দেশে কর্মরত মার্কিন কূটনীতিকদের কাছ থেকে পরিচয় পত্র ফেরত নিয়ে তাঁদের নতুন ধরনের কার্ড দিল ভারত সরকার। দেবযানী খোবরাগাড়ে কাণ্ডের পরই এই কড়া পদক্ষেপ করেছে নয়াদিল্লি। বিশেষ সূত্রের খবর, এ বার থেকে মার্কিন কূটনীতিকরা ভারতের মাটিতে ততটাই সুরক্ষা পাবেন, যতটা আমেরিকায় দেওয়া হয় ভারতীয় কূটনীতিকদের। এমনকী মার্কিন কূটনীতিকদের কার্ড বদলে ভারতের তরফে যে নতুন কার্ড দেওয়া হয়েছে, সেটিও আমেরিকায় ভারতীয় কূটনীতিকদের যে ধরনের কার্ড দেওয়া হয় হুবহু তার মতো দেখতে। জানা গিয়েছে, এর আগে মার্কিন কূটনীতিকদের পরিবারের সদস্যদেরও এক ধরনের কার্ড দেওয়া হত। তার জন্য বিশেষ সুযোগ-সুবিধা পেতেন তাঁরা। ফেরত নেওয়া হয়েছে সেই কার্ডও। তার বদলে আর কোনও কার্ডও দেওয়া হবে না তাঁদের।
|
দেশের প্রেসিডেন্ট এবং প্রাক্তন উপ-প্রধানের ক্ষমতা দ্বন্দ্বের ফলে দক্ষিণ সুদানে শুরু হয়ে গিয়েছিল উপজাতি দ্বন্দ্ব। তার জেরে গণহত্যায় নিহত হন প্রচুর মানুষ। এখন নানা তথ্য জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। রাজধানী জুবার এক সাংবাদিক জানাচ্ছেন, কয়েক মিনিটের মধ্যে ন্যুয়ের উপজাতির প্রায় ২০০ জনকে গুলি করে হত্যা করে দিনকা উপজাতিভুক্তরা। ন্যুয়েরদের বিরুদ্ধে নির্যাতন চালানোর অভিযোগ এনেছে দিনকারাও। সরকারি পরিসংখ্যান অনুযায়ী মৃতের সংখ্যা ৫০০। যদিও বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাগুলির দাবি, মোট নিহতের সংখ্যা এর দুই কিংবা তিন গুণ।
|
কায়রোয় একটি থানার কাছে শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হলেন অন্তত ১৪ জন। তাঁদের মধ্যে ৮ জন পুলিশকর্মী। আহত হয়েছেন ১৩৪ জন। প্রশাসনের সন্দেহ, এর পিছনে হাত আছে মুসলিম ব্রাদারহুডের।
|