টাটকা খবর
সারদা কাণ্ডে গ্রেফতার কুণাল ঘোষ
অবশেষে সারদা কাণ্ডে গ্রেফতার করা হল সাংসদ কুণাল ঘোষকে। শনিবার সন্ধ্যায় বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি-ডিডি অর্ণব ঘোষ বলেন, ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় অভিযোগের ভিত্তিতে ( কেস নম্বর ৩৪) তাঁকে গ্রেফতার করা হয়েছে। এই অভিযোগটি আনেন ব্রডকাস্ট ওয়ার্ল্ডওয়াইড লিমিটেডের জেনারেল ম্যানেজার। অর্ণববাবু বলেন, “কুণালবাবু সারদা মিডিয়ার গ্রুপ সিইও ছিলেন। প্রাথমিক ভাবে যে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে তাতে এটা বোঝা যাচ্ছে যে নিজের কাজের পরিধির বাইরেও তিনি সারদার নানা বিষয়ে জড়িত ছিলেন। তিনি সুদীপ্ত সেন ও অন্যান্যদের সঙ্গে এই ষড়যন্ত্রে সামিল হয়েছিলেন।” এই গ্রেফতারি প্রসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক মুকুল রায়ের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া: “আইন আইনের পথে চলবে।” যদিও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এই বিষযে় কোনও মন্তব্য করতে রাজি হননি।
সাংসদের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, প্রতারণা এবং ষড়যন্ত্রের অভিযোগ এনে ভারতীয় দণ্ডবিধির যথাক্রমে ৪০৬, ৪২০ এবং ১২০বি ধারা প্রয়োগ করা হয়েছে।
শুক্রবারেই নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক ডেকে কুণাল আশঙ্কা প্রকাশ করেছিলেন, শনিবারেই তাঁকে গ্রেফতার করা হতে পারে।
শনিবার দুপুরেই গোয়েন্দা প্রধান অর্ণব ঘোষের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সাসপেন্ড হওয়া তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। তাঁর বিরুদ্ধে হুমকি দেওয়া ও ব্ল্যাকমেলিং-এর অভিযোগ এনেছেন তিনি। অর্ণববাবু জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অন্য দিকে সারদা কাণ্ডে সিবিআই তদন্তের দাবি করে ফের সরব হয়েছেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। একই দাবি করেছেন বামফ্রন্টের রাজ্য সম্পাদক বিমান বসুও।

নির্বাচনে জঙ্গি নাশকতার আশঙ্কা প্রধানমন্ত্রীর
চলতি বিধানসভা ও আগামী লোকসভা নির্বাচন বানচাল করতে জঙ্গি সংগঠনগুলি চেষ্টা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। শনিবার দিল্লিতে বিভিন্ন রাজ্যের পুলিশের ডিজি এবং আইজি-দের সম্মেলনে তিনি নিরাপত্তারক্ষীদের এ ব্যাপারে সজাগ থাকতে বলেন। কয়েকটি রাজ্যে গোষ্ঠী সংঘর্ষের ঘটনা বেশ ভাল রকম বৃদ্ধি পেয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ দিন তাঁর বক্তব্যে উঠে এসেছে মুজফফরনগর ও তার আশপাশের কয়েকটি জেলায় সাম্প্রতিক গোষ্ঠী-সংঘর্ষের কথাও। ভবিষ্যতে এই জাতীয় সংঘর্ষ বাধলে খুব দ্রুত ও কঠোর হাতে পরিস্থিতির মোকাবিলা করতে পুলিশকর্তাদের নির্দেশ দেন তিনি। পাশাপাশি, ছত্তীসগঢ়ে মাওবাদী সন্ত্রাস দমনে আধা সামরিক বাহিনীর প্রশংসাও করেন তিনি। মাও প্রভাবিত এলাকাগুলির আরও উন্নয়ন প্রয়োজন বলেও প্রধানমন্ত্রী মনে করেন।

