টাটকা খবর |
হামলায় রক্তাক্ত বিমানদের মিছিল, অস্বীকার তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা |
এলাকায় বিরোধীদের উপরে শাসক দলের ‘সন্ত্রাস’-এর প্রতিবাদে ডাক দেওয়া হয়েছিল মিছিলের। বামেদের সেই প্রতিবাদ মিছিলের উপরেই রবিবার সকালে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনা কলকাতা শহরেই। মিছিলে উপস্থিত ছিলেন স্বয়ং বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তিনি অক্ষত অবস্থায় রক্ষা পেলেও ইটের আঘাতে দুই মহিলা-সহ আহত হয়েছেন ৮ বাম সমর্থক। তাঁদের মধ্যে তিন জনকে ভর্তি করতে হয়েছে হাসপাতালে। তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, বহিরাগতদের নিয়ে বাম নেতাদের মিছিল করতে দেখে স্থানীয় বাসিন্দারাই বাধা দিয়েছেন!
কলকাতা পুরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডে সিপিএম-সহ নানা সংগঠনের দফতরের উপরে তৃণমূলের আক্রমণের প্রতিবাদ ও সারদা-কাণ্ডের সিবিআই তদন্তের দাবিতে এ দিন সকাল সাড়ে ১০টা নাগাদ দমদমের চিড়িয়া মোড় থেকে মিছিল করছিল কলকাতা জেলা বামফ্রন্ট। মিছিলে হাজির ছিলেন বিমানবাবু, সিপিএমের প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম, প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়, সাংসদ প্রশান্ত চট্টোপাধ্যায়, কলকাতা পুরসভার বিরোধী দলনেত্রী রূপা বাগচী, দিলীপ সেন-সহ বাম নেতারা। পুলিশের বক্তব্য, চিড়িয়া মোড়ের কাছে ওই মিছিলের উপরে আচমকাই কিছু লোকজন হামলা চালায়। এতে উত্তেজিত হয়ে বাম সমর্থকেরা প্রতিবাদে নামলে ঘণ্টাখানেক শহরের উত্তর প্রান্তে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিরাট পুলিশ বাহিনী রাস্তায় নামানো হয়। ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের ডিসি (নর্থ) গৌরব শর্মা। তিনি জানিয়েছেন, ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। হামলায় কারা যুক্ত, তা তদন্ত করে দেখা হচ্ছে।
|
চরম উত্তেজনায় ড্র জো’বার্গ টেস্ট
সংবাদ সংস্থা |
চূড়ান্ত রোমাঞ্চকর পরিস্থিতি তৈরি হলেও শেষ পর্যন্ত ড্র হল জোহানেসবার্গ টেস্ট। প্রথম ইনিংসে প্রথম বার চার নম্বরে নেমে শতরান ও দ্বিতীয় ইনিংসে ৯৬ রানের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন বিরাট কোহলি।
