পায়ে শিকল, চিকিৎসার ব্যবস্থা
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
প্রায় দশ বছর ধরে পায়ে শিকলবন্দি অবস্থায় থাকা, মানসিক ভারসাম্যহীন কাজোড়ার বিধান বাদ্যকারকে হাসপাতালে পাঠাল প্রশাসন। বৃহস্পতিবার অন্ডালের বিডিও মানস পাণ্ডে জেলা হাসপাতালে নিয়ে যান বিধানকে। সঙ্গে ছিলেন অন্ডালের বিএমওএইচ ধীমান মণ্ডল ও অন্ডাল থানার ওসি তাপস পাল। বিডিও জানান, বিধানবাবুর শারীরিক পরীক্ষা করানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসা হলেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন তিনি। আপাতত বিধানবাবুকে তাঁর বাড়িতেই রাখা হবে। তবে পায়ের শিকল খুলে তাঁকে স্বাভাবিক ভাবে রাখার ব্যবস্থা করতে বলা হয়েছে পরিবারের লোকজনকে। ধীমানবাবু জানান, বেশ কয়েক দিন বিধানবাবুকে পর্যবেক্ষণে রাখা হবে। তার পরে তাঁকে বহরমপুর মানসিক হাসপাতালে ভর্তি করা হবে।
|
কেবল চুরি জামুড়িয়ায়
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
কেবল চুরি যাওয়ায় দু’দিন ধরে বিদ্যুতবিহীন হয়ে পড়ে রয়েছে জামুড়িয়ার এবিপিট এলাকা। ইসিএল কর্তৃপক্ষ জানান, বন্ধ এবিপিট কোলিয়ারি থেকে সংলগ্ন এলাকায় খনিকর্মীদের আবাসনে বিদ্যুৎ সরবরাহ করা হয়। বুধবার রাতে ওই বিদ্যুৎ সরবরাহের কেবল লাইনের ৩৫ ফুট অংশ কেটে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ফলে এবি পিট এলাকার স্টাফ পাড়া, উপর ও নীচেধাওরা, পার্বতীধাওরা ও মিশরিডাঙা বিদ্যুতবিচ্ছিন্ন হয়ে পড়েছে। জামুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ইসিএল কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
|
কয়লায় ছাই গুঁড়ো মেশানোর অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
গুঁড়ো ছাই মিশিয়ে কয়লার ঘাটতি পূরণের চেষ্টা করছে খনি কর্তৃপক্ষ, বৃহস্পতিবার এই অভিযোগ তুলে অন্ডালের ময়রা কোলিয়ারিতে ঘন্টাখানেক বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস প্রভাবিত কয়লা খাদান শ্রমিকেরা। তাঁদের দাবি, লক্ষ্যমাত্রার থেকে কম কয়লা উত্তোলন করা হয়েছে। ঘাটতি পূরণ করতে গুঁড়ো ছাই নিয়ে এসে গুদামের সামনে জড়ো করে রেখেছে কর্তৃপক্ষ। তবে কোলিয়ারি কর্তৃপক্ষের দাবি, একটি গর্ত ভরাট করার জন্য ওই গুঁড়ো ছাই এনে রাখা হয়েছে। বিক্ষোভকারীরা বিষয়টি না জেনেই অভিযোগ করছেন।
|
দোকানে চুরি
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দোকানের শাটার ভেঙে নগদ টাকা-সহ বেশ কিছু ইলেকট্রনিক্স যন্ত্রপাতি নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। বুধবার রাতে দুর্গাপুর এনটিপিএস থানার মুচিপাড়া এলাকার ইউরি গ্যাগারিন রাস্তায় একটি টিভির দোকানে ঘটনাটি ঘটে। ওই দোকানের ম্যানেজার কমলেন্দু ঘোষাল লিখিত অভিযোগে জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা তাঁকে ফোন করে খবর দেন যে দোকানের শাটার ভাঙা পড়ে রয়েছে। তিনি তড়িঘড়ি দোকানে এসে দেখেন নগদ টাকা ও বেশ কিছু টিভি নেই। এরপরেই পুলিশে খবর দেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
|
কয়লা আটক
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
অবাধ কয়লা বোঝাই একটি লরি আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার আসানসোল দক্ষিণ থানার নিউ ঘুসিক কোলিয়ারি এলাকা থেকে প্রায় দু’মেট্রিক টন কয়লাবোঝাই ওই লরিটিকে ধরা হয়। কয়লা পাচারের অভিযোগে তিন জনকে গ্রেফতারও করেছে পুলিশ।
|
হারল গৌরান্ডি
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
জামগ্রাম বিদ্রোহী সঙ্ঘ আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার বৃহস্পতিবার য়ী হয় জেএনবিটিএস। তারা গৌরান্ডি একাদশকে ২ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে গৌরান্ডি ৮ উইকেটে ৯৮ রান করে। জবাবে জেএনবিটিএস ৮ উইকেটে জয়ের রান তুলে নেয়।
|
জয়ী ছাত্র সঙ্ঘ
নিজস্ব সংবাদদাতা • চিত্তরঞ্জন |
আজাদহিন্দ ক্লাব আয়োজিত ফুটবল প্রতিযোগিতার বৃহস্পতিবারের খেলায় জয়ী হয় ছাত্র সঙ্ঘ। আজাদ হিন্দ মাঠে তারা জনকল্যাণ সমিতিকে ৪-২ গোলে হারিয়ে দেয়। |