কিশোরের অপমৃত্যু
১১ বছর বয়সী এক কিশোরের অস্বাভাবিক মৃত্যু হয়েছে তিলজলার পিকনিক গার্ডেন রোডে। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে। কিশোরের নাম পুলক ময়রা। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, পড়াশোনা না করায় তাকে মা বকাবকি করেন। তার পরে ঘরে থাকা বাঁশের মইয়ে গলায় গামছা দিয়ে পুলক আত্মহত্যা করে। তার জেঠতুতো দিদি প্রিয়ঙ্কা ময়রা প্রথম দেহটি দেখতে পায়।

কুপিয়ে খুন টিটাগড়ে
শুক্রবার রাতে টিটাগড়ে এক ব্যক্তিকে কুপিয়ে খুন করে কয়েক জন দুষ্কৃতী। পুলিশ সূত্রে খবর, নিহতের নাম রাজেন্দ্র রজক (৫০)। গতকাল রাত ১২টা নাগাদ রানি রাসমণি ঘাটের কাছে কয়েক জন দুষ্কৃতী তাঁর গলার নলি কেটে দেয়। খুনের ঘটনাকে ঘিরে গত কাল রাত থেকেই এলাকায় উত্তেজনা রয়েছে। পুলিশ জানিয়েছে, ৪-৫ বছর আগে রাজেন্দ্রবাবু নানা সমাজবিরোধী কাজের সঙ্গে যুক্ত ছিলেন। সেই পুরনো শত্রুতা থেকেই এই খুন কি না খতিয়ে দেখছে পুলিশ।

ওয়ার্নার-ক্লার্কের শতরান, কোণঠাসা ইংল্যান্ড
শুক্রবার অ্যাসেজের দ্বিতীয় দিনে জনসন-হ্যারিসদের দাপটে মাত্র ১৩৬ রানে প্রথম ইনিংস মুড়িয়ে যাওয়ায় এমনিতেই চাপে ছিল ইংল্যান্ড। আজ ওয়ার্নার-ক্লার্কের শতরান আরও ব্যাকফুটে ঠেলে দিল তাদের। তৃতীয় দিনে ৬৫/০ থেকে খেলা শুরু করে দ্রুত রজার্স ও ওয়াটসনের উইকেট হারায় অস্ট্রেলিয়া। এর পরেই ওয়ার্নার-ক্লার্কের ব্যাটে নির্ভরতা পায় তারা। ব্রডের বলে আউট হওয়ার আগে ১২৪ রান করেন ওয়ার্নার।
সেঞ্চুরির উল্লাস ওয়ার্নার ও ক্লার্কের। ছবি: এএফপি ও রয়টার্স।
তাঁর ইনিংস সাজানো ছিল ১৩টি চার ও একটি ওভার বাউন্ডারি দিয়ে। ওয়ার্নার আউট হওয়ার পরে কোনও রান না করে প্যাভিলিয়েন ফেরেন স্টিভন স্মিথ। এরই মধ্যে প্রথম ইনিংসের ব্যর্থতা ঢেকে কেরিয়ারের ২৫তম সেঞ্চুরি করেন অস্ট্রেলীয় অধিনায়ক। ১১৩ রানে গ্রেম সোয়ানের বলে আউট হন তিনি। ভাল খেলেন জর্জ বেইলি(৩৪), ব্র্যাড হ্যাডিন(৫৩), মিচেল জনসন(৩৯)-রাও। স্টুয়ার্ট ব্রড ও গ্রেম সোয়ান দু’টি করে ও ট্রেমলেট তিনটি উইকেট পান। ৪০১/৭-এ দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে অস্ট্রেলিয়া। ৫৬১ রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে দ্বিতীয় ইনিংসের শুরুতেই ফের ধাক্কা খায় ইংরেজ বাহিনী। প্রথম ইনিংসে ইংল্যান্ডের সর্বোচ্চ রান করা ক্যারবেরি কোনও রান না করেই হ্যারিসের বলে বোল্ড হন। দলের দশ রানের মাথায় জনসনের বলে ফিরে যান জনাথন ট্রট। তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান ২৪/২। এখনও পিছিয়ে ৫৩৬ রানে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.