রবিবার টেস্টের পঞ্চম দিনে শেষ পাঁচ ওভারে জেতার জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ২৮ রান। অন্য দিকে, ধোনিবাহিনীর স্বপ্নের জয়ে বাধা ছিল মাত্র চার উইকেট। কিন্তু ৩.২ ওভার বাকি থাকতে ফাফ ডু’প্লেসি-র রান আউটের ফলেই সম্ভবত এই ম্যাচে জয় অধরা থাকল দক্ষিণ আফ্রিকার। রাহানের দুর্দান্ত থ্রো-য়ে সে সময় ম্যাচ জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে ভারত। কিন্তু ভার্নন ফিল্যান্ডার ও ডেল স্টেইনের ডিফেন্স ভেদ করতে ব্যর্থ হন ভারতীয় পেসাররা। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে তেমন দাগ কাটতে পারলেন না জাহির খান। শেষ সেশনে মহম্মদ শামিকে প্রায় দু’ঘণ্টা বল করতে ডাকেননি ধোনি। অধিনায়কের এই সিদ্ধান্তে যথেষ্ট অবাক ক্রিকেট বিশেষজ্ঞরা। শেষ তিন ওভারে জয়ের জন্য সে ভাবে চেষ্টা না-করার জন্য ম্যাচের শেষে প্রশ্নের মুখে পড়েন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রেম স্মিথ। যদিও তিনি সরাসরি এর উত্তর না দিয়ে সে সময় ক্রিজে থাকা স্টেইন ও ফিল্যান্ডারের সিদ্ধান্তকে সমর্থন করেন।
এ দিন
এবি ডে’ভেলিয়ার্স ও ফাফ ডু’প্লেসি-র জোড়া শতরানের ফলে দুর্দান্ত ভাবে ম্যাচে ফেরে দক্ষিণ আফ্রিকা। মধ্যাহ্ন ভোজের পর এক সময় অনিশ্চিত পরিস্থিতি তৈরি হলেও কখনও লড়াই ছাড়েনি ধোনিবাহিনী।
শেষ সেশনে নিজের ১৮তম টেস্ট শতরান করেন ডে’ভেলিয়ার্স (১০৩ রান, ১৬২ বল, ১২x৪)। ক্রিজের অপর প্রান্তে ২৫২ বলে নিজের তৃতীয় টেস্ট শতরানটি করেন ডু’প্লেসি। শেষ পর্যন্ত ইশান্ত শর্মার বলে ইনসাইড এজ লেগে আউট হন ডে’ভেলিয়ার্স। পঞ্চম উইকেটে ডে’ভিলিয়ার্স-এর সঙ্গে
জুটিতে ৩৭০ বলে দ্বিশতরানেরও বেশি রানের পার্টনারশিপ গড়েন ডু’প্লেসি। এর কিছু
ক্ষণ পরই জে পি দুমিনিকে বোল্ড করে ভারতকে ম্যাচে ফেরান মহম্মদ শামি।
শেষ সেশনে ধোনির বোলারদের উইকেট তোলার অক্ষমতায় প্রোটিয়াদের বাকি উইকেটের লক্ষ্যও ক্রমশই মরীচিকা হতে শুরু করলেও শেষ পর্যন্ত লড়াই ছাড়েনি ভারতীয় বোলাররা, বিশেষত ইশান্ত ও শামি। |
|
দর্শকদের অভিবাদন। জোড়া শতরানের পর ওয়ান্ডারার্সে এবি ডে’ভেলিয়ার্স ও ফাফ ডু’প্লেসি। ছবি: এএফপি। |
রবিবার সকালে পিটারসেন ও কালিসের উইকেট ভারতীয় সমর্থকদের আশা বাড়ালেও ক্রমশই প্রতিরোধ গড়ে তোলেন ডু’প্লেসি-ডে’ভেলিয়ার্স জুটি। এমনকী মধ্যাহ্ন বিরতির পর নতুন বল নিয়েও বিশেষ সুবিধা করতে পারেনি ভারতীয় পেস অ্যাটাক। মধ্যাহ্ন ভোজে দক্ষিণ আফ্রিকার রান ছিল ২৩৪/৪।
এ দিন প্রথম সেশনে দুই উইকেট পড়লেও ৯৮ রান যোগ করে প্রেটিয়ারা।
পঞ্চম দিনের শুরুতেই আলভিরো পিটারসেনকে বোল্ড করে জোহানেসবার্গ টেস্টে ভারতের জয়ের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করেন মহম্মদ শামি। খেলা শুরুর কিছু ক্ষণের মধ্যেই পিটারসেনের ডিফেন্স ভাঙেন শামি। বল অফ স্টাম্পের বাইরে পড়ে সামান্য রিভার্স সুইং করে পিটারসেনের লেগ স্টাম্পকে নাড়িয়ে দেয়। ক্রিজ ছাড়ার আগে অবশ্য ৭৬ রানের মূল্যবান ওপেনিং ইনিংস খেলেন পিটারসেন। |
|
কালিসকে আউট করে তিনশোতম টেস্ট উইকেট জাহিরের। ছবি: এপি। |
এর পর ডু’প্লেসির সঙ্গে জুটিতে লড়াই চালালেও জাহিরের অভিজ্ঞতার কাছে হার মানেন জাক কালিস। কালিসকে (৩৪, ৬x৪) এলবিডব্লিউ আউট করে এ দিন নিজের তিনশোতম টেস্ট উইকেট লাভ করেন জাহির খান। টেস্টে ভারতের হয়ে উইকেট দখলের নিরিখে অনিল কুম্বলে, কপিল দেব ও হরভজন সিংহের পিছনেই রয়েছেন তিনি। |
|
সাতক্ষীরায় জামাত-যৌথবাহিনী সংঘর্ষ
সংবাদ সংস্থা |
রবিবার দ্বিতীয় দিনে পড়ল বিএনপি-জামাতের ডাকা পঞ্চম দফার অবরোধ কর্মসূচি। এ দিন সকাল থেকেই রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন জায়গায় ছোটখাটো সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। জামাত এবং বিএনপি সমর্থকদের বিরুদ্ধে বোমাবাজি করার অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে খবর, সাতক্ষীরায় যৌথবাহিনীর শিবিরের উপর রবিবার ভোরে হামলা চালায় বিক্ষোভকারীরা। দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হন বেশ কয়েক জন। হামলার ভয়ে ঢাকার রাস্তায় যানবাহনের সংখ্যা ছিল খুবই কম। রাইপুর রেলস্টেশনের কাছে বিক্ষোভকারীরা একটি যাত্রিবাহী বাস জ্বালিয়ে দেওয়ায় আহত হন ৩ জন। এই ঘটনায় গ্রেফতার হয়েছেন ৪ জন। অন্য দিকে, সকাল ১১টা নাগাদ জয়পুরহাটে বিএনপি এবং আওয়ামি লিগের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। আওয়ামি লিগের কার্যালয়ে ভাঙচুর চালানো ও বেশ কয়েকটি বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিএনপি সমর্থকদের বিরুদ্ধে। শনিবারই নির্বাচন বাতিল ও নির্দলীয় সরকার গঠনের দাবিতে ৮৩ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু করে জামাত-বিএনপি জোট। |
|
রাস্তায় টহলরত বাংলাদেশ পুলিশ। ছবি: এএফপি। |
দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতার কারণে দূরপাল্লার বাস পরিষেবায় ব্যাপক প্রভাব পড়ায় উদ্বিগ্ন পরিবহণ মন্ত্রী ওবেইদুল কাদের। রবিবার তিনি পরিবহণ দফতরের কার্যালয়ে বৈঠক করেন। সেখানে উপস্থিত ছিলেন জাহাজ মন্ত্রী শাহজাহান খান। কাদের বলেন,‘‘বেসরকারি বাস রাস্তায় চলবে আর বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (বিআরটিসি)-এর বাস রাস্তায় নামবে না, এমনটা মেনে নেওয়া যায় না।’’ তিনি বিআরটিসি-কে অবিলম্বে এই বিষয়ে উদ্যোগ নিতে নির্দেশ দেন। বিআরটিসি-র চেয়ারম্যান জশিমুদ্দিন আহমেদ বলেন,‘‘ঢাকায় আমাদের সংস্থার বাস চলছে। দূরপাল্লার বাস চালানোর ক্ষেত্রে রবিবার সন্ধ্যায় সিদ্ধান্ত নেওয়া হবে। নিরাপত্তার বিষয়ে বৈঠক করা হবে প্রশাসনের সঙ্গেও।’’
|
কলকাতায় ফিফা বিশ্বকাপ ট্রফির উন্মোচন
নিজস্ব প্রতিবেদন
|
কলকাতায় ফিফা বিশ্বকাপ ট্রফির উন্মোচন করলেন ক্রিকেটের দুই মহাতারকা সচিন-সৌরভ। অনুষ্ঠানে হাজির ছিলেন সত্তরের বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের অধিনায়ক কার্লোস আলবার্তো। মঞ্চে হাজির সচিন-সৌরভ ও একটি বহুজাতিক পানীয় সংস্থা প্রেসিডেন্টকে আলবার্তো তাঁর স্বাক্ষরিত তিনটি ফুটবলও উপহার দেন।
রবিবার দুপুর ১টা নাগাদ কলকাতার একটি তারকা-হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানে দেশের ফুটবল ফেডারেশনের তরফে হাজির ছিলেন সচিব কুণাল দত্ত। হাজির ছিলেন চুনী গোস্বামী, বদ্রু বন্দ্যোপাধ্যায়, কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়, রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্র-সহ বহু বিশিষ্ট ব্যক্তি। তারকাখচিত মঞ্চে আগামী বছরের ফিফা বিশ্বকাপের ‘অ্যান্থেম’ পরিবেশন করেন ঊষা উত্থুপ। |
|
রবিবার কলকাতায় এক অনুষ্ঠানে ফিফা বিশ্বকাপ নিয়ে সচিন-সৌরভের সঙ্গে
ব্রাজিলীয় ফুটবলার কার্লোস আলবার্তো। ছবি: উত্পল সরকার। |
ছোটবেলায় টেলিভিশনে বিশ্বকাপ ফুটবল দেখার অভিজ্ঞতার স্মৃতিচারণা করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মঞ্চে উঠে তিনি বলেন, “’৮৬-র বিশ্বকাপে মারাদোনার গোল ভুলব না।” অনুষ্ঠানের আরেক আকর্ষণ সচিন তেন্ডুলকরের স্মৃতিতেও তাঁর খেলোয়াড় জীবনের সেরা মুহূর্তের কথা উঠে আসে। “মুম্বইয়ে ক্রিকেট বিশ্বকাপ জয় সেরা মুহূর্ত”, জানান সচিন। কাপ হাতে সেই অনুভূতি কোনও দিন ভুলবেন না, বলেন সচিন। কলকাতায় তিন দিন থেকে ২৫ ডিসেম্বর বড়দিনের ভোরে ফিফা বিশ্বকাপ রওনা দেবে মায়ানমারের পথে। |
প্রবল তুষারপাত জম্মুতে, বৃষ্টি পঞ্জাব ও হরিয়ানায়
সংবাদ সংস্থা |
এক দিকে যখন শীতের আমেজ থেকে বঞ্চিত বাংলা, অন্য দিকে তাপমাত্রার পারদ উত্তরোত্তর কমতে থাকায় জবুথবু জম্মু-কাশ্মীর-সহ গোটা উত্তর ভারত। তার সঙ্গে পাল্লা দিয়েছে ঘন কুয়াশাও। রবিবার প্রবল তুষারপাতের ফলে বন্ধ হয়ে যায় ৩০০ কিলোমিটার দীর্ঘ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক। শনিবার রাতেই বন্ধ করে দেওয়া হয় জওহর টানেল ও পাটনিটপ। জম্মু ও শ্রীনগরে যাওয়ার পথ বন্ধ করে দেওয়ায় রাস্তার বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে অসংখ্য গাড়ি। |
দুই চিত্র... |
জম্মুতে তুষারপাত। |
কুয়াশায় ঘেরা ফরিদাবাদ। |
ছবি: পিটিআই। |
|
প্রবল তুষারপাতের খবর পাওয়া গিয়েছে রাজৌরি, পুঞ্চ, রিয়াসি, ডোডা এবং কিস্তওয়ার জেলায়। রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক রাখতে দ্রুত ব্যবস্থা নেয় বর্ডার রোড অর্গানাইজেশন।
এ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয় পঞ্জাব ও হরিয়ানায়। গত কয়েক দিন ধরে ঘন কুয়াশার কারণে স্বাভাবিক জীবন বিপর্যস্ত হয় এই দুই রাজ্যে। প্রভাব পড়ে রেলপথ ও সড়কপথেও। মৌসম ভবন সূত্রে খবর, হিসার, লুধিয়ানা, নারনৌল ও ভিওয়ানি-সহ বেশ কয়েক জায়গায় এ রকম পরিস্থিতি বজায় থাকবে আগামী কয়েক দিন।
কুয়াশার হাত থেকে রেহাই পায়নি রাজস্থানও। পর পর দু’দিন ঘন কুয়াশার কারণে নাস্তানাবুদ পশ্চিমের এই রাজ্য। শনিবার রাতে মাউন্ট আবুতে তাপমাত্রার পারদ হিমাঙ্কের কাছাকাছি পৌঁছে যায়। রবিবার দৃশ্যমানতা কম থাকার কারণে জয়পুর-দিল্লি ও জয়পুর-আগরা জাতীয় সড়কে যান চলাচল থমকে যায়। প্রভাব পড়ে রেল পরিষেবার উপর। রেল সূত্রে খবর, উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা ও পঞ্জাবে কুয়াশার কারণে ২২টি ট্রেনের সময়সূচি বদল করা হয়। শনিবার উদয়পুরে তাপমাত্রা ছিল ৬.৮ ডিগ্রি সেলসিয়াস, অজমেঢ়ে ৭.৯, বিকানেরে ৮.৬ এবং জোধপুরে ৯ ডিগ্রি সেলসিয়াস। |
স্থান |
বৃষ্টিপাত (মিমি.) |
|
স্থান |
তাপমাত্রা (ডিগ্রি সেঃ) |
চণ্ডীগড় |
৯.৯ |
চণ্ডীগড় |
৭.৯ |
লুধিয়ানা |
১৪.১ |
অম্বালা |
১০.২ |
পাতিয়ালা |
১.৫ |
হিসার |
১০.২ |
মোহালি |
৮ |
ভিওয়ানি |
১১.২ |
পঞ্চকুলা |
১২ |
পাতিয়ালা |
১০.৩ |
অম্বালা |
১.৪ |
অমৃতসর |
৯.৬ |
|
|
অ্যাসেজের মাঝেই অবসর ইংল্যান্ডের সোয়ানের
সংবাদ সংস্থা |
ক্রিকেট থেকে অবসর নিলেন ইংল্যান্ডের অফ স্পিনার গ্রেম সোয়ান। রবিবার মেলবোর্নে এক সাংবাদিক বৈঠকে এ কথা ঘোষণা করেন তিনি। ফলে ‘বক্সিং ডে’-তে অ্যাসেজের আগামী টেস্টে জাতীয় দলের হয়ে মাঠে নামবেন না তিনি। ইংল্যান্ডের হয়ে ৬০ টেস্টে ২৫৫টি উইকেট নিয়েছেন সোয়ান। ইংল্যান্ডের টেস্ট উইকেট শিকারিদের তালিকায় ৩৪ বছর বয়সী অফ স্পিনার রয়েছেন ষষ্ঠ স্থানে। টেস্ট ছাড়াও ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিষেকের পর ৭৯ ওয়ান ডে-তে ১০৪টি উইকেট রয়েছে তাঁর দখলে। ২০১১-তে আইসিসি-র বিচারে শীর্ষ বোলার নির্বাচিত হন তিনি। ২০১০-এ ক্যারিবিয়ানে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রেও উল্লখযোগ্য ভূমিকা নেন এই অফ স্পিনার। |
|
মেলবোর্নে সাংবাদিক বৈঠকে গ্রেম সোয়ান। ছবি: এপি। |
ইতিমধ্যেই টানা তিনটি ম্যাচ জিতে অ্যাসেজের দখল নিয়েছে অস্ট্রেলিয়া। ‘মানসিক চাপ জনিত রোগ’-এর কারণে এর আগেই দেশে ফিরে গিয়েছেন ইংল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যান জোনাথন ট্রট। এর ফলে চলতি অ্যাসেজে ট্রটের সঙ্গে সোয়ানের অনুপস্থিতিতে আরও দুর্বল হয়ে গেল অ্যালিস্টার কুকের দল। অবসর ঘোষণার পর সোয়ান বলেছেন, “আমি জানি, সঠিক কারণেই ঠিক সিদ্ধান্ত নিচ্ছি।” পাঁচ দিনের খেলার ধকল যে তাঁর শরীর নিতে পারছে না, তা অকপটে স্বীকার করেন সোয়ান।
|
|