টাটকা খবর |
সুপ্রিম কোর্টের রায়ে সমকামিতা ফের অপরাধের তালিকায় |
সংবাদ সংস্থা |
সমলিঙ্গে যৌনসম্পর্ক অপরাধ, ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারাকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট বুধবার একটি রায়ে এমনটাই জানাল। ২০০৯ সালে দিল্লি হাইকোর্টের দেওয়া একটি রায়ে বলা হয়েছিল ৩৭৭ ধারা তার বর্তমান চেহারায় নাগরিকের মৌলিক অধিকারের পরিপন্থী। সেই রায়ে আরও বলা হয়, অসাম্যের উপর প্রতিষ্ঠিত এই আইন ব্যক্তির পূর্ণতার পথে অন্তরায়। এই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে বেশ কিছু সামাজিক ও ধর্মীয় সংগঠনের তরফ থেকে আবেদন করা হয়। দীর্ঘ শুনানির পর এ দিন দিল্লি হাইকোর্টের সেই রায়কে খারিজ করল সুপ্রিম কোর্ট।
এ দিন বিচারপতি জি এস সিংভি এবং বিচারপতি এস জে মুখোপাধ্যায়ের বেঞ্চ জানিয়েছে, ৩৭৭ ধারা অনুযায়ী ‘প্রকৃতির নিয়মবিরুদ্ধ’ যে কোনও রকম যৌন সংসর্গই অপরাধ। আইনে আলাদা করে সমকামিতাকে বেআইনি বলা হয়নি। কিন্তু সংজ্ঞা অনুযায়ী সমকামীরা তার আওতায় পড়েন। দেশ জুড়ে বহু বছর ধরে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই আইন সংশোধন করার দাবি জানানো হচ্ছে। সে প্রসঙ্গে আদালত এ দিন জানিয়েছে, আইনসভা যদি মনে করে তবে সে ক্ষেত্রে তারা আইনের সংশোধন করতে পারে। এটা আদালতের এক্তিয়ারভুক্ত নয়।
২০০৯ সালের ২ জুলাই দিল্লি হাইকোর্টে বিচারপতি এ পি শাহ এবং বিচারপতি এস মুরলীধরের বেঞ্চ ঘোষণা করে, “যে কোনও প্রাপ্তবয়স্ক ব্যক্তি স্বেচ্ছায় যে যৌন সম্পর্কে অংশ নেবেন, তাকে অপরাধ বলে দেগে দেওয়া মানে ব্যক্তির মৌলিক অধিকার হরণ করা।” সমকামিতা কোনও মানসিক রোগ নয়, এ কথা স্পষ্ট ভাবে জানিয়েছিল দিল্লি হাইকোর্ট। ওই রায়ে ৩৭৭ ধারায় ‘প্রকৃতি বিরুদ্ধ’ যৌনাচার অপরাধ হলেও সেই তালিকা থেকে সমকামীদের বাদ দেওয়া হয়। দীর্ঘ আট বছর ধরে চলা ওই মামলার রায় শোনার পর দেশের বিভিন্ন সমকামী সংগঠনগুলি আনন্দের জোয়ারে ভেসেছিল। কিন্তু রায়ের বিরোধিতায় সরব হয়েছিল বিভিন্ন ধর্মীয় সংগঠন। অসন্তুষ্ট হয়েছিলেন হিন্দু-মুসলিম-খ্রিস্টান-শিখ ধর্মগুরুরা। এমনকী, বিজেপি ও সমাজবাদী পার্টির কিছু নেতা এই রায়ের বিরুদ্ধে মতামত জানিয়েছিলেন। সুপ্রিম কোর্টে রায়ের বিরুদ্ধে আবেদন জমা পড়ে। শুরু হয় শুনানি। এ দিন তার রায় শোনায় আদালত। |
|
সুপ্রিম কোর্টের রায়ের প্রতিবাদে বুধবার মুম্বইয়ে বিক্ষোভ। ছবি: এএফপি। |
রায় ঘোষণার পর আদালতে উপস্থিত বিভিন্ন সমকামী সংগঠনের সদস্যরা জানিয়েছেন, এই রায় তাঁদের বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছে। এলজিবিটিদের (লেসবিয়ান গে বাই সেক্সুয়াল ট্রান্সজেন্ডার) অপমান করার অধিকার কারও নেই বলে তাঁরা ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ নম্বর ধারা সংশোধনের দাবি জানিয়েছেন। ১৮৬০ সালে লর্ড মেকলের তৈরি ওই আইনে বলা হয়েছে, ‘প্রকৃতির নিয়মবিরুদ্ধ’ যে কোনও যৌন সংসর্গের অপরাধে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত শাস্তি হতে পারে।
