মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা কল্যাণীতে
নিজস্ব সংবাদদাতা • কল্যাণী |
হ্যামলিনের বাঁশিওয়ালার মতো সুরের জাল বিছিয়ে গেলেন মঞ্চের বেহালাবাদক। আর অনুষ্ঠানের শেষ পর্বে ঘরে ফেরার জন্য হল ছেড়ে বেরোনোর মুখে শ্রোতারা থমকে গেলেন সেই সুরের টানে। কল্যাণীর ঋত্বিক সদনে শনিবার সাংস্কৃতির অনুষ্ঠানের এটাই ছবি। নাচ, গান, আবৃত্তি আর বেহালার ধুনের ফাঁকে ফাঁকে ছিল কল্যাণী মহকুমার শারদ সম্মান পাওয়া পুজো কমিটিগুলিকে পুরস্কার বিতরণ। আয়োজক কল্যাণী মহকুমা পুলিশ প্রশাসন। সহযোগিতায় ছিল রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, কল্যাণী পুরসভা এবং কল্যাণী চেম্বার অব কমার্স। নদিয়ার পুলিশ সুপার সব্যসাচীরমণ মিশ্র, কল্যাণী ও রানাঘাটের দুই এসডিপিও ছাড়াও অনুষ্ঠানে ছিলেন স্থানীয় সাংসদ, বিধায়ক প্রমুখ। প্রায় পঞ্চাশটি পুজো কমিটিকে পুরস্কৃত করা হয়। আদিবাসী ছেলেমেয়েরা তাদের জীবন ও জীবিকা নিয়ে পরিবেশন করে নৃত্যানুষ্ঠান। আত্রেয়ী বন্দ্যোপাধ্যায় ও সৌমিত রায়ের রবীন্দ্রনাথের গানের সঙ্গে আবৃত্তির কোলাজ উপস্থাপনা করেন পাপিয়া সিংহ দেবনাথ। শেষ পর্বে বেহালায় শ্রোতাদের মুগ্ধ করেন পন্ডিত ভি জি যোগের ছাত্র পল্লব বন্দ্যোপাধ্যায়।
|
আজ, বুধবার নাট্যমেলার সূচনা হবে মালদহে। তারপর কল্যাণী, কলকাতা ও আসানসোলে হবে নাট্যমেলা। মঙ্গলবার মহাকরণে পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির তরফে অর্পিতা ঘোষ জানান, কলকাতায় মেলা চলবে ২৯ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি। কলকাতার ২০টি দল জেলায় নাটক মঞ্চস্থ করবে। আর কলকাতার নাট্যমেলায় বিভিন্ন জেলা থেকে আসবে ৬০টি নাট্যদল।
|
১০ দিন জেল হল অভিনেতা রাজপাল যাদবের। অভিযোগ, ২০১০ সালে দিল্লির এক ব্যবসায়ীর কাছ থেকে তিনি ৫ কোটি টাকা ধার করে আর ফেরত দেননি। এর পর ওই ব্যবসায়ী রাজপাল ও স্ত্রী রাধা যাদবের নামে মামলা করেন। আদালত রাজপালকে এর আগেও ডেকে পাঠিয়েছিল। তবে তিনি আসেননি। ফের তাকে ডেকে পাঠানো হলে সোমবার আদালতে একটি হলফনামা জমা দেন রাজপাল। অভিযোগ, ওই হলফনামাটি ছিল ভুয়ো এবং তাতে রাজপাল তাঁর স্ত্রী রাধার সই নকল করেছিলেন। এর পর দিল্লি হাইকোর্টের বিচারপতি এস মুরলীধর রাজপালকে ১০ দিনের কারাদণ্ড দেন।
|
বাংলা নাটকের প্রসারেও এ বার নেওয়া হচ্ছে তথ্যপ্রযুক্তির সাহায্য। এই লক্ষ্যে বেঙ্গলি থিয়েটার চালু করল নতুন http://www.bengalitheatre.com ওয়েবসাইট। এখানে নাটক সম্পর্কিত বিভিন্ন তথ্য ছাড়াও জানা যাবে শো-এর সময়। |