ভিন রাজ্য থেকে উদ্ধার নাবালিকা
নিজস্ব সংবাদদাতা • বাউড়িয়া |
হাওড়ার বাউড়িয়া থেকে নিখোঁজ এক নাবালিকাকে উদ্ধার করা হল মুর্শিদাবাদ থেকে। বৃহস্পতিবার মেয়েটিকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২৩ ডিসেম্বর বাউড়িয়ার পশ্চিমপাড়া থেকে স্কুল যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় ষষ্ঠ শ্রেণির মেয়েটি। কিন্তু বিকেলে সে আর বাড়ি ফেরেনি। ওই দিন বিকেলেই থানায় অভিযোগ করেন মেয়েটির বাবা। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, কিছু দিন আগে ওই গ্রামেই মুর্শিদাবাদ থেকে কাজ করতে এসেছিল কিছু রাজমিস্ত্রি। তাদের কয়েক জন ওই নাবালিকার পাশের বাড়িতে কাজ করছিল। মেয়েটি উধাও হয়ে যাওয়ার দিন সকাল থেকে ওই দলের এক মিস্ত্রিও উধাও হয়ে যায়। পুলিশ তার সহকর্মীদের কাছ থেকে জানতে পারে, ওই যুবকের বাড়ি মুর্শিদাবাদে। যোগাযোগ করা হয় ওই জেলার পুলিশের সঙ্গে। মুর্শিদাবাদের পুলিশই মেয়েটিকে উদ্ধার করে। বাউড়িয়া থানা থেকে পুলিশের একটি দল গিয়ে নিয়ে আসে মেয়েটিকে।
|
নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার দীর্ঘ ক্ষণ পরেও দেখা মিলছে না সরকারি কর্মীদের, এই অভিযোগ তুলে বৃহস্পতিবার চুঁচুড়ায় আঞ্চলিক পরিবহণ দফতরের কার্যালয়ে বিক্ষোভ দেখালেন কিছু মানুষ। সঙ্গে করে তাঁরা নিয়ে গিয়েছিলেন মালা-মিষ্টি। দেরিতে আসা কর্মীদের তা দিতে গেলে তাঁরা হাত জোর করে ক্ষমা চেয়ে নেন। যে সব কর্মীরা ১১টার পরেও দফতরে আসেননি, তাঁদের ফাঁকা টেবিলে মালা-মিষ্টি রেখে দেন বিক্ষোভকারীরা। তাঁদের দাবি, আঞ্চলিক পরিবহণ দফতরের অধিকর্তা এর পর থেকে কর্মীদের আসার সময়ের উপরে নজর রাখার আশ্বাস দিয়েছেন। আরটিও সৈকত ঘোষ বলেন, “দফতরের কাজে অনেক কর্মীকে নানা দিকে যেতে হয়। সে জন্যই যথাসময়ে আসতে দেরি হয়।”
|
গ্রন্থাগারের প্রতিষ্ঠা উৎসব |
সম্প্রতি ১২৫ তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল বাগনানের পল্লিভারতী গ্রন্থাগারে। উদ্যোক্তারা জানান, মুগকল্যাণ গ্রামে গ্রন্থাগারের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দু’দিনের অনুষ্ঠানে এসেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক পিনাকীরঞ্জন পানিগ্রাহী-সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।
|
খাল থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধকে উদ্ধার করলেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ তাঁকে হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে বালির রাজচন্দ্রপুর এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোরে শেওড়াপোতা খালের মধ্যে এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখা যায়। তাঁকে উদ্ধার করার পরে দেখা যায় তিনি বেঁচে রয়েছেন। এর পরেই নিশ্চিন্দা থানার পুলিশ এসে ওই বৃদ্ধকে জায়সবাল হাসপাতালে ভর্তি করে। নিজের বিষয়ে কোনও কথাই বলতে পারেননি ওই বৃদ্ধ। |