|
সমকামিতা: আদালতনামা |
২০০১: সমকামিতাকে ‘অপরাধ’মুক্ত করতে জনস্বার্থ মামলা। |
২ সেপ্টেম্বর, ২০০৪: দিল্লি হাইকোর্টে এই মামলা খারিজ। ফের বিবেচনা করার আর্জি। |
৩ নভেম্বর, ২০০৪: হাইকোর্টে আবেদন খারিজ। |
ডিসেম্বর, ২০০৪: সুপ্রিম কোর্টের দ্বারস্থ সমকামীদের সংগঠন। |
৩ এপ্রিল, ২০০৬: হাইকোর্টে ফের মামলা শুরুর নির্দেশ শীর্ষ আদালতের। |
১৮ সেপ্টেম্বর, ২০০৮: দিল্লি হাইকোর্টে ফের শুরু শুনানি। |
২৬ সেপ্টেম্বর, ২০০৮: কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আদালতে সমকামিতাকে বিকৃত মনের পরিচয় হিসেবে বর্ণনা করা হয়। |
২ জুলাই, ২০০৯: সমকামিতাকে ‘অপরাধ’মুক্ত ঘোষণা দিল্লি হাইকোর্টের। |
২০০৯: দিল্লি হাইকোর্টের রায় নিয়ে ফের মামলা সুপ্রিম কোর্টে। |
২৩ ফেব্রুয়ারি ২০১২: কেন্দ্রের তরফে দু’বার দু’রকম বিবৃতি দেওয়ায় ভর্ৎসনা আদালতের। |
২৮ ফেব্রুয়ারি ২০১২: স্বরাষ্ট্র মন্ত্রক আদালতে জানায়, সমকামিতাকে অপরাধের তালিকা থেকে বাদ দিতে কেন্দ্রের কোনও আপত্তি নেই। |
১১ ডিসেম্বর ২০১৩: ‘প্রকৃতির নিয়মবিরুদ্ধ’ যে কোনও রকম যৌন সংসর্গই অপরাধ। সমকামিতা তার বাইরে নয়, জানাল সুপ্রিম কোর্ট। |
|
ভারত-দক্ষিণ আফ্রিকার তৃতীয় একদিনের ম্যাচ: সেঞ্চুরিয়ন
নিজস্ব সংবাদদাতা
|
প্রথম দু’টি একদিনের ম্যাচ হেরে ইতিমধ্যেই সিরিজ হেরে গিয়েছে ভারত। সেঞ্চুরিয়নে নিয়মরক্ষার ম্যাচ ভারতের কাছে তাই কিছুটা সম্মানরক্ষার ম্যাচও বটে। দু’দলই বেশ কয়েকটি খেলোয়াড় বদল করে খেলতে নামে। টসে জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। মাত্র ২২ রানের মাথায় প্রথম উইকেটের পতন হয়। প্রথম দু’টি ম্যাচে রানের মধ্যে থাকা হাশিম আমলা ১৩ রান করে সামির বলে স্কোয়ার লেগে যুবরাজের হাতে সহজ ক্যাচ দিয়ে ফেরেন। তিন নম্বরে খেলতে নামা ডেভিসও এক রানে আউট হন। ইশান্ত শর্মার বলে দ্বিতীয় স্লিপে অসাধারণ ক্যাচ নিয়ে তাঁকে প্যাভিলিয়নের রাস্তা দেখান রায়না। একই ওভারে ফের রায়নার হাতে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন দুমিনি। মাত্র ৬ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা ব্যাক ফুটে চলে যায় দক্ষিণ আফ্রিকা। ২৫তম ওভারে জাডেজার বলে চার রান নেন ডে’ভিলিয়ার্স। সেই সঙ্গে দলকে এনে দেন কাঙ্খিত শতরান। ব্যক্তিগত ১০১ রানে ইশান্ত শর্মার বলে আউট হন ডি’কক। ৪২তম ওভারে উমেশ যাদবের বলে একরান নিয়ে শতরান পূরণ করেন অধিনায়ক ডে’ভিলিয়ার্স। ব্যক্তিগত ১০৯ রানে যাদবের বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরেন ডে’ভিলিয়ার্স। ৪৭তম ওভারে ইশান্তের বলে যাদবের হাতে ক্যাচ তুলে ৬ রানে আউট হন ম্যাকলারেন। ৫০তম ওভারে পার্নেল ও ফিলান্ডারের উইকেট তুলে নেন শামি। এ দিন চার উইকেট নেন ইশান্ত ও তিন উইকেট নেন শামি।
