বুদ্ধের সভার সপ্তাহ ঘোরার আগেই বর্ধমান শহরে সমাবেশ করতে চলেছে তৃণমূল। রবিবার আলমগঞ্জের গোডাউন মাঠে তৃণমূলের সভায় আসার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের। তৃণমূল সূত্রে খবর, এই সভা হল ৩০ জানুয়ারি দলের ব্রিগেড সমাবেশের প্রস্তুতি সভা। লোকসভা নির্বাচনের আগে জেলার সংগঠনকে চাঙ্গা রাখতে এই সভায় গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে জমায়েতের চেষ্টা করছে দল। যদিও সিপিএমের অভিযোগ, বেসরকারি মালিকানাধীন যে মাঠে রবিবার তৃণমূল সভা করবে, গত মঙ্গলবার ওই মাঠেই সভা করতে চেয়েছিল তারা। কিন্তু মাঠের মালিক প্রথমে রাজি হলেও পরে সিপিএমকে মাঠ দিতে অস্বীকার করলে তাদের তুলনামুলক ছোট আলমগঞ্জের হারাধনপল্লির মাঠে সভা করতে হয়। গোডাউন মাঠের মালিক পক্ষের এক সদস্যের অবশ্য দাবি, ‘‘ব্যক্তিগত সমস্যার কারণেই তারা মঙ্গলবারের সভায় মাঠ দিতে পারেননি।”
|
স্কুল গেটের তালা ভেঙে কম্পিউটার নিয়ে পালাল দুষ্কৃতীরা। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে কালনা ২ ব্লকের পূর্বসাহাপুর উচ্চবিদ্যালয়ে। স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে স্থানীয়রা স্কুল গেটের তালা ভাঙা দেখতে পান। এর পরেই জানা যায়, কম্পিউটার কক্ষ থেকে চুরি গিয়েছে ১০টি কম্পিউটার, একটি প্রোজেক্টার-সহ বেশ কিছু যন্ত্রাংশ। স্কুল কর্তৃপক্ষ পুলিশে অভিযোগ জানিয়েছে। শনিবার বিকেলে কালনা ২ ব্লকের পাথরঘাটা উচ্চবিদ্যালয়ে চুরি যায় ১২টি কম্পিউটার। স্কুলের এক কর্মী বিকাশ ঘোষ স্কুলে গিয়ে দেখতে পান স্কুলের কম্পিউটার ভবনের তালা ভাঙা। কম্পিউটার ছাড়াও চুরি গিয়েছে একটি প্রিন্টার এবং প্রোজেকটার মেশিন। ঘটনার খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় স্কুলে যায়।
|
বমি ও মাথা ঘোরানো নিয়ে শুক্রবার রাতে কাঁকসা ব্লক হাসপাতালে ভর্তি হয়েছিলেন কাঁকসার রুইদাসপাড়ার ন’জন। এঁদের মধ্যে চার জন শিশু ও পাঁচ জন মহিলা। শনিবার চার জনকে ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে একটি টিউবওয়েলের জল খেয়ে কয়েক জনের মাথা ঘুরতে থাকে। শুরু হয় বমিও। তাঁদের কাঁকসা ব্লক হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অসুস্থদের অবস্থা এখন স্থিতিশীল। অসুস্থদের মধ্যে সুমিতা রুইদাস ও সনকা রুইদাস অভিযোগ করেছেন, ওই টিউবওয়েলে কেউ বা কারা ধানের কীটনাশক ঢেলে দিয়েছে। ব্লক স্বাস্থ্য দফতর সূত্রে খবর, জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
|
একটি বেসরকারি সংস্থার খনিতে পাথরের চাঁই খসে মৃত্যু হল এক জনের। শনিবার দুপুরে সালানপুরের ডাবর খোলামুখ খনির ঘটনা। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় সন্ধ্যা ৭টা নাগাদ মৃতদেহটি উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম কালীশ্বর মুর্মু (৩৫)। তাঁর বাড়ি ফুলবেড়িয়ার আলকুষা গ্রামে। |