দিনভর গ্রামে ঢুকে তাণ্ডব চালানোর পরে ঘুমপাড়ানি গুলিতে মারা গেল একটি দলছুট বাইসন। শনিবার ডুয়ার্সের কাঠালগুড়ি চা বাগানের ঘটনা। বাইসনের হামলায় ৪ চা শ্রমিক জখম হয়েছেন। জখম দুই শ্রমিককে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। এ দিন, সকাল আটটা নাগাদ বাগানের স্বর্ণ ডিপা লাইনের শ্রমিকরা বাইসনটিকে বস্তিতে দেখেন আতঙ্কিত হয়ে পড়ে। বাইসন তাড়াতে টিন পেটাতে শুরু করলে উল্টে বাইসনটি খেপে যায় বলে বনকর্মীরা জানিয়েছেন। বাইসনটিকে জঙ্গলে ফেরাতে ব্যর্থ বলে অভিযোগ করে বনকর্মীদের ঘিরে বিক্ষোভও দেখান বাসিন্দারা। জলপাইগুড়ির ডিএফও সুমিতা ঘটক বলেন, “ঘুমপাড়ানিগুলি ছোঁড়ার সম্ভবত পর হৃদরোগে আক্রান্ত হয়ে বাইসনটির মৃত্যু হয়েছে। জখম সরকারি হাসপাতালে চিকিসাধীনদের খরচ বন দফতরের থেকে দেওয়া হবে।” |
স্কুলপড়ুয়াদের হাতে গাছের চারা তুলে দিল পরিবেশ দফতর।
শনিবার, সল্টলেকের সেন্ট্রাল পার্কে। ছবি: শৌভিক দে। |
শীত পড়তেই শুরু হয়েছে পরিযায়ীদের আনাগোনা।
দুর্গাপুরে দামোদরে বিকাশ মশানের তোলা ছবি। |