এক পোলিও-কর্মীকে শনিবার গুলি করে মারল অজ্ঞাতপরিচয় জঙ্গিরা। পাকিস্তানের উত্তর-পশ্চিমে জামরুদ তেহসিল এলাকায় সরকারি ক্লিনিকে কাজ করতেন গালিব নামে ওই কর্মী। ক্লিনিকেই তাঁর উপরে হামলা চালায় জঙ্গিরা। কোনও গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে তালিবান জঙ্গিরা পোলিও কর্মীদের মাঝেমাধ্যেই এ ভাবে হত্যা করছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গালিবকে গুলি করে তাঁর পাশে একটা প্যামফ্লেট ফেলে যায় জঙ্গিরা। তাতে লেখা, পোলিও অভিযানে যুক্ত কোনও ব্যক্তির এই পরিণতিই হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী পাকিস্তানে পোলিওর টিকা দেওয়া সত্ত্বেও গত বছরের তুলনায় মৃত্যুর ঘটনা বেড়েছে। কারণ পোলিওকর্মীদের কাজ করতে বাধা দিচ্ছে তালিবান জঙ্গিরা। যাদের আশঙ্কা, ওই প্রতিষেধকে ভবিষ্যতে অনেকেই বাবা হতে পারবে না। |
তাইল্যান্ডের প্রধান বিরোধী দল ডেমোক্র্যাট পার্টি জানিয়ে দিল ২ ফেব্রুয়ারির ভোট তারা বয়কট করবে। পাশাপাশি প্রধানমন্ত্রী ইয়াংলাক শিনাবাত্রাকে সরাতে সরকার বিরোধী মিছিল সমাবেশ চালিয়ে যাবে তারা। বিরোধী দলের চাপে পার্লামেন্ট ভেঙে দিয়ে তড়িঘড়ি নির্বাচনের ডাক দেন শিনাবাত্রা। কিন্তু ডেমোক্র্যাট পার্টি সেই ভোটে কোনও প্রার্থী দিতে চায় না। দলের তরফে নেতা সুতেপ তাউগসুবান বলেছেন, নির্বাচনে আমাদের বিশ্বাস নেই। তাতে আমুল সংস্কার হবে না। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত দিনে ভোট হবে। |
টেক্সাসের বিদেশ বিষয়ক সচিব পদে নিযুক্ত হয়েছেন নন্দিতা বেরি নামে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহিলা। এই প্রথম কোনও ভারতীয় বংশোদ্ভূত এই পদের অধিকারী হলেন। টেক্সাসের গভর্নর তাঁকে নিয়োগ করার পরে বলেন, “কঠোর পরিশ্রম এবং মনঃসংযোগের ফলে এই পদ অর্জন করেছেন নন্দিতা।” ২১ বছর বয়সে ভারত থেকে দু’শো ডলার সঙ্গে নিয়ে আমেরিকায় এসেছিলেন নন্দিতা। আইন নিয়ে পড়াশোনা এবং অ্যাটর্নি হওয়া তার পরে। ৭ জানুয়ারি নয়া পদে কাজ শুরু করবেন নন্দিতা। |
নিজের সদ্য কেনা আঙুরের বাগিচা হেলিকপ্টারে ঘুরে দেখছিলেন চিনা ধনকুবের লাম কোক। সঙ্গে ছিল ১২ বছরের ছেলেও। কিন্তু নদীতে সেই হেলিকপ্টার ভেঙে পড়ে। লাম বা অন্য কারও দেহ উদ্ধার না হলেও আশঙ্কা, তাঁরা প্রাণ হারিয়েছেন। |