|
দক্ষিণ আফ্রিকা |
সংক্ষিপ্ত স্কোর: ৩০১/৮
ওভার: ৫০
ডেভিড মিলার ৩৪, পার্নেল ১ |
|
নরেন দে-র উপর আক্রমণের ঘটনায় ফের উত্তাল বিধানসভা |
নিজস্ব সংবাদদাতা |
|
আহত নরেন দে |
|
সূর্যকান্ত মিশ্র |
প্রাক্তন মন্ত্রী নরেন দে-র উপর হামলার ঘটনায় টানা তৃতীয় দিন উত্তাল হল বিধানসভা। ওই ঘটনায় সরকার পক্ষের কোনও মন্ত্রীর বিবৃতি দাবি করে বুধবার সকাল থেকে ফের সরব হয়েছিলেন বাম বিধায়কেরা। সরকার পক্ষ অবশ্য তাঁদের সেই দাবি মানেনি। তাঁদের কথা বলতে না দেওয়ার অভিযোগের পাশাপাশি এ দিন প্রাক্তন মন্ত্রীর চিকিৎসা নিয়েও গুরুতর অভিযোগ এনেছেন বিধানসভার বিরোধী দলনেতা তথা চিকিৎসক সূর্যকান্ত মিশ্র। বিধানসভায় বলার সুযোগ না পেলেও অধিবেশন কক্ষের বাইরে সূর্যবাবু এ দিন অভিযোগ করেন, “এর আগে দুই বিধায়ক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় এবং দেবলীনা হেমব্রমের চিকিৎসার দায়িত্ব যেমন সরকারি হাসপাতাল নিতে চায়নি, তার পুনরাবৃত্তি হয়েছে নরেনবাবুর ক্ষেত্রেও। তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার জন্য চাপও দেওয়া হয়েছে। জোর করে লিখে দেওয়া হয়েছে ডিসচার্জ সার্টিফিকেট। এমনকী, নরেনবাবুর হাতের হাড় ভেঙেছে, সে কথাও হাসপাতালের মেডিক্যাল রিপোর্টে উল্লেখ করা হয়নি।”
মঙ্গলবারই পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কটাক্ষ করেছিলেন, কেন নরেনবাবুকে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতাল থেকে কলকাতার বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হল! তারই জবাবে এ দিন চিকিৎসায় গাফিলতির অভিযোগ-সহ পাল্টা বক্তব্য জানিয়েছেন সূর্যকান্তবাবু।
|
সোনা সমেত ধৃত দুই বিমানযাত্রী |
নিজস্ব সংবাদদাতা |
|
উদ্ধার হওয়া সোনা।—নিজস্ব চিত্র। |
লুকিয়ে সোনা আনতে গিয়ে আরও দুই বিমানযাত্রী ধরা পড়ে গেলেন কলকাতায়। ব্যাংকক থেকে দুই বিমানযাত্রী যে সঙ্গে সোনা আনছেন তা আগে থেকে জেনে গিয়েছিলেন কলকাতা বিমানবন্দরের শুল্ক অফিসারেরা। মঙ্গলবার গভীর রাতে তাই এয়ারওয়েজের উড়ানে দিল্লির বাসিন্দা ওই দুই যাত্রী কামরুদ্দিন এবং সাবির আহমেদ কলকাতায় নামার পরে শুরু হয় তল্লাশি। দেখা যায়, তাঁদের সঙ্গের ট্রলি ব্যাগের তলায় আঠা দিয়ে সাঁটা রয়েছে প্রায় দেড় কিলোগ্রাম ওজনের মোট ছ’টি সোনার বার। বাজেয়াপ্ত হওয়া সোনার বাজার দর প্রায় ৪৮ লক্ষ টাকা বলে জানিয়েছেন শুল্ক অফিসারেরা।
|
কাদের মোল্লার ফাঁসি নিয়ে ফের শুনানি কাল |
সংবাদ সংস্থা |
