মারা গিয়েছেন শিল্পী। বছর তিরিশ পরে সামনে এল তাঁর অসাধারণ শিল্পকর্মের কয়েকটি টুকরো। সেন্ট হেলেন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে মারা গিয়েছিলেন বছর সাতাশের চিত্র-সাংবাদিক রেড ব্ল্যাকবার্ন। এত বছর পরে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হল অগ্ন্যুৎপাতের সময়ে তাঁর তোলা কয়েকটি ছবির নেগেটিভ।
মাস খানেক ধরেই ঘুম ভেঙে ওঠার জানান দিয়েছিল সে। ১৯৮০ সালের এপ্রিল মাস। ওয়াশিংটনের আকাশ ঢাকতে শুরু করেছিল মাউন্ট সেন্ট হেলেন আগ্নেয়গিরির ধোঁয়ায়।
স্বাভাবিক কৌতূহলেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন বছর সাতাশের চিত্র-সাংবাদিক রেড ব্ল্যাকবার্ন। ছবি তুলতে। জোগাড় করেছিলেন হেলিকপ্টারও। আকাশ থেকে ক্যামেরা-বন্দি করে ফেলছিলেন সাংবাদিক জীবনের সেরা ছবিগুলি।
মাস খানেক পরে, মে মাসের ১৮ তারিখ সকালে হঠাৎই ভূমিকম্পে কেঁপে উঠেছিল ওয়াশিংটন ও আশপাশের এলাকা। আর সেই সঙ্গেই প্রবল অগ্ন্যুৎপাতের রুদ্রমূর্তি ধারণ করেছিল সেন্ট হেলেন শৃঙ্গ।
ন’ঘণ্টা ধরে তাণ্ডব চলার পরে শান্ত হয় আগ্নেয়গিরি। ৫৭ পর্যন্ত এসে থামে মৃত্যুমিছিল। আর সেই তালিকাতেই যোগ হয়ে যায় ব্ল্যাকবার্নের নামও। তার পর পেরিয়ে গিয়েছে ৩০ বছরেরও বেশি সময়। সম্প্রতি, সেন্ট হেলেন এলাকার ধ্বংসস্তূপ থেকে একটি নেগেটিভের রিল খুঁজে পেয়েছেন স্থানীয় বাসিন্দা লিন্ডা লুইটস। আর সেই রিলের ছবিগুলি ছাপা হওয়ার পরেই আলোড়ন পড়ে গিয়েছে সংবাদমাধ্যমে। কারণ, সেটি মৃত ব্ল্যাকবার্নের নষ্ট হয়ে যাওয়া ক্যামেরারই রিল। |