পাখির ধাক্কায় বিগড়োল বিমান
নিজস্ব সংবাদদাতা |
পাখির ধাক্কায় বিগড়ে গেল বিমানের ইঞ্জিন। বৃহস্পতিবার সকালে, কলকাতা বিমানবন্দরের ঘটনা। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, এ দিন বেলা পৌনে এগারোটা নাগাদ আমদাবাদ থেকে ৯১ জন যাত্রী নিয়ে গো এয়ারের একটি বিমান কলকাতা বিমানবন্দরে নামছিল। সে সময়ে বিমানের ইঞ্জিনে একটি পাখির ধাক্কা লাগে। অবতরণের পরে পাইলট ঘটনাটি টের পান। আমদাবাদ থেকে আসা ওই বিমানটির ফের বাগডোগরায় যাওয়ার কথা ছিল। কিন্তু পাখির ধাক্কায় ইঞ্জিনে গোলযোগ দেখা দেওয়ায় সেটিকে পাঠানো যায়নি। পোর্ট ব্লেয়ার থেকে আসা অন্য একটি বিমানকে বাগডোগরায় পাঠানো হয়। ইঞ্জিন সারানোর পরে আমদাবাদ থেকে আসা গো এয়ারের ওই বিমানটি গুয়াহাটি উড়ে যায়।
|
‘শ্লীলতাহানি’, ধৃত রেজিস্ট্রার |
এক মহিলা কর্মীর শ্লীলতাহানি করার অভিযোগে ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিডিক্যাল সায়েন্সের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারকে গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। ধৃতের নাম সিদ্ধার্থ গুহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের এক মহিলা কর্মী বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেছিলেন, সিদ্ধার্থবাবু তাঁকে অশ্লীল এসএমএস করেছিলেন। এমনকী, কুরুচিকর প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু সিদ্ধার্থবাবু বারাসত আদালত ও কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। যদিও তা বাতিল হয়ে যায়। এ দিন তাঁকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু কথাবার্তায় অসঙ্গতি থাকায় তাঁকে গ্রেফতার করে পুলিশ।
|
চাকরির মেয়াদ বৃদ্ধির দাবিতে মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষের ঘরের সামনে জমায়েত করলেন জনা পঞ্চাশেক কর্মী। বৃহস্পতিবার, কলকাতা পুরসভায়। সম্প্রতি রাজ্য সরকার থেকে পুরসভায় সার্কুলার পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, পুরসভার স্বাস্থ্য দফতরে চুক্তিভিত্তিক যে সব কর্মী আছেন, তাঁদের বয়স ৬০ উত্তীর্ণ হলে কেউ কাজ করতে পারবেন না। বিক্ষোভকারীরা জানান, এর প্রতিবাদেই জমায়েত। অতীনবাবু বলেন, “সার্কুলার সরকারি। পুরসভার কিছু করার নেই। কয়েক দিন আগে এই সার্কুলার জারি হয়েছে। সরকারি নির্দেশ পুরসভা মানতে বাধ্য।”
|
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। বৃহস্পতিবার, টালা থানার জীবনকৃষ্ণ মিত্র লেনে। মৃতার নাম রুবিবালা ঘোষ (৭০)। তিনি ওই এলাকায় মেট্রোর লাইনের ধারে একটি ঝুপড়িতে একা থাকতেন। পুলিশ জানায়, এ দিন সকালে প্রতিবেশীরা ওই বৃদ্ধার চিৎকার শুনে ঝুপড়িতে ঢুকে দেখেন, তিনি অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে আছেন। হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, ওই বৃদ্ধা মানসিক ভাবে অসুস্থ ছিলেন। এ দিন রান্না করার সময়ে ঝুপড়িতে আগুন লাগে বলে পুলিশের অনুমান।
|
তিন দিন পেরিয়ে সমাপ্ত হল কিশোর পরিবেশ মেলা। শহরের শীত-উৎসবের সময়ে এই প্রথম এমন কোনও মেলার আয়োজন করেছিল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। মূলত পড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতার প্রসারে এই মেলার আয়োজন করা হয়েছিল। নানা সংস্থার স্টলের পাশাপাশি পরিবেশ নিয়ে বাউল গান, মূকাভিনয়েরও ব্যবস্থা করেছিলেন উদ্যোক্তারা। বৃহস্পতিবার সমাপ্তি অনুষ্ঠানে হাজির ছিলেন সাংসদ সুব্রত বক্সী, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান বিনয় দত্ত। |