পাক প্রধানমন্ত্রীর কথার ভুল ব্যাখ্যা, সাসপেন্ড ৩
সংবাদ সংস্থা • ইসলামাবাদ |
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কথাকে ভুল ব্যাখ্যা করার অপরাধে সাসপেন্ড করা হল পাক-অধিকৃত কাশ্মীরের তিন আধিকারিককে। সম্প্রতি পাকিস্তানের প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট (পিআইডি) জাতীয় সংবাদমাধ্যমের হাতে নওয়াজ শরিফের একটি বিবৃতি তুলে দেয়। তাতে নওয়াজ শরিফ বলেছিলেন, কাশ্মীর সমস্যার দ্রুত সমাধান না হলে ভারত এবং পাকিস্তানের মধ্যে চতুর্থ বার যুদ্ধ হতে পারে। তা সম্প্রচারিত হওয়ার পর কড়া প্রতিক্রিয়া জানান ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহও।
|
সদস্য জর্ডন
সংবাদ সংস্থা • রাষ্ট্রপুঞ্জ |
সাধারণ সভার ১৭৮টি সদস্যরাষ্ট্রের ভোট পেয়ে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হল পশ্চিম এশিয়ার দেশ জর্ডন। সিরিয়ার গৃহযুদ্ধ এবং ইজরায়েল-প্যালেস্তাইন সমস্যার সমাধানে রাষ্ট্রপুঞ্জের ব্যর্থতার প্রতিবাদে পরিষদের অস্থায়ী সদস্যপদ গ্রহণ করতে অস্বীকার করে সৌদি আরব। আগামী দু’বছরের জন্য সেই সদস্যপদটি পেল জর্ডন। |