নবম মিজোরাম বিধানসভা নির্বাচনের নির্বাচনী প্রচার শেষ হল। আগামী সোমবার সেখানে ভোটগ্রহণ। আজ প্রচারের শেষ দিনে মিজোরামের ভাইরেংতি এলাকার জনসভা করেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি রাজনাথ সিংহ। প্রধানমন্ত্রী-সনিয়া-রাহুলের নির্বাচনী আশ্বাসকে ‘ভুয়ো’ আখ্যা দিয়ে তিনি বলেন, “যে রাজ্যে স্বাক্ষরতার হার সর্বাধিক, সেই রাজ্যে এত বেকার কেন? কেন থাকবে এত দারিদ্র্য?” রাজনাথের অভিযোগ, “মুখে বড় বড় কথা বললেও, বাস্তবে রাজ্যবাসীর উন্নয়নে তথা যুব সমাজের উন্নয়নে কংগ্রেস মাথাই ঘামায়নি। ক্ষমতায় এলে বিজেপি এ নিয়ে বিশেষ ‘অ্যাকশন প্ল্যান’ হাতে নেবে।” তাঁর কথায়, “মিজোরামে সড়ক যোগাযোগ উন্নত করতে এনডিএ সরকারই প্রথম উদ্যোগী হয়। কংগ্রেস কেবল তার সুবিধা ভোগ করছে। রাজ্যের প্রতিভাকে ব্যবহারের কোনও চেষ্টাই করেনি তারা। যুব প্রজন্ম টিপ্স নয়, রোজগার চায়।”
|
শনিবার সরকারি অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিচ্ছে ঝাড়খণ্ড সরকার। একই সঙ্গে বাকি পাঁচটি কাজের দিনে সরকারি কর্মচারিদের কাজের সময় বাড়ছে এক ঘণ্টা করে। সকাল দশটা। শুরু হয়ে বিকেল পাঁচটার পরিবর্তে ছুটি হবে সন্ধ্যায় থ’টায়। এরই পাশাপাশি অবশ্য ক্যাজুয়াল লিভ ১৬টি থেকে কমিয়ে ১২ করা হচ্ছে। গত কাল রাতে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছর জানুয়ারি থেকেই ক্যাজুয়াল লিভ কমানোর সিদ্ধান্ত লাগু হতে চলেছে। আর নতুন বছরের শুরুতেই, প্রথমে দু’মাসের জন্য পরীক্ষামূলক ভাবে রাজ্য সচিবালয়ের সব দফতর শনিবার বন্ধ রাখা হবে। প্রতিদিন কাজের সময় ১০টা থেকে ৫ টার পরিবর্তে ১০ টা থেকে ৬ টা পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে। যদি দু’মাস এই ব্যবস্থা ঠিক মতো চলে, তবে তা সর্ব ক্ষেত্রে চালু করা হবে।
|
পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ধনুষের পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ করল ভারত। শনিবার ওড়িশার উপকূল থেকে এই ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জের প্রধান এমভি কেভি প্রসাদ জানান, একটি জাহাজ থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করে স্ট্র্যাটেজিক ফর্সেস কমান্ড। ধনুষ ৫০০ থেকে এক হাজার কিলো অস্ত্র বহন করতে পারে। জল এবং স্থল দু’জায়গাতেই আঘাত হানতে সক্ষম এটি।
|
সমস্ত দুর্নীতিগ্রস্ত আইএএস এবং আইপিএস অফিসারকে প্রকাশ্যে গুলি করে মারা উচিত বলে বিতর্কে জড়ালেন কর্নাটক পুলিশের প্রাক্তন ডিজি শঙ্কর বিদারি। শনিবার একটি অনুষ্ঠানে বিদারি আরও বলেন, সমস্ত অপরাধীর বিরুদ্ধে অভিযোগ জানানো উচিত এবং তাদের দু’বছরের মধ্যে বিচার হওয়া উচিত। তা না হলে দুর্নীতিকে নিয়ন্ত্রণ করা যাবে না। বিদারির এই মন্তব্য রাজ্যে বিতর্কের ঝড় তোলে। পরে বিদারি বলেন, তাঁর বক্তব্যের অপব্যাখ্যা করেছে সংবাদমাধ্যম।
|
যুব কংগ্রেস নেতার বক্তৃতা চলাকালীন হেসে ফেলার অভিযোগে গ্রেফতার হলেন মালয়লী ছবির জনপ্রিয় কৌতুক অভিনেতা অনুপ চন্দ্র। তাঁর বিরুদ্ধে অভিযোগ, শুক্রবার কেরলে যুব কংগ্রেসের এক জনসমাবেশ চলাকালীন মদ্যপ অবস্থায় অহেতুক হাসহাসি শুরু করেন অনুপ। নষ্ট হয়ে যায় সমাবেশের শৃঙ্খলা। অনুপের সঙ্গে সংঘর্ষ বাঁধে কিছু যুব কংগ্রেস সমর্থকের। শনিবার সকালেই অবশ্য অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হয়। ছেড়ে দেওয়া হয় অনুপকে। |