ফাঁসির দড়ি থেকে আরও একটি দিনের জন্য রেহাই। বুধবার সকালে বাংলাদেশের সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি মহম্মদ মোজাম্মেল হোসেনের এজলাসে যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির আদেশের শুনানি পিছিয়ে গেল বৃহস্পতিবার পর্যন্ত। এ দিন সকাল সাড়ে ১০টায় ফাঁসির স্থগিতাদেশ নিয়ে শুনানি শুরু হয়। রায় পুনর্বিবেচনার আবেদন কতটা গ্রহণযোগ্য তা নিয়ে শুনানি হয় সকাল সাড়ে ১১টায়। প্রধান বিচারপতির নেতৃত্বে যে বেঞ্চ কাদের মোল্লার ফাঁসির রায় দিয়েছিল, সেই বিচারপতিরা এ দিনের শুনানিতে অংশ নেন। প্রধান বিচারপতি জানান, শুনানি শেষ না হওয়া পর্যন্ত ফাঁসির উপর স্থগিতাদেশ বজায় থাকবে।
|
শীতে জবুথবু ভূস্বর্গ |
সংবাদ সংস্থা |
সমতল হাপিত্যেস করে বসে আছে একটুখানি ঠান্ডার আশায়। অন্য দিকে, শীতে কাবু ভূস্বর্গ কাশ্মীর। বৃষ্টি বা তুষারপাত না হলেও একমাস যাবত্ই সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে শূন্য ডিগ্রির আশেপাশে।
পর্যটকের প্রিয় গন্তব্য গুলমার্গে অক্টোবরের শেষ থেকেই বরফ পড়া শুরু হয়েছে। |
পারদের ওঠানামা |
জায়গা |
মঙ্গলবার রাত |
সোমবার রাত |
শ্রীনগর |
-১.৪ ডিগ্রি |
-২.১ ডিগ্রি |
পহেলগাঁও |
-৪.৫ ডিগ্রি |
-৪ ডিগ্রি |
কুপওয়ারা |
-১.৮ ডিগ্রি |
-২.০ ডিগ্রি |
লেহ |
-১১.৪ ডিগ্রি |
-৯.৫ ডিগ্রি |
কার্গিল |
-৪.৮ ডিগ্রি |
-৩.২ ডিগ্রি |
|
আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার রাতে শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমে যায় হিমাঙ্কের ১.৪ ডিগ্রি নীচে। পহেলগাঁওতে পারদ নেমেছে হিমাঙ্কের সাড়ে চার ডিগ্রির নীচে।
রাজ্যের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে লেহ-তে। সেখানে তাপমাত্রা ঘোরাফেরা করছে হিমাঙ্কের থেকে সাড়ে এগারো ডিগ্রির নীচে। কার্গিলে পারদ নেমেছে হিমাঙ্কের ৪.৮ ডিগ্রি নীচে। আবহাওয়া দফতর জানিয়েছে এই রকম শুকনো আবহাওয়া থাকবে আরও বেশ কয়েক দিন।
|
হাওড়ায় শপথগ্রহণ |
নিজস্ব সংবাদদাতা |
|
কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে হাওড়ার
নবনির্বাচিত মেয়র রথীন চক্রবর্তী। ছবি: দীপঙ্কর মজুমদার। |
প্রত্যাশা মতোই বুধবার হাওড়া পুরসভার মেয়র হিসেবে নির্বাচিত হলেন রথীন চক্রবর্তী। এ দিন বেলা একটা নাগাদ নবনির্বাচিত প্রতিনিধিদের শপথগ্রহণ অনুষ্ঠান হয় হাওড়ার শরত্ সদনে। চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন অরবিন্দ গুহ। ৫০ কাউন্সিলরের মধ্যে এ দিনের অনুষ্ঠানে হাজির ছিলেন ৪২ জন। বামেদের তরফে আগেই এই অনুষ্ঠান বয়কটের কথা ঘোষণা করা হয়েছিল। হাওড়া পুরসভা গঠনের পর ১৯৮৪ থেকে ২০০৮— এই ছ’বারের নির্বাচনে ক্ষমতা বামেদের দখলে থাকলেও গত ২৫ নভেম্বর বেরনো ফলে দেখা যায়, ৫০টি আসনের মধ্যে তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ৪১টি আসন পেয়েছে।
