টাটকা খবর
হিংসাদীর্ণ বাংলাদেশে মৃত বেড়ে ২৫
জামাত নেতা কাদের মোল্লার ফাঁসিকে ঘিরে অশান্তি অব্যাহত বাংলাদেশে। রবিবার পর্যন্ত সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫। শনিবার ১৯৭১-এর শহিদদের স্মরণসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামাতের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘ আমরা অনেক ধৈর্য দেখিয়েছি। আর সহ্য করব না। দেশের মানুষ ও সরকার জানে কী ভাবে প্রত্যুত্তর দিতে হয়।’’ জামাতকে উস্কানি দেওয়ার অভিযোগে তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রধান খালেদা জিয়াকেও এক হাত নেন তিনি।
হাসিনার এই বক্তব্যের পরই রবিবার আবার দেশজুড়ে বনধের ডাক দেয় জামাত। কাদের মোল্লার ফাঁসিতে সরব জামাত সমর্থকদের তাণ্ডবে এ দিন সকালে ফের উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ।
জামাত সমর্থকদের বিক্ষোভ। ছবি: এএফপি।
প্রশাসন সূত্রে খবর, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর পাবনার বাড়িতে পেট্রোল বোমা ছোড়ে জামাত সমর্থকরা। আগুন ধরিয়ে দেয় বাড়িতে। চাঁদপুরে একটি যাত্রীবাহি বাস-সহ তিনটি গাড়িতে লুঠপাট চালিয়ে আগুন ধরিয়ে দেয় তারা। পাশাপাশি, লালমনিরহাটে জামাত-পুলিশ সংঘর্ষে মৃত্যু হয়েছে ২ জনের। পুলিশ সূত্রে খবর, এ দিন সকালে জামাত সমর্থকরা পুলিশ শিবিরের উপর হামলা চালায়। দু’পক্ষের সংঘর্ষে আহত হন বেশ কয়েক জন।
নীলফামারিতে জামাত সমর্থকদের হামলায় মৃত্যু হয় দুই আওয়ামি লিগ সমর্থকের। অল্পের জন্য রক্ষা পান প্রখ্যাত অভিনেতা আসাদুজ্জামান নুর। পরে পুলিশ ও বিজিবি-র জওয়ানরা তাঁকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান।
এ দিন সকালে রংপুরে ২৫২ ফুট রেললাইন উপড়ে ফেলায় লাইনচ্যুত হয় একটি ট্রেন। পাশাপাশি, রংপুর থেকে ঢাকা ট্রেন পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে।
এফবিসিসিআই-এর বিক্ষোভ প্রদর্শন। ছবি: এএফপি।
দেশজুড়ে চলতে থাকা হিংসা ও জামাতের ডাকা বনধের প্রতিবাদে রবিবার সকাল ১১টা নাগাদ বিক্ষোভ প্রদর্শন করে ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। সংগঠনের সভাপতি কাজী আক্রমউদ্দিন আহমেদ বলেন, ‘‘বর্তমান পরিস্থিতি নিয়ে আওয়ামি লিগ এবং বিএনপি-র কাছে স্মারকলিপি পাঠানো হয়েছে। যত ক্ষণ না দেশে শান্তি ফিরছে আমাদের বিক্ষোভ চলবে।’’ তিনি আরও জনান, দেশে হিংসার কারণে অন্তর্বাণিজ্য ও বহির্বাণিজ্য ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে।
রাজনৈতিক হিংসাত্মক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ব্যাঙ্কগুলির সুষ্ঠু পরিষেবা ও নিরাপত্তা জোরদার করার জন্য এ দিন পুলিশকে চিঠি দেয় বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। আওয়ামি লিগ ও এর সহযোগী সংগঠনগুলিকে যৌথ সভায় আহ্বান জানিয়ে লিগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম বলেন,‘‘ আগামিকাল বিজয় দিবসের দিন। এ দিন সবাইকে শপথ নিতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করতে হবে। একটা আঘাত করলে পাল্টা জবাব দিতে হবে।’’

