১০০ দিনের কাজের প্রকল্প এ বার বন দফতরেও চালু করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সায়েন্স সিটিতে বন দফতরের এক অনুষ্ঠানে তিনি জানান, ১০০ দিনের কাজের প্রকল্পে অরণ্যের মধ্যে বনসৃজন, পরিবেশ রক্ষার কাজ করাতে হবে। এ নিয়ে বন-কর্তাদের নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-র আর্থিক সহায়তায় বন ও জীববৈচিত্র প্রকল্পের সূচনা হয় এ দিন। একই সঙ্গে সল্টলেকে প্রস্তাবিত নতুন বন ভবনের ভিত্তিপ্রস্তরের শিলান্যাসও করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ক্যালেন্ডার তৈরি করে তাড়াতাড়ি এই সব কাজ শেষ করতে হবে।” অরণ্য রক্ষার জন্য বনকর্মীদের বিশেষ উৎসাহ-ভাতা দেওয়া হবে বলেও তিনি জানান। মুখ্যমন্ত্রী আরও বলেন, বন ও জীববৈচিত্র রক্ষার পাশাপাশি ‘ইকো-ট্যুরিজম’ গড়ার উপরে জোর দেওয়া হবে। বনজ গাছ-গাছড়া থেকে আয়ুর্বেদিক ওষুধ তৈরির সুযোগ রয়েছে বলেও তিনি মনে করেন। এ দিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও কলকাতায় জাপানের কনসাল জেনারেল মিৎসুও কাওয়াগুচি, জাইকা-র প্রতিনিধি তোমাহাইদি ইচিগুচি হাজির ছিলেন। ছিলেন বনমন্ত্রী হিতেন বর্মণ, আবাসনমন্ত্রী অরূপ বিশ্বাস, মুখ্যসচিব সঞ্জয় মিত্র, বন-সচিব সুবেশ দাস-সহ বন দফতরের কর্তারাও। বনমন্ত্রী অবশ্য এ দিনের অনুষ্ঠানে কিছু বলেননি।
|
হাতির আক্রমণে মারা গেলেন এক মহিলা। গত ৫ দিনে হাতিটি এই নিয়ে দুই জনকে মারল। বন দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার হলং নদীতে স্নান সেরে ফেরার পথে সেটি এক মহিলাকে শুঁড়ে পেঁচিয়ে ছুড়ে ফেলে। সোমবার খয়েরবাড়িতে জঙ্গলে কাঠ সংগ্রহ করার সময় ফের ওই দাঁতালটি রেণুবালা রায় (৪৫) নামে মধ্য ছেঁকামারির এক প্রৌঢ়াকে পা দিয়ে পিষে মারে। দেহের পাশে দাঁতাল দাঁড়িয়ে থাকায় ৩ ঘণ্টা পর তা উদ্ধার হয়। জলদাপাড়া জাতীয় উদ্যানের ধুমচি, খয়েরবাড়ি ও জলদাপাড়ার তিনটি রেঞ্জে দলটি ঘুরে বেড়াচ্ছে। সন্ধ্যা হলেই গ্রামে হানা দিচ্ছে।
|
হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন বা ন্যাফের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের প্রকৃতিপাঠ শিবির হচ্ছে। গরুবাথান ব্লকের সামসিং-এ ১৮ থেকে শিবিরটি চলবে ২৩ ডিসেম্বর অবধি। সামসিঙের সুন্দরীবস্তি এলাকায়। ভিন রাজ্যে শিশু শিবিরে যোগ দেবে বলে ন্যাফ মুখপাত্র অনিমেষ বসু জানান। ২৫ থেকে ৩০ ডিসেম্বর সাধারণ শিশু কিশোরদের নিয়ে এ জায়গায় শিবির করবে ন্যাফ।
|
খাবারের খোঁজে জঙ্গল থেকে গ্রামে ঢুকে ৪০টি বাড়িতে ভাঙচুর চালাল এক দল হাতি। রবিবার ধুবুরির মানকাচর নুনমাটি জঙ্গল লাগোয়া গ্রামে। রাত ১টা নাগাদ মেঘালয়ের জঙ্গল থেকে ৪০-৪৫টি দাঁতাল গ্রামে ঢোকে। ৪ ঘণ্টা তাণ্ডব চালিয়ে এক জন গ্রামবাসীকে আছাড় মারে। |