৮টি সাইবেরিয়ান পাখি উদ্ধার করল পুলিশ। শনিবার সকালে দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তের বানোরা এলাকায় একটি ছোট গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ পাখিগুলি উদ্ধার করে। পাখি পাচারের অভিযোগে হিলির বাসিন্দা ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। আটক করা হয় গাড়িটিকে। হিলি থানার ওসি সন্দীপ সুব্বা জানান, বাংলাদেশ থেকে খাঁচায় বন্দি করে পাখিগুলি চোরাপথে এপারে আনা হয়। সেগুলিকে মালদহে নিয়ে যাওয়া হচ্ছিল। বন দফতরের এডিএফও মানস আচার্য জানান, পাখিগুলি ভিক্টোরিয়া ক্রাউন পিজিওন প্রজাতির। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজার্ভেশন অব নেচার অ্যান্ড ন্যাচারাল রির্সোসের পক্ষ থেকে উদ্ধার হওয়া ওই ভিক্টোরিয়া ক্রাউন পিজিওনকে বিপন্ন পাখির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ দিন ধৃত ৪জনকে বালুরঘাট আদালতে তোলা হলে বিচারক ৬ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। বন দফতর পাখিগুলিকে দার্জিলিঙে পাঠাতে উদ্যোগী হয়েছে।
|
মোষের দাপাদাপিতে আহত হলেন এক মহিলা-সহ ১৫ জন। শনিবার সকালে বসিরহাটের বাদুড়িয়া সাহেস্থানগরের ঘটনা। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এরা সকলেই স্বরূপনগর ও বাদুড়িয়া এলাকার বাসিন্দা। পরে মোষটিকে পিটিয়ে মারে উত্তেজিত জনতা। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন সকালে এক ব্যক্তি সাহেস্থানগর গ্রামের উপর দিয়ে বাংলাদেশে পাচারের জন্য এক দল মোষ নিয়ে যাচ্ছিলেন। তখন আচমকা দলের একটি মোষ ক্ষেপে উঠে পথ চলতি মানুষকে আক্রমণ করে। পরিস্থিতি বেগতিক দেখে মোষ মালিক দলটিকে ছেড়ে পালিয়ে যান। সেই সুযোগে কালো মোষটি এলাকায় দাপাদাপি করতে শুরু করে। বাসিন্দাদের দাবি, সকাল থেকে দুপুর পর্যন্ত বাদুড়িয়া ও স্বরূপনগরের প্রায় চার কিলোমিটার এলাকা জুড়ে মোষটি তাণ্ডব চালায়। অতিষ্ট হয়ে ওঠেন বাদুড়িয়া সাহেস্থানগর, ভাদুড়িয়া, স্বরূপনগরের ছোট বাঁকড়া ও গলদা গ্রামের বাসিন্দারা। মোষের লাথিতে গুরুতর আহত হন গলদা গ্রামের আয়েষা বিবি। তার শিঙের গুঁতোয় আহত হন একই গ্রামের আরও কয়েক জন। এরই মধ্যে এক জনের বাড়িতে ঢুকে পড়ে মোষটি এক বৃদ্ধ-সহ তিন জনকে জখম করে। খবর দেওয়া হয় পুলিশকে। পরে গলদার বাসিন্দাদের একাংশ মোষটিকে ধরে ফেলেন। তাঁরা পুলিশকে মোষটিকে গুলি করে মারার দাবি জানান। কিন্তু পুলিশ তাতে রাজি হয়নি। শেষ অবধি গ্রামবাসীদের একাংশই মোষটিকে পিটিয়ে মারে বলে অভিযোগ।
|
জঙ্গলে গরু চরাতে গিয়ে হাতির হামলায় মৃত্যু হল এক যুবকের। শুক্রবার সন্ধ্যায় বাঁকুড়ার জয়পুর থানার খানাবাড়ির জঙ্গলের ঘটনা। মৃত অমল সর্দারের (৩০) বাড়ি স্থানীয় বেনেচাপড়া গ্রামে। রাতে অমল বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা দুশ্চিন্তায় পড়েন। শনিবার সকালে খানাবাড়ির জঙ্গলে দেহটি দেখতে পান বাসিন্দারা।
|
গত বৃহস্পতিবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে উদ্ধার হল একটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃতদেহ। বন দফতর জানায়, কিছুদিন ধরে হাতিটি সামনের বাঁ পায়ে চোট নিয়ে ঘুরছিল। |