শেষকৃত্য সম্পন্ন নেলসন ম্যান্ডেলার
রবিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল দক্ষিণ আফ্রিকার প্রাক্তন প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার। এ দিন সকালে পুলিশ ও সেনা কনভয়ের মাধ্যমে তাঁর মরদেহ নিয়ে আসা হয় শৈশবের গ্রাম কুনুতে। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী ও মেয়ে। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় হাজির ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিক গ্যাসপার্ড, ব্রিটেনের রাজপুত্র চার্লস, জিম্বাবোয়ের প্রধানমন্ত্রী-সহ দেশ-বিদেশের প্রায় ৫ হাজার প্রতিনিধি। পাশাপাশি, অগণিত সাধারণ মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানান।
সেনাবাহিনীর শ্রদ্ধাজ্ঞাপন। ছবি: এএফপি।
আফ্রিকার বর্তমান প্রেসিডেন্ট জ্যাকব জুমা বলেন, ‘‘ ম্যান্ডেলা ছিলেন বিচক্ষণতা ও শক্তির স্তম্ভ। ৯৫ বছর আগে শুরু হওয়া এক অনন্যসাধারণ যাত্রার অবসান হল আজ।’’
গত ৫ ডিসেম্বর জোহানেসবার্গের বাড়িতে মৃত্যু হয় ম্যান্ডেলার। তাঁর মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে আসে।

কবাডি বিশ্বকাপ জিতল ভারতীয় পুরুষ দল
মহিলা দলের সাফল্যের পর এ বার কবাডি বিশ্বকাপ নিজেদের দখলে রাখল ভারতীয় পুরুষ দল। শনিবার রাতে লুধিয়ানার গুরু নানক স্টেডিয়ামে কবাডির ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। খেলার শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই চলে দু’দলের মধ্যে। প্রথমার্ধের শেষে রুদ্ধশ্বাস ২৩-২১ পয়েন্টে এগিয়ে যায় ভারত। দ্বিতীয়ার্ধের শুরুতেই পাকিস্তান খেলা নিজেদের দখলে আনে। চার পয়েন্টে এগিয়ে যায় তারা।
কবাডি বিশ্বকাপ হাতে ভারতীয় দল। ছবি: এএফপি।
কিন্তু ম্যাচ যত এগোতে থাকে ভারতের আক্রমণে নাস্তানাবুদ হয়ে পড়ে পাক দল। ম্যাচ ৪৮-৩৯ পয়েন্টে জিতে নেয় ভারত। এই নিয়ে চতুর্থবার কবাডি বিশ্বকাপ নিজেদের দখলে রাখল পুরুষ দল।
ফাইনাল খেলা দেখতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ, পঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিংহ বাদল ও উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিংহ বাদল।

রঞ্জিতে ৬ পয়েন্ট পাওয়ার আশা জিইয়ে রাখল বাংলা
লক্ষ্মীরতন শুক্লর শতরানে ভর করে ইডেনে রঞ্জি ম্যাচে উত্তরপ্রদেশের বিরুদ্ধে ঘুরে দাঁড়াল বাংলা। প্রথম ইনিংসে ৭২ রানের লিড নিল বাংলা। ফলে এই ম্যাচ থেকে ৬ পয়েন্ট পাওয়ার আশাও জিইয়ে রাখলেন বাংলার ক্রিকেটাররা।
দিনের শেষে ২২ রানে পিছিয়ে রয়েছে উত্তরপ্রদেশ। দিন্দা ও সৌরভ সরকারের সৌজন্যে ৩ উইকেট হারিয়ে ৫০ রান তুলেছে তারা। ক্রিজে রয়েছেন মুকুল দাগর ও প্রশান্ত গুপ্ত।

লক্ষ্মীর শটে আহত উত্তরপ্রদেশ চাওলা। ছবি: পিটিআই।
আজ সকালে প্রথম এক ঘণ্টা ছাড়া পুরো সময়ই দাপট দেখাল বাংলা। ১১৯ বলে ১১৭ রানের ঝোড়ো ইনিংস খেলে বাংলার হাল ধরেন লক্ষ্মী। অমিত মিশ্রের বলে বোল্ড হওয়ার আগে তাঁকে যোগ্য সঙ্গত করেন সুদীপ চট্টোপাধ্যায় (৬৬ রান)। প্রথম ইনিংসে উত্তরপ্রদেশের হয়ে পাঁচ উইকেট নিলেন আর পি সিংহ। এর আগে ৫০ রানে ৪ উইকেট হারিয়ে বেকায়দায় পড়েছিল বাংলা। কিন্তু সুদীপের সঙ্গে যুগলবন্দিতে বাংলাকে ম্যাচে ফেরান অধিনায়ক লক্ষ্মীরতন।

সংক্ষিপ্ত স্তোর

উত্তরপ্রদেশ ২১২ ও ৫০/৩ (দিন্দা ২-৩৬)
বাংলা ২৮৪ (লক্ষ্মী ১১৭, সুদীপ ৬৬, আর পি সিংহ ৫-৭৭)

