নানা দিক থেকেই বর্ণময় হয়ে উঠবে এ বারের ডোভার লেন সঙ্গীত সম্মেলন। ৬২তম এই সম্মেলনে এ বার নবীন ও প্রবীণ শিল্পীদের অভূতপূর্ব মেলবন্ধনের আয়োজন করেছেন উদ্যোক্তারা। সোমবার এক সাংবাদিক সম্মেলনে উদ্যোক্তাদের তরফে বাপ্পা সেন জানান, নবীনদের মধ্যে অনুষ্কাশঙ্কর এ বার প্রথম একক অনুষ্ঠান করবেন। পণ্ডিত রবিশঙ্করের মৃত্যুর পরে এই প্রথম এ শহরে তাঁর অনুষ্ঠান। সন্তুরবাদক শিবকুমার শর্মার ছেলে রাহুল শর্মাও এ বার প্রথম একক অনুষ্ঠান করবেন। প্রবীণদের মধ্যে থাকছেন সরোদিয়া রাজীব তারানাথ। |
৮০ বছর বয়সী এই শিল্পীর অনুষ্ঠান রয়েছে সম্মেলনের তৃতীয় দিনে। দীর্ঘ দেড় দশক পরে এ বার এই সম্মেলনে তালবাদ্যের অনুষ্ঠান থাকছে। এ ছাড়াও বিভিন্ন দিনের শিল্পী তালিকায় রয়েছেন অজয় চক্রবর্তী, শাহিদ পারভেজ খান, রাশিদ খান, আলম খান, এল সুব্রহ্মণ্যম প্রমুখ। এ বার এই সম্মেলনে ‘সঙ্গীত সম্মান’ পুরস্কার পাচ্ছেন সানাইবাদক উস্তাদ আলি আহমেদ হুসেন খান। এ দিনের সাংবাদিক সম্মেলনে তিনি নিজে উপস্থিত ছিলেন। এ ছাড়াও ছিলেন শিল্পী পূর্ণিমা সেন, অজয় চক্রবর্তী, আনন্দগোপাল বন্দ্যোপাধ্যায়, শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়, কৌশিকী চক্রবর্তী, সঙ্গীত সম্মেলনের সভাপতি বিনয়কুমার চন্দ্র, পৃষ্ঠপোষক সঞ্জয় বুধিয়া প্রমুখ। ২২ জানুয়ারি শুরু হয়ে সম্মেলন চলবে ২৫ তারিখ পর্যন্ত। |