জাতীয় প্রতিযোগিতায় জেলার পাঁচটি প্রজেক্ট
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
‘জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসে’র প্রতিযোগিতায় বীরভূমের স্কুল পড়ুয়াদের পাঁচটি প্রজেক্ট স্থান পেয়েছে। শুক্রবার একটি সাংবাদিক বৈঠকে এ কথা জানালেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান রাজা ঘোষ। মধ্যপ্রদেশের ভোপালে জাতীয় স্তরের ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের জেলা সমন্বয়কারী সংস্থার পক্ষে জানা গিয়েছে, মূলত ১০-১৭ বছর বয়সের পড়ুয়ারা ওই প্রতিযোগিতায় যোগ দিতে পারে। ওই বয়সের পড়ুয়াদের মধ্যে বিজ্ঞান চেতনা বাড়ানোর পাশাপাশি বিজ্ঞান বিষয়টির প্রতি আগ্রহ বাড়াতে ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ উদ্যোগী হয়েছেন। ২০০৮ সাল থেকে চালু হওয়া ওই প্রতিযোগিতায় প্রতি বছর বিজ্ঞান বিষয়ক ওই প্রজেক্টে যোগ যোগদানকারী পড়ুয়াদের সংখ্যা ক্রমশ বাড়ছে। এ বছরই ৯২টি প্রজেক্ট জেলায় জমা পড়েছিল। রাজ্য স্তরের চূড়ান্ত পর্যায়ে তার মধ্যে পাঁচটি নির্বাচিত হয়েছে। সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, বোলপুর উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুপ্রিয় সাধু, সমন্বয়কারী সংস্থার পক্ষে তারকনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
|
মহাকাশে রোবট কিবোরোর সঙ্গে কথা বললেন জাপানের এক মহাকাশচারী। সেই ঘটনারই একটি ভিডিও তুলে এনেছেন কৈচি ওয়াকাতা। তিনি আরও জানিয়েছেন, ভরশূন্য অবস্থায় রোবটটির আচরণে কোনও পরিবর্তন দেখা যায়নি। ভিডিওটিতে দেখা যাচ্ছে, মহাকাশে ওয়াকাতা রোবটটির কাছ থেকে জানতে চেয়েছেন ভরশূন্য অবস্থায় এসে তার কেমন লাগছে? উত্তরে কিবোরো বলেছে, “এখানে আমার কোনও অসুবিধা হচ্ছে না।” চলতি বছরেই জাপানের একটি মহাকাশকেন্দ্র থেকে রোবটটিকে মহাকাশে পাঠানো হয়। |