রবীন্দ্র জাডেজা। মাত্র দু’রান যোগ করে প্যাভিলিয়নে ফিরে যান নাইট ওয়াচম্যান স্টেইন। স্টেইনকে ফিরিয়ে প্রোটিয়াদের প্রথম ইনিংসে নিজের প্রথম শিকারটি পান জাহির খান। |
|
টেস্ট-ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রানের মালিক কালিস
সংবাদ সংস্থা |
ডারবান টেস্টে ১১৫ রান করার সঙ্গে সঙ্গেই টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় রাহুল দ্রাবিড়কে পেরিয়ে গেলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জাক কালিস। কিংসমিডে শতরানের পরে ওই তালিকায় ১৩২৮৯ রান করে তৃতীয় স্থানে উঠে এলেন তিনি। |
|
শতরানের পর দর্শকদের অভিবাদন। ছবি: এএফপি। |
১৬৬ টেস্টে কালিস রয়েছেন সচিন তেন্ডুলকর (১৫৯২১ রান) ও অস্ট্রেলিয়ার রিকি পন্টিং-এর (১৩৩৭৮ রান) পরেই। টেস্টে রানের পাহাড়ের সঙ্গে কালিসের সংগ্রহে রয়েছে ২৯২ উইকেটও (গড় ৩২.৫৩)। এ ছাড়া রয়েছে ডারবানে পাওয়া দু’শো টেস্ট ক্যাচের মাইলস্টোনও। কালিসের এই কৃতিত্বে ট্যুইটারে তাঁকে অভিনন্দন জানিয়েন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন-সহ বহু ক্রিকেটার।
|
বেঙ্গালুরু-নান্দেড় এক্সপ্রেস অগ্নিকাণ্ডে শনাক্ত ২০
সংবাদ সংস্থা |
অন্ধ্রপ্রদেশের পুত্তাপুর্তিতে বেঙ্গালুরু-নান্দেড় এক্সপ্রেসে অগ্নিকাণ্ডে মৃত ২৬ জনের মধ্যে ২০ জনকে শনাক্ত করল রেল। এঁদের মধ্যে ৮ জনের দেহ তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। রবিবার এ কথা জানালেন রেলওয়ের কমার্শিয়াল ম্যানেজার রমেশ। তিনি আরও জানান, অশনাক্তকরণ দেহগুলি ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়েছে। পুড়ে যাওয়া মৃতদেহ শনাক্তকরণের জন্য পরিবারগুলিকে অনুরোধ করা হয়েছে। আগুনের কারণ খতিয়ে দেখতে এ দিন ফরেন্সিক বিশেষজ্ঞদের ১৩ জনের একটি দল ট্রেন থেকে নমুনা সংগ্রহ করেন।
শনিবার ভোরে অনন্তপুরের কাছে বেঙ্গালুরু-নান্দেড় এক্সপ্রেসের এসি কামরায় আগুন ধরে যায়। পুড়ে মৃত্যু ২৬ জনের। অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলায় গত বছরের পর এই নিয়ে দ্বিতীয় বার ট্রেন দুর্ঘটনা হল। ২০১২-র মার্চে পেনুকোন্ডায় মালগাড়ির সঙ্গে বেঙ্গালুরুগামী হাম্পি এক্সপ্রেসের সংঘর্ষে মৃত্যু হয় ২৫ জনের।
|
বিহার থেকে ধৃত ৩ মাওবাদী
সংবাদ সংস্থা |
বিহারের বৈশালী ও জামুই জেলা থেকে রবিবার অস্ত্র-সহ তিন মাওবাদীকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, রেললাইনে বিস্ফোরণ ঘটানো-সহ বহু নাশকতামূলক কাজ কর্মের সঙ্গে জড়িত ছিল এরা। গোপন সূত্রে খবর পেয়ে বৈশালির ধরহরায় তল্লাশি চালিয়ে এ দিন দুই মাওবাদীকে গ্রেফতার করা হয়। পুলিশ সুপার সুরেশ প্রসাদ চৌধুরী জানান, ধৃতদের কাছ থেকে চারটে রাইফেল, ২টি পিস্তল উদ্ধার করা হয়েছে। হাজিপুর-মুজফফরপুর শাখায় রেললাইনে বিস্ফোরণ ঘটানোয় জড়িত ছিল এরা। পাশপাশি, ওই জেলায় সক্রিয় মাওবাদী কার্যকলাপ চালানোর দায়িত্ব ছিল এদের হাতে। জামুই থেকে অন্য আর এক মাওবাদীকে তার গোপন ডেরা থেকে এ দিন গ্রেফতার করে পুলিশ।
|
মেলবোর্ন টেস্ট জিতল অস্ট্রেলিয়া
সংবাদ সংস্থা
|
এক দিন বাকি থাকতেই রবিবার আট উইকেটে চতুর্থ টেস্ট জিতে নিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে অজিদের কাছে ২৩১ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল ‘কুক বাহিনী’। এ দিন সেই লক্ষ্যমাত্রা পূরণ করে ৪-০ তে এগিয়ে যাওয়ার পাশাপাশি সিরিজ নিজেদের দখলে রাখল অস্ট্রেলিয়া। রবিবার সকালে ব্যাট করতে নামেন ক্রিস রজার্স ও ডেভিড ওয়ার্নার। দলের ৬৪ রানের মাথায় ব্যক্তিগত ২৫ রানে স্টোকসের বলে আউট হন ওয়ার্নার। হাল ধরেন রজার্স। |
সেঞ্চুরির পর রজার্সকে অভিনন্দন ওয়াটসনের। |
ওয়াটসনের জয়োল্লাস। |
|
ছবি: এপি |
তাকে যোগ্য সঙ্গত দেন শেন ওয়াটসন। মধ্যাহ্নভোজে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ১৪৩/১। এরই মধ্যে নিজের দ্বিতীয় অর্ধশত রান পূরণ করেন রজার্স। তখন জেতার লক্ষ্যমাত্রা থেকে অস্ট্রেলিয়া মাত্র ৮৮ রান দূরে। ১৫৫ বলে ১১৬ রান করে মন্টি পানেসরের বলে আউট হন। তখন জেতার জন্য দরকার ছিল মাত্র ৩২ রান। শেন ওয়াটসন ও ক্লার্ক অল্প সময়ের মধ্যে সেই রান তুলে নেন। ওয়াটসন ব্যক্তিগত ৮৩ রানে অপরাজিত থাকেন।
|
দিল্লিতে আন্তর্জাতিক মাদক পাচারকারী সন্দেহে গ্রেফতার ১
সংবাদ সংস্থা |
আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত সন্দেহে শনিবার এক জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশাল সেল। পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে ৪৭ কেজি হেরোইন ও ২ কেজি কোকেন পাওয়া গেছে। আন্তর্জাতিক বাজারে যারা আর্থিক মূল্য ১৫০ কোটি টাকা। দিল্লির বাসিন্দা ওই পাচারকারী, অবতার সিংহ দক্ষিণ-পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যের উপকূলবর্তী অঞ্চলের মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত বলে পুলিশের দাবি। পুলিশ জানিয়েছে, এই চক্রের আরও তিন পাচারকারী এ বেনুগোপাল রেড্ডি, রাগমীত সিংহ ও শুরবীর সিংহকে এ মাসের গোড়ায় গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে ৯ কেজির হেরোইনও আটক করা হয়। যার বাজারমূল্য ৩০ কোটি টাকা। ওই তিন জনের কাছ থেকে তথ্য সংগ্রহ করেই অবতারকে ধরা সম্ভব হয় বলে জানায় পুলিশ। দিল্লি পুলিশের স্পেশাল সেলের ডিসিপি সঞ্জীবকুমার সিংহ বলেন, অবতারকে পাকড়াও করতে সঞ্জয় গাঁধী ট্রান্সপোর্ট নগরে ফাঁদ পাতা হয়। শনিবারে ভোরে গ্রেফতারির সময় তাঁর গাড়ি থেকে ৩২ কেজির হেরোইন ও ২ কেজির কোকেন উদ্ধার হয়। পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় অবতার জানায় আরও ছয় কেজি হেরোইন তাঁর বাড়িতে রয়েছে। এর পর তাঁর তিলক রোডের বাড়ি থেকে ওই ছয় কেজি হেরোইনও উদ্ধার করে পুলিশ। |
|