মোদীর দৌড়ে কলকাতায় স্মৃতি
দেশের অন্যান্য রাজ্যের মতোই পশ্চিমবঙ্গেও রবিবার সকাল ৮টায় বিজেপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর আহূত কর্মসূচি ‘একতার জন্য দৌড়’ (রান ফর ইউনিটি) পালিত হল। বিজেপি-র রাজ্যসভা সাংসদ তথা অভিনেত্রী স্মৃতি ইরানি, দলের রাজ্য সভাপতি রাহুল সিংহ, প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়, শমীক ভট্টাচার্য, জর্জ বেকার প্রমুখের নেতৃত্বে এ দিন কলকাতার শ্যামবাজার মোড় থেকে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত ওই দৌড় হয়েছে। মাওবাদী সন্দেহে ধৃত এবং পরে জামিনে মুক্ত শিলাদিত্য চৌধুরীও ওই দৌড়ে ছিলেন।
শ্যামবাজার মোড়ে বিজেপি-র শীর্ষ নেতাদের সঙ্গে স্মৃতি ইরানির ‘একতার জন্য দৌড়’। ছবি: সুদীপ্ত ভৌমিক।
রাজনৈতিক শিবিরের একাংশের বক্তব্য, ওই কর্মসূচির উদ্দেশ্য আগামী বছরের লোকসভা ভোটের আগে জনসংযোগ এবং দলকে চাঙ্গা করা। স্মৃতির বক্তব্য, “এত বড় একটা কর্মসূচির জন্য ভারতের নাম উঠবে গিনেস বুকে।” এ দিন কলকাতার দৌড়ে দলের বাইরেরও বহু তরুণ-তরুণী যোগ দিয়েছিলেন বলে রাহুলের দাবি। তাঁর কথায়, “ওই তরুণ-তরুণীরা স্বতঃস্ফূর্ত ভাবে দৌড়ের সময় এবং স্থান জেনে নিয়ে চলে এসেছিলেন। দৌড়নোর সময় তাঁদের মুখে ছিল কেবল মোদী-মোদী ধ্বনি। এটা ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত।”

অস্তিত্ব জানান দিতে শহরে আপ মিছিল
দিল্লির সাফল্যের পর কলকাতায় নিজেদের অস্তিত্ব জানাতে রবিবার কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করল আম আদমি পার্টি (আপ)। এ রাজ্যে আপ-এর কোনও চূড়ান্ত সাংগঠনিক কাঠামো এখনও গড়ে ওঠেনি। নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত নেতাও কেউ নেই। একটি অ্যাড হক কমিটি আছে। যার সদস্য সাত জন। এ দিন কলকাতা, হাওড়া, রিষড়া, হিন্দ মোটর, ব্যারাকপুর, বর্ধমান, আসানসোল, খড়্গপুর প্রভৃতি জায়গা থেকে জাতীয় পতাকা এবং ঝাড়ু নিয়ে যে শ’খানেক মানুষ আপ-এর মিছিলে যোগ দেন, তাঁরা মূলত এসএমএস-এ কর্মসূচিটির খবর পেয়েছিলেন। তাঁদের বক্তব্য, দুর্নীতিমুক্ত ভারত গড়তে তাঁরা পথে নেমেছেন। যদিও কী উপায়ে তা সম্ভব, সেই দিশা দেখাতে পারেননি তাঁরা।
ধর্মতলায় আপ-এর মিছিল। ছবি তুলেছেন সুমন বল্লভ।
এ রাজ্যের সারদা কেলেঙ্কারি নিয়ে প্রশ্নের জবাবে তাঁরা জানান, ও রকম নির্দিষ্ট ঘটনায় দলের কোনও বক্তব্য নেই। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের বাংলা স্নাতকোত্তরের ছাত্রী বর্ণা রায় বলেন, “এ রাজ্যের সরকারের একাংশে দুর্নীতি ঢুকেছে।” তখনই তাঁর সহযোদ্ধাদের একাংশ সমস্বরে বলে, আপ কোনও সরকারের বিরুদ্ধে নয়। শিয়ালদহ এবং হাওড়া স্টেশনে বিনামূল্যের শৌচাগার ব্যবহার করলেও পয়সা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করে মিছিলে অংশগ্রহণকারীরা জানান, তাঁরা এর বিরুদ্ধে সরব হয়েছেন।

মরসুমের শীতলতম রাত শ্রীনগরে
তাপমাত্রার পারদ ক্রমশ নামছে কাশ্মীর উপত্যকায়। হাড় হিম করা ঠান্ডায় শনিবার এ মরসুমের শীতলতম রাত ছিল শ্রীনগরে। মৌসম ভবন সূত্রে খবর, শনিবার রাতে এখানকার তাপমাত্রা ছিল হিমাঙ্কের ৩.৮ ডিগ্রি নীচে। গত চার দিন ধরে নিম্নতম তাপমাত্রায় রেকর্ড করে চলেছে শ্রীনগর। প্রবল ঠান্ডায় জমে গিয়েছে ডাল লেক। মৌসম ভবন আরও জানিয়েছে, আগামী কয়েক দিনে কাশ্মীর ও লাদাখে ঠান্ডা কমার কোনও সম্ভাবনা নেই।
স্থান তাপমাত্রা (হিমাঙ্কের নীচে)
পহেলগাঁও ৫.৮
কাশ্মীর ৪.৮
শ্রীনগর ৩.৮
গুলমার্গ ০.২

প্রয়াত কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সিসরাম ওলা
প্রয়াত প্রবীণ কংগ্রেস নেতা ও কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সিসরাম ওলা। রবিবার ভোরে গুড়গাঁওয়ের হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬। মল্লিকার্জুন খারগে-র পর এ বছরের জুন মাসে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের দায়িত্ব পান। প্রবীণ এই নেতা রাজস্থানের জাঠ অধ্যুষিত ঝুনঝুনু কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে পাঁচ বার সাংসদ নির্বাচিত হন।
১৯২৭ সালের ৩০ জুলাইয়ে জন্ম সিসরাম ওলার। এই কংগ্রেস নেতা রাজস্থানের বিধায়ক ও মন্ত্রিসভার সদস্য ছিলেন। ১৯৯৬-’৯৮ পর্যন্ত তিনি রাজ্য প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। সমাজসেবামূলক কাজের জন্য ১৯৬৮ সালে তিনি ‘পদ্মশ্রী’ পান।

অসমে জঙ্গি হানায় হত ব্যবসায়ী, আহত অনেকে
জঙ্গি হামলায় নিহত হলেন এক ব্যবসায়ী। আহত হয়েছেন কয়েক জন। আজ দুপুরে ঘটনাটি ঘটে কোকরাঝাড়ের কাজিগাঁওয়ের মোলানডুবি বাজারে।
পুলিশ জানিয়েছে, দুপুর ২টো নাগাদ মোটরসাইকেলে চেপে প্রত্যন্ত ওই এলাকায় হামলা করে এনডিএফবি (সংবিজিৎ) গোষ্ঠীর জঙ্গিরা। সেখানে পৌঁছেই গ্রেনেড ছোঁড়ে তারা। আতঙ্কে পালাতে থাকেন এলাকার লোকজন। এলোপাথারি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। মোকলেব আলি নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গ্রেনেড বিস্ফোরণ, গুলিতে আহত হন কয়েকজন গ্রামবাসী। ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছয়। ততক্ষণে চম্পট দেয় জঙ্গিরা।

তৃতীয় টেস্টেই অ্যাসেজ হারানোর মুখে ইংল্যান্ড
পারথে তৃতীয় টেস্টেই অ্যাসেজ হারানোর পথে ইংল্যান্ড। প্রথম দু’টি টেস্টে বিশ্রী ভাবে হারার পর এই টেস্টেও বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে কুক-বাহিনী। তৃতীয় দিনের শেষে ৭ উইকেট হাতে নিয়ে ৩৬৯ রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া। ফলে এই টেস্টেই সিরিজ হারানোর দিকে এগোচ্ছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে মাত্র ৬১ রানে ৬ উইকেট হারিয়ে ১৩৪ রানে পিছিয়ে থাকায় এমনিতেই বেকায়দায় ছিল কুক-বাহিনী। এর উপর আজ দ্বিতীয় ইনিংসে ডেভিড ওয়ার্নারের দাপুটে ব্যাটিংয়ে আরও পিছিয়ে পড়ল তারা। ১৮৭ বলে ১১২ রানের (১৭x৪, ২x৬) দুরন্ত ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে চালকের আসেন নিয়ে এলেন তিনি।

শতরানের উল্লাস। পারথে ওয়ার্নারের দৌড়। ছবি: রয়টার্স।
গোদের উপর বিষফোঁড়া, স্টুয়ার্ট ব্রডের পায়ের চোট। এর ফলে আজ মাঠেই নামতে পারেননি ব্রড। তাঁর স্ক্যান রিপোর্টে যদি চিড় ধরা পড়ে তবে সিরিজের বাকি ম্যাচেও অনিশ্চিত হয়ে পড়বে তাঁর মাঠে নামা। ফলে দুশ্চিন্তা যে পিছু ছাড়ছে না ইংল্যন্ডের, তা বলাই বাহুল্য।

সংক্ষিপ্ত স্তোর

অস্ট্রেলিয়া ৩৮৫ ও ২৩৫/৫ (৭০ ওভার, ওয়ার্নার ১১২, রজারস ৫৪)
ইংল্যান্ড ২৫১



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.