বিনোদনের টুকরো খবর

নাটাবাড়িতে শুরু ভাওয়াইয়া উৎসব
প্রখ্যাত ভাওয়াইয়া শিল্পী নায়েব আলির ১০৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ভাওয়াইয়া উৎসবে মাতল তুফানগঞ্জের নাটাবাড়ি। বৃহস্পতিবার নাটাবাড়ি হাইস্কুল চত্বরে দুই দিন ব্যাপী ওই উৎসবের সূচনা করেন প্রবীণ লোকশিল্পী ফুলতি গিদালি। নায়েব আলি (টেপু) স্মরণ সমিতির উদ্যোগে আয়োজিত ওই উৎসব আজ, শুক্রবার অবধি চলবে। উদ্যোক্তারা জানান, উত্তরবঙ্গের শিল্পীদের পাশাপাশি বাংলাদেশ ও অসমের শিল্পীরা উৎসবে অংশ নেন। এদিন সকালে তুফানগঞ্জের বলরামপুর গ্রামে প্রয়াত ভাওয়াইয়া শিল্পী নায়েব আলির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান হয়। সেখানে শিল্পীর নাতনি সোফিয়া বিবি উপস্থিত ছিলেন। স্মরণ সমিতির সভাপতি নাটাবাড়ির বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “ভাওয়াইয়া সংস্কৃতি প্রসার ছাড়া ওই শিল্পীকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ২০০৯ সাল থেকে উৎসব করা হচ্ছে। এবার প্রয়াত শিল্পীর গানের সিডি করার উদ্যোগ নেওয়া হয়েছে।”

নাট্যোৎসব শেষ
দু’দিনের নাট্য উৎসব শেষ হল জামুড়িয়ার খাসকেন্দায়। রবিবার ছিল উৎসবের শেষ দিন। খাসকেন্দা অগ্রদূত নাট্য সংস্থা আয়োজিত এই নাট্য উৎসবে পাঁচটি দল নাটক পরিবেশন করেন। উৎসবের উদ্বোধন করেন জামুড়িয়ার বিধায়ক জাহাঁআরা খান।

অস্কারে কুশ
অস্কারে ‘বেস্ট লাইভ অ্যাকশন মুভি’ শ্রেণিতে মনোনয়ন পাওয়ার দৌড়ে রয়েছে পরিচালক শুভাশিস ভুটিয়ানির সিনেমা ‘কুশ’। ১৯৮৪ সালের শিখ-বিরোধী দাঙ্গার পটভূমিতে তৈরি স্বল্প দৈর্ঘ্যের এই সিনেমা ইতিমধ্যেই ভেনিস, দক্ষিণ এশীয় ও হ্যামটনস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বীকৃতি এনে দিয়েছে শুভাশিসকে।


বিষ্ণুপুর মেলার মঞ্চে অভিনেত্রী শ্রাবন্তী। ছবিটি তুলেছেন শুভ্র মিত্র।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.