|
বিধায়ক পদে ইস্তফা অজয়ের |
নিজস্ব সংবাদদাতা |
দল বদলের পর শেষ পর্যন্ত বিধায়ক পদে ইস্তফা দিলেন শান্তিপুরের অজয় দে। সম্প্রতি তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। তখনই অজয়বাবু জানিয়েছিলেন, দল পাল্টানোর পর পরই তিনি বিধায়ক পদও ছেড়ে দিতে চান। তবে তিনি নিজে থেকে না ছাড়লে কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে দলত্যাগ-বিরোধী আইনে অজয়বাবুর বিধায়ক পদ খারিজ হয়ে যেতে পারে। বুধবার অজয়বাবুই বিধানসভার স্পিকারের কাছে নিজের ইস্তফাপত্র জমা দিয়েছেন। তাঁর বক্তব্য, “আমি নৈতিকতার রাজনীতিতে বিশ্বাস করি। কংগ্রেসের হয়ে ভোটে জিতে বিধায়ক হয়েছিলাম। এখন কংগ্রেস ছেড়ে দিয়েছি, তাই আবার নতুন করে মানুষের আশীর্বাদ নেব।” অজয়বাবুর ইস্তফার ফলে শান্তিপুর বিধানসভা কেন্দ্রে ছ’মাসের মধ্যে উপনির্বাচন হবে।
|
হাওড়ার জগাছায় উদ্ধার স্বর্ণমুদ্রা |
নিজস্ব সংবাদদাতা |
|
উদ্ধার হওয়া টাকা ও স্বর্ণমুদ্রা।—নিজস্ব চিত্র। |
হাওড়ার জগাছা থানার মৌখালিতে ডাকাতির অভিযোগে ধৃত এক ব্যক্তির বাড়ি থেকে প্রায় সাড়ে ছ’লাখ টাকা-সহ ৩১টি স্বর্ণমুদ্রা উদ্ধার করে পুলিশ। ধৃত ওই ব্যক্তির নাম শেখ বাদশা (২৫)। ডাকাতির চেষ্টার অভিযোগে গত ৫ ডিসেম্বর বাদশাকে গ্রেফতার করা হয়। এর পর আদালত তাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। পুলিশ সূত্রে খবর, জেরার সময় বাদশা নিজেকে আন্তর্জাতিক চোরাকারবারের সঙ্গে জড়িত বলে দাবি করে। এর পর পুলিশ মঙ্গলবার রাতে বাদশাকে সঙ্গে নিয়ে তার বাড়িতে তল্লাশি চালায়। সেখানে একটি আলমারি থেকে ৬ লাখ সাড়ে ৪২ হাজার টাকা উদ্ধার হয়। ওই একই জায়গা থেকে ৩১টি স্বর্ণমুদ্রাও উদ্ধার করে পুলিশ। প্রতিটি মুদ্রায় ব্রিটেনের রাজা-রানির ছবি আছে বলে পুলিশ জানিয়েছে। মুদ্রাগুলিতে যে সাল তারিখ চিহ্নিত আছে সে সবই খ্রিস্টীয় আঠেরো শতকের। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, বাদশার সঙ্গে আন্তর্জাতিক পাচারচক্রের যোগাযোগ আছে। উদ্ধার হওয়া স্বর্ণমুদ্রা কোনও মিউজিয়াম থেকে চুরি করা কি না সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
|
কাঁকসায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
কাঁকসার আকন্দারা গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে চার জন আহত হয়েছে। জানা গিয়েছে আজ সকাল ১০টা নাগাদ বচসার সূত্রপাত হয় ১০০ দিনের কাজ নিয়ে। গ্রামের রাস্তা ও নর্দমা তৈরির কাজ চলছিল। সেখানে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে বলে অভিযোগ তোলে তৃণমূলের একটি গোষ্ঠী। অন্য দিকে, আর এক গোষ্ঠী সেই অভিযোগ অস্বীকার করে। এই নিয়ে বচসা থেকে হাতাহাতি শুরু হয় দুই গোষ্ঠীর সমর্থকদের মধ্যে। ঘটনায় দু’পক্ষের চার জন আহত হয়েছেন। তবে বিকেল পর্যন্ত কোনও পক্ষই থানায় অভিযোগ জমা দেয়নি।
|
পথ দুর্ঘটনায় মৃত ২
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
বুধবার ভোর পাঁচটা নাগাদ পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কে বেলডাঙা মোড়ে একটি মাছ বোঝাই লরি ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে দু’জনের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, এ দিন ভোরে মাছ বোঝাই লরিটি বুদবুদ থেকে ইলামবাজার যাচ্ছিল। ঘন কুশায়ার কারণে রাস্তায় দৃশ্যমানতা কম থাকায় সামনে থেকে ধেয়ে আসা ডাম্পারটি ঠিক ভাবে দেখতে পাননি লরির চালক। ফলে মুখোমুখি সংঘর্ষ হয় ডাম্পার ও লরির। ঘটনাস্থলেই বিজন ক্ষেত্রপাল (৩০) ও সঞ্জীব দাস (১৮) নামে দু’জনের মৃত্যু হয়। এঁদের দু’জনের বাড়ি বুদবুদে। দুর্ঘটনার পর থেকে ডাম্পারের চালক ও খালাসি পলাতক।
|
মাওবাদী গোষ্ঠী সংঘর্ষে মৃত ২ |
সংবাদ সংস্থা |
গয়াতে বুধবার সকালে মাওবাদীদের দু’টি গোষ্ঠীর সংঘর্ষে মৃত্যু হয়েছে দু’জনের।
স্থানীয় শেরঘাটির এসডিপিও রাজেশ কুমার জানিয়েছেন, বিহারের গয়া জেলায় ধাঙ্গাই গ্রামে এ দিন সকালে মাওবাদীদের দু’টি গোষ্ঠী সিপিআই(মাওবাদী) ও তৃতীয় প্রস্তুতি কমিটি(টিপিসি)-র মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। গোলাগলির মধ্যে দুই মাওবাদীর মৃত্যু হয়। এই ঘটনায় আহত হন বেশ কয়েক জন। পুলিশ জানিয়েছে, নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছছেন। চিরুনি তল্লাশি চলছে।
|
কাবুলে আত্মঘাতী জঙ্গি হানা |
সংবাদ সংস্থা |
ফের জঙ্গি হানার শিকার হল আফগানিস্তান। এ বারের পটভূমি কাবুল।
বুধবার সকালে কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিস্ফোরক বোঝাই চার চাকার গাড়ি নিয়ে ন্যাটো বাহিনীর কনভয়ের উপর হামলা চালায় এক আত্মঘাতী জঙ্গি। এই ঘটনায় মৃত্যু হয় ওই জঙ্গির। কিন্তু কোনও নিরাপত্তারক্ষী এই ঘটনায় হতাহত হননি।
ন্যাটোর মুখপাত্র লেফ্টেন্যান্ট কর্নেল লাতোন্দ্রা কিনলেও এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। কাবুল পুলিশ জানিয়েছে অনুপ্রবেশের উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়।
|
জেল হেফাজতে তেজপাল |
সংবাদ সংস্থা |
বুধবার তহেলকার প্রাক্তন প্রধান সম্পাদক তরুণ তেজপালকে ১২ দিনের জেল হেফাজতে পাঠাল আদালত। সহকর্মীকে ধর্ষণের মামলায় গত ৩০ নভেম্বর তেজপালকে গ্রেফতার করে গোয়া পুলিশ। এর পর আদালত তাঁর ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। এ দিন সেই হেফাজতের মেয়াদ শেষ হয়। তেজপালের বর্তমান ঠিকানা পানজিমের পুলিশ লকআপ, এ দিনের নির্দেশের পর তাঁকে ভাস্কো-র সাডা সাব-জেলে নিয়ে যাওয়া হবে। |
|