টুকরো খবর
রেড পান্ডা নিয়ে কর্মশালা
‘রেড পান্ডা’ এবং তাদের বাসযোগ্য বনভূমি, ২৫ অক্টোবর থেকে শিলিগুড়িতে এই বিষয়ে এক আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করছে দার্জিলিঙের পদ্মজা নাইডু চিড়িয়াখানা কর্তৃপক্ষ। কর্মশালায় উৎসাহী বনকর্মী এবং পরিবেশবিদদের সঙ্গেই আসছেন নেদারল্যান্ডের রটারডম চিড়িয়াখানার রেড পান্ডা বিশেষজ্ঞ অ্যাঞ্জেলা গ্ল্যাস্টন, বেলজিয়ামের বিশেষজ্ঞ ক্রিস্টেন লুইস, সঞ্জয় মউলার প্রমুখ। দার্জিলিং চিড়িয়াখানার অধিকর্তা অলঙ্কার ঝা বলেন, “রেড পান্ডা নিয়ে এ ধরনের কর্মশালা দেশে এই প্রথম। বিপন্ন প্রজাতির এই প্রাণীদের খাদ্যাভ্যাস, দিনযাপন থেকে ক্রমেই বিপন্ন হয়ে পড়ার কারণ, সব বিষয়েই আলোচনা হবে।” বন দফতর সূত্রে খবর, সাম্প্রতিক সুমারিতে দেখা গিয়েছে, উত্তরবঙ্গের পাহাড়ি বনাঞ্চল, নেওড়া উপত্যকা এবং সিঙ্ঘালিলা জাতীয় উদ্যানে অন্তত ১৩২টি রেড পান্ডা রয়েছে।

অভিযানে দেড় কুইন্টাল প্লাস্টিক বাজোপ্ত
অভিযান চালিয়ে প্রায় দেড় কুইন্টাল প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যাগ বাজেয়াপ্ত করল শিলিগুড়ি পুরসভার জঞ্জাল অপসারণ বিভাগ। বিভাগের মেয়র পারিষদ স্বপন চন্দের নেতৃত্বে এই অভিযান চলে। শিলিগুড়ির খালপাড়ার একটি দোকানের গুদামে হানা দিয়ে এই বিপুল পরিমাণ প্লাস্টিক ক্যারিব্যাগ উদ্ধার পুরকর্মীরা। তবে দোকান মালিক পালিয়ে গিয়েছেন বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। স্বপনবাবু বলেন, “আমরা প্লাস্টিক ক্যরিব্যাগ বন্ধে লাগাতার অভিযান চালাব। এদিন খালপাড়ায় অভিযান চলেছে। এরপরে বর্ধমান রোড, বিধান রোড, আলুপট্টি, মহাবীরস্থান এলাকাতেও অভিযান চালানো হবে। শিলিগুড়ি পুর এলাকায় কোনও রকম প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহারের উপর নিষেধাজ্ঞা রয়েছে। তা কেউ ব্যবহার করলে ব্যবস্থা নেওয়া হবে।”

বাগানে ভালুক
শনিবার ভোর থেকে সন্ধ্যে পর্যন্ত ডুয়ার্সের কালচিনি ব্লকের ডিমা চা বাগানে দাপাল একটি ভালুক। চা শ্রমিকরা তো বটেই আশেপাশের বাসিন্দারা ভালুক দেখতে ভিড় করেন। সন্ধ্যে নাগাদ বনকর্মীরা পটকা ফাটিয়ে ঝোপে ঢুকলে ভালুকটি নিমাতির জঙ্গলের দিকে পালিয